![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
- উফ ভাইয়া, আপনি তো খুব সুইট করে কথা বলেন!
বললাম,
- চিনি আমার রক্তে! আমি সুইট করে কথা বলবো না তো কে বলবে?
আমি কনফিডেন্টলি বললাম
- মজা না, মজা না! ব্যাগে সুগার মাপা'র যন্ত্র আছে, চাইলে মাইপাও দেখাইতে পারি। আমি ডায়বেটিক পেশেন্ট।
এহেন বৈজ্ঞানিক যুক্তিতেও কাজ হইলো না। বললো, নাহ ভাইয়া আপনি মজার মানুষ। তখন বেবাগ ইন্টিলেক্ট চোয়ালে আনলাম। ইন্টেলেকচুয়ালের মত বললাম
- সব মানুষই মজার মানুষ। কিন্তু সমস্যা হইলো, প্রত্যেকটা মানুষ একেক রকম ফলের মত। জানতে হয় কোনটার মজা কোথায়।
বুঝলাম কথা এন্টেনার উপর দিয়া গেছে। তাই একটু সহজ করে বললাম
- আপেল সরাসরি খেয়ে ফেললেই হয়। কিন্তু কমলার তো ছোলা ফেলে তারপর খাইতে হয়। কাঠালের ক্ষেত্রেতো প্রসেসটা আরো ভিন্ন। কিন্তু প্রসেসটা ঠিক মত করতে পারলে বিচি শুদ্ধা খাওয়া যায়। কিন্তু সাথে সাথে না, এর জন্য অপেক্ষা করতে হয়।
এই অপেক্ষাটাই আমরা করি না। এই প্রসেসটাই আমরা জানি না। চরম গম্ভীর মানুষটার সাথেও মিশতে জানতে হয়, সময় দিতে হয়। তারপর দেখা যায় এই লোকটাও মজার মানুষ। এই লোকটাও দম ফাটায়ে হা হা হা করে হাসতে জানে। আর তখন তাকে দেখতে আর গম্ভীর লাগে না, বড় নিষ্পাপ লাগে। মানুষ নিষ্পাপই হয়, মজারই হয়। পরিস্থিতি তাকে অন্যরকম করে দেয়। তাই এতটা মানুষকে খারাপ ভাবা'র আগে হৃদয় দিয়ে বুঝতে হবে, কোন পরিস্থিতির কারনে সে এমনটা করেছে।
দীর্ঘ লেকচার শোনার পর, যেই লাও সেই কদুই রইলো। শেষ হইলো এই কথা দিয়া, উফ ভাইয়া, আপনি আসলেই খুব সুইট করে কথা বলেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
ঋজুক বলেছেন: সব মানুষই মজার মানুষ। কিন্তু সমস্যা হইলো, প্রত্যেকটা মানুষ একেক রকম ফলের মত। জানতে হয় কোনটার মজা কোথায় ....