![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
সব সম্পর্কই একটা শিল্প। বাড়ীওয়ালার সাথে ভাড়াটিয়ার যে সম্পর্ক তাকেও শিল্পের পর্যায়ে নেওয়া যায়। উদাহরণ দেই -
আমি সব সময় ২৭/২৮ তারিখের মধ্যেই বাড়ী ভাড়া ক্লিয়ার করে ফেলি। নতুন মাস আসার আগেই ঝামেলা শেষ। আর ঈদের সময় সব সময় একটা মজা করি। ঈদের ১০/১৫ দিন আগে ভাড়াটা দিয়া দেই, হোক সে মাসের ৪/৫ তারিখ বলি
- আঙ্কেল, ভাড়াটিয়া হিসাবে আমিতো আর আপনাকে বোনাস দিতে পারবো না। তাই সামনের মাসের ভাড়াটা অন্তত দিয়া দেই। আপনার সপিং এ কাজে দিবো।
আমার যুক্তি হইলো, ভাড়াতো এক মাসেরটা আমি দুই বার দিচ্ছি না! যা দিতেই হবে তা একটু গুছানো ভাবে, শৈল্পিক ভাবে দিতে সমস্যা কি?
ঐদিন বাড়ীওয়ালা ভদ্রলোক আবেগে গদগদ হয়ে বলতেছে
- বাবা আপনারে আমি ভাড়াটিয়া মনে করি না। আপনাকে সন্তানের মত দেখি।
দুষ্টু লোক হয়ত বলবে, তাইলে ভাড়া নেওয়ার কী দরকার! আরে ভাই, বাপের বাসায় থাকলেওতো মাস শেষে একটা খরচ দিতে হয়, নাকি?
একটা জিনিস আমি খুব মেনে চলি। তা হইলো, কেউই কমপ্লেইন পছন্দ করে না। তাই ইলেক্ট্রিক সুইচ, বাথরুমের ট্যাপ ইত্যাদি নষ্ট হইলে নিজে নিজেই ঠিক করে ফেলি। ছোটখাটো সমস্যায় বাড়ীওয়ালাকে জানানোর কোন মানে হয়? শিল্প চর্চা করলে কিছু খরচাপাতি হয়। এইটা সেই "কিছু খরচাপাতি"।
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২
সুখী মানুষ বলেছেন: আপনার নিকটা আমার খুব পছন্দ হইছে ধন্যবাদ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০
নতুন বলেছেন: এই জন্যই তো আপনি সুখী মানুষ
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২
সুখী মানুষ বলেছেন: যে ঝামেলাগুলা সহজেই এড়ানো যায়, তাতে জড়াই না ভাই
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
আজিজার বলেছেন: যা দেওয়া লাগবেই তা দু'দিন আগে দিতে পরলে অসুবিধা কোথায়।
গত তিন বছর অাগে একটি বায়িং অফিসে চাকরী নিয়েছিলাম কমার্সিয়াল ম্যানেজার পদে। অামি প্রতি মাসের ২-৩ তারিখের মধ্যে বেতনের টাকার ব্যবস্থা করতাম, কিন্তু মালিক পক্ষ ১৫-২০ তারিখের অাগে বেতন দিত না।
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১
সুখী মানুষ বলেছেন: কবি নিরব
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনিতো বেশ ভালো ভাড়াটিয়া। ভালো লাগলো আপনার ভাবনা। তবে আজিজার যেমন লিখেছেন, অনেকে নিজে বেতন পায় দেরীতে, ফলে তার কাছ থেকে যারা পাওনাদার তারাও পাবে দেরীতে এটাই স্বাভাবিক।
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১
সুখী মানুষ বলেছেন: একটু সেভ করে চললে প্রতি মাসের বেতনের ভরসায় বসে থাকতে হয় না।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩
বিপরীত বাক বলেছেন: কিন্তু.. আপনি এদেশে কি করছেন? আপনার তো ইংল্যান্ড আমেরিকা থাকার কথা!
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩
সুখী মানুষ বলেছেন: কেন ?
মমতাময়ী বাংলাদেশে আমার ঠাঁই কেন হবে না ভাই? দেশ তো আমার জননী, জন্মভূমি। এই মাটিতে আমার মা শুয়ে আছে। কেন এই দেশে থাকবো না?
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
তার আর পর নেই… বলেছেন: আপনার মতো ভাড়াটিয়া পাইলে বাড়িওয়ালা বছরে তিনবার করে বাসা ভাড়া বাড়িয়ে দিতো।
২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
সুখী মানুষ বলেছেন: নাহ রে ভাই, আমার বাড়ীওয়ালা খুব ভালো। দুই বছর পরপর বাড়াচ্ছেন।
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০
রাজীব বলেছেন: নিশ্চই আপনি এমন কোন অফিসে চাকরী করেন যেখানে মাসের শেষের আগেই বেতন পান। অথবা ভালো কোন ব্যবসা করেন।
যাই করেন আপনি যে সুখী মানুষ সেটি বুঝতে পারছি। মনে হয় আপনার জামাটা নিলামে তুলতে হবে। কারন ছোট বেলায় বইতে পড়েছি সুখী মনুষের জামা পরলে নাকি হারমরমরি রোগ ভালো হয়ে যায়।
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭
সুখী মানুষ বলেছেন: ভাইরে আজ মাসের ২৫ তারিখ, এখনো গত মাসের বেতন হয় নাই। আর আমার কোন ব্যবসা বানিজ্যও নাই। আমি খুব হিসাব করে খরচ করি। আর যৎসামান্য সঞ্চয়ও করি। তাই একটু গুছায়ে চলতে পারি। আসলে ইচ্ছাটাই মূল কথা।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫
পাকাচুল বলেছেন: মানুষের যেটা পাওনা, সেটা দিয়ে ফেলাই ভাল সময়মত।