নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

থিংক বিগ...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

তিনটা মাছের নাম লেখতে বলা হইলো। ছোট বেলার কথা। মাথায় আসলো - ইচা, বইচা, পুটি; তাই লেখে ফেল্লাম। কুমিল্লায় আমরা চিংড়ি মাছকে ইচা মাছ বলি। আর বইচা মাছটা বড় হয়ে আর দেখি নাই। তাই শুদ্ধ নামটা কী হবে জানি না।

ঘটনা তা না, ঘটনা হইলো। আমার আশেপাশের তারা লেখলেন - ইলিশ, বোয়াল, রুই, কাতল...। শিক্ষক যিনি ছিলেন তিনি মুখ ভেংচে অপমান করলেন। সবার সাথে তুলনা করে করে অপমান করলেন। শুধু তাই না, আমাকে এই পড়ার আসরে আর ঠাঁই দেওয়া হবে না সিদ্ধান্ত হইলো। তখনো বুঝি নাই, আমার অপরাধটা কোথায়। কিন্তু ঘটনাটার পর আমার মনটা খুব হীন হয়ে গেলো। সবাই আমাকে দেখলে মুখ ভেংচায়ে বলে, ইচা, বইচা, পুটি...।

বড় হওয়ার পর অপরাধটা কী করেছিলাম তা বুঝতে পারলাম। ইংরেজীতে একটা কথা বলে, থিংক বিগ। এর বাংলাটাও সহজ। বড়ো ভাবো, ছোটখাটো কিছু ভাববা না। আমার অপরাধটা ছিলো, আমি বড়ো ভাবতে পারি নাই। আমি ছোট ভেবে ফেলছি। মনে যা আসে, তাই লেখা যায় না। মনের কথাকে ঘুড়ায়ে ফিড়ায়ে, ভেবে চিন্তে লেখতে হয়। সহজাত সরলাতার দাম নাই।

যারা সেইদিন ইলিশ, রুই, কাতল লিখেছিলেন। তারা আজ রুই, কতল টাইপ বড় মানুষ, সফল মানুষ। আমি থিংক বিগ করতে পারি নাই। তাই আমি বড় কেউ হইতে পারি নাই। মনে যা আসে, তাই এখনো লেখে ফেলি। একে ঘুড়িয়ে, প‌্যাচিয়ে ভেবে চিন্তে লেখতে পারি না। উপরওয়ালা সবাইকে থিংক বিগে এর গুন দেন না। কিন্তু ভাবনাটা বড় করা খুব দরকার। যে ভাবনায় ছোটদেরও ঠাঁই হয় সমান মমতায়।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০

মহা সমন্বয় বলেছেন: একদম রাইট কথা বলছেন ভাল লাগল।

আমিও তিনটা মাছের নাম লিখলাম: তিমি, হাঙ্গর,বোয়াল। দেখি কি হয়?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

সুখী মানুষ বলেছেন: আরি সর্বনাশ! ওবামা'র ক্ষমতাতো হুমকির মুখে ফেলে দিলেন সমন্বয় ভাই!.... ;)

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫০

বিজন রয় বলেছেন: সবসময় তো বড় চিন্তাই করি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

সুখী মানুষ বলেছেন: এমন করেই বড় মানুষও হয়ত হয়ে গেছেন কোন এক ফাঁকে...। আরো বড় হউন ভাই...

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বড় চিন্তা করলেই যে সব সময় মানুষ জীবনে বড় সাফল্য পাবে এটা ঠিক নয়। বড় চিন্তা করা একটা ফ্যাক্টর মাত্র। এর সাথে সাথে কর্ম, শ্রম, অধ্যবসায়, ইতিবাচক ভাবনা ইত্যাদি খুব জরুরী। সর্বোপরি, আমরা মানি বা না মানি ভাগ্য বলে একটা বিষয় তো আছেই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

সুখী মানুষ বলেছেন: অবশ্যই ভাগ্য বলেও একটা বিষয় আছে। তবে বড় ভাবনা, পরিশ্রম, সততা এইগুলা থাকলেই হয়। উপরওয়ালাও তখন হয়ত বলেন, নে এবার থাম, অনেক করছিস...এবার ভাগ্যের দ্বার খুলে দিলাম।

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

মুসাফির নামা বলেছেন: চমৎকার বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.