নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

পুত্রের প্রতি পিতার শিক্ষা

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০১

মোবাইলটা হাতে নিয়াই দিলো আছাড়। একেবারে খাট থেকে মাটিতে। ভাবলাম, এই ভাবে তো চলতে দেয়া যায় না।

পুত্রের প্রতি পিতার শিক্ষা শুরু করে দিলাম। ভ্রু কুঁচকে প্রিয়'র দিকে তাকাইলাম। বল্লাম
- প্রিয় যাও ফোনটা নিয়ে আসো।

প্রিয় আমার দিকে তাকায়ে খাতির করা টাইপ হাসি হাসে। বাপের মত আইলসাতো তারে হইতে দেওয়া যাবে না! এবার ঝাড়ি দিয়ে বল্লাম
- প্রিয় খাট থেকে নামো। যাও ফোনটা এনে বাবার কাছে দাও।

ঝাড়িতে মনে হয় কাজ হইলো। মিনমিন করে খাট থেকে নেমে গেলো। সে এখন একাই খাট থেকে নামতে পারে। খুব সাবধানে চাদরে খামচি দিয়ে ধরে প্রথমে। তারপর একটু একটু ঢিল দিয়ে দিয়ে খাট থেকে নেমে যায়। দেখলাম, খাট থেকে নেমে ধীরে ধীরে মোবাইলের দিকে যাচ্ছে। আমি মনে মনে বল্লাম, যাক ঝাড়িতে কাজ হইছে। শিক্ষা জীবন শুরু হয়ে গেলো প্রিয়'র।

ফোনের কাছে গিয়ে ফোনটা হাতে নিলো। হাতে নিয়েই আবার আছাড়। এবারের আছাড় হইলো ভূমিকম্প টাইপ আছাড়। আমি অবাক হয়ে বল্লাম
- প্রিয়!
সে আমার কোন কথায় কান দিলো না। এবার প্রিয় ভ্রু কুঁচকাইলো। আবার ফোনের কাছে গিয়া আরেকটা আছাড়। আমি খাট থেকে ধড়মড় করে নামলাম। কোন ভাবে ফোনটাকে প্রাণে রক্ষা করাইলাম। আর প্রিয় হাটতে হাটতে তার মায়ের কাছে চলে গেলো। ও কী মনে করছে? মায়ের কাছেই সব সময় থাকবো? বাপের কাছে আর আসা লাগবো না? ফাজিল পোলা...।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১১

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন।

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৪

সুখী মানুষ বলেছেন: আমার ১৫ মাসের পুত্র তার মায়ের মত রাগ নিয়া জন্মাইছেরে ভাই :)

২| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৫

সেলিনা শিরীন শিকদার বলেছেন: অসাধারণ! ভ্রু কুঁচকানো ছাড়া পিতার কাছ থেকে প্রিয় আর কি শিখেছে?

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২২

সুখী মানুষ বলেছেন: সেলিনা আপু, আর বলবেন না। বাপের কাছ থেকে অনেক কিছু শিখছে। আইলসামি, দুষ্টামি...সহ অনেক কিছু। আশার বাণী হইলো, বাবার মত হাসতেও শিখছে :)

৩| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৮

প্রামানিক বলেছেন: অবুঝ বাচ্চাদের পিটন দিয়ে শিখানো যে কথা রাম ছাগলরে স্কুলে ভর্তি করিয়ে পাঠ্য শিক্ষা দেওয়ায় একই কথা।

কারণ ছাগলকে একঘন্টা কান পড়া দিয়ে ছেড়ে দিলে যেমন ভ্যা -- ভ্যা-- করে সব ভুলে যায়,=== তেমনি ছোট বাচ্চাদেরও পিটন দিয়ে শিক্ষা দিলে ভ্যা --- ভ্যা --- করে কিছুক্ষণ কান্নার পর সব ভুলে যায়।

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৩

সুখী মানুষ বলেছেন: এখনকার যুগের বাচ্চাদের দিবেন পিটানি! দুই সেকেন্ডের একটা ঝাড়ি দিলে দুই ঘন্টা বাপ ডাকতে হয়।

৪| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা
সহপথিক ভাই
আমারটাও লেজহীন বান্দর একটা,ঠিক যেনো আমার শৈশব
মনে মনে ভাবি আহা মা-বাবার কি জ্বালানিটাই না জ্বালাইছি
অহন ভোগ কর্মফল

৫| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩২

সনজিম বলেছেন: আর আমার জনতো ভাই পুরাই মাইকেল জ্যাকসন হইয়া গেছে ১৪ মাসের বাচ্চা হাই বিট গানের সাথে তালে তালে নাচে, গান বন্ধ করলে আবার উ উ উ কইরা দেখাইয়া দেয় যে ওই টা ছাড়ো (মানে স্পিকার ছাড়তে বলে)। খুবই ভাল লাগে যখন তাকে দেখি সে হাসে, নাচে, আউ পাউ তাউ বলে নানা রকম কথা বলে, তখন মনে হয় পৃথিবীতে এর চেয়ে সুখের আর কি আছে?, সবাই দোয়া করবেন আমার সোনামনির জন্য।

৬| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৮

মাঘের নীল আকাশ বলেছেন: হাহাহাহাহাহা...চমৎকার অভিজ্ঞতা :)

৭| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৩

হাসিব০৭ বলেছেন: বাবুর একটা ফটো দেন :P
বাচ্চা নিবার মন চায় :`> :`> :`>

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭

সুখী মানুষ বলেছেন: https://www.facebook.com/alladerdibba দেখে নেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.