নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান দল / দেশ

০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

পাকিস্তান ক্রিকেট টিমকে সাপোর্ট করা না করা নিয়া অনেক যুক্তিতর্ক হয়। একান্ত ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এই নিয়া তর্ক করার কিছু নাই। এত প্রাণ দিয়ে আমরা স্বাধীন হয়েছি, দল পছন্দ করার স্বাধীনতা সবার থাকতেই পারে। তবে, একটা উদাহরণ দেই-

নবীজি'র চাচা হামজাকে খুন করলো ওয়াশি। পরে ওয়াশি ইসলাম গ্রহণ করতে আসলো নবীজি'র কাছে। নবীজি তাকে ক্ষমা করলেন। কিন্তু বলে দিলেন, আমার সামনে মুখ দেখায়ো না।

নবীজি'র চেয়ে বড় মনের, বড় ধৈর্যেরতো কেউ হইতে পারে না, তাই না? সেই নবীজিইতো তার চাচার হত্যাকারীকে সামনে পেয়ে হাসি মুখে বরণ করে নিতে পারেন নাই। বরং মৃত চাচা'র কথা স্মরণ করে বললেন, আমার সামনে মুখ দেখায়ো না।

-০-

একাত্তরের দশ বছর পর আমার জন্ম। আমার পরিবারের কেউ প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশও করেন নাই। লোকমুখে শোনা কথা-
পাঞ্জাবী যখন এলাকায় আসতো, তখন সবাই এলাকা ছেড়ে চলে যাইতো ভয়ে। আমার মাদ্রাসা শিক্ষক দাদা নাকি যাইতেন না। কারন তিনি অনেকগুলা ভাষা জানতেন, এরমধ্যে উর্দুও একটা। পাঞ্জাবীদেরকে কনভিন্স করতেন যেন কোন বাড়ীতে আগুন না দেয়। কোন সম্পদ যেন নষ্ট না করে। আর আমার বাবা তখন পিঠাপিঠি দুই সন্তানের সদ্যজনক। দুই পুত্র সহ সংসারের বাকীদেরকে নিয়ে নিরাপদ জায়গায় ঘুরে বেড়ানোই ছিলো তার জন্য বড় যুদ্ধ।

কিন্তু আমি ভুলে যেতে পারি না, এই পাকিস্তানের লোকজনই আমার দেশের মানুষকে গুলি করে মেরেছে। এরাই আমার দেশের মা, বোনকে :( ... । এই পাকিস্তান ক্রিকেট খেলুক আর যাই করুক। এদের নামটা শুনলেই আমার কেন জানি বলতে ইচ্ছা করে, আমার সামনে মুখ দেখায়ো না।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

মহা সমন্বয় বলেছেন: পাকিস্তানকে পিডায়া দেশ ছাড়া করা হইল =p~
https://www.youtube.com/watch?v=iVe48GDxOFk

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.