নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

কথা বলা টুটালি নিষেধ হইতে আর দেরী নাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

"ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়"। বিখ্যাত একটা গান, আবেগময়ী একটা গান। কিন্তু কথাটা তখন কতটা সত্য ছিলো জানি না। কারন ভাষা দিয়া মনের কথা বলা হয়। বাংলা, উর্দু, ইংরেজী একটা মাধ্যম হইলেই হইলো। তবু বাংলাটাকে ভালোবেসে আমরা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে গেলাম। প্রাণের বিনিময়ে বাংলাকে প্রতিষ্ঠিত করলাম।

কিন্তু মনের কথাই যদি ভয়ে বলতে না পারি! তাইলে এই ভাষা দিয়া কী করবো? একটা ফেসবুক ষ্টেটাস দিতে গেলেও মনে হয়, আবার জেলে ঢুকাইয়া থুইবো না তো! ঐ গানের গীতিকার আব্দুল লতিফ সাহেব বাঁইচা থাকলে এখন কি কোন গান লেখতেন? নাকি তিনিও ভয়ে চুপ মেরে থাকতেন? গোপনে গানের খাতায় হয়ত লেখতেন "ওরা আমার মুখের ভাষা থামায়ে রাখতে চায়"।

অবশ্য আমাদের কথা চিন্তা করে কাজী নজরুল ইসলাম আগেই লেখে রেখে গেছেন - "কহিতে পারি না বন্ধু / বড় বিষ জ্বালা এই বুকে" :(

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

অগ্নি কল্লোল বলেছেন: শাবাস।।
লাল সালাম রইলো।।।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: "কহিতে পারি না বন্ধু / বড় বিষ জ্বালা এই বুকে" :(

ভয়ের অজগর তাড়া করে নিয়ত
লাল, নীল কাল বাহিনী
আগুনের পুড়ে মরেছে যার -
সেই বোঝে অক্ষমতার জ্বালা!
সাত- সতের- হাজার
গুম, খুন আর অবিচার

এরই মাঝে বেঁচে আছি< এটাকে কি বেঁচে থাকা বলে? নাকি মৃতের জীবিতাভিনয়!!!!!!!?????

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

পথে-ঘাটে বলেছেন: সাহসী উচ্চারণ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০

আরণ্যক রাখাল বলেছেন: আপনি একটু বেশিই ভেবে ফেলেছেন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮

সুখী মানুষ বলেছেন: ভাই, আশেপাশের এত ঘটনা দেখার পরেও কী করে পান এত সাহস?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.