নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

We want our money back.

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৭

একটা এক হাজার টাকা'র নোট কুচি কুচি করে ছিড়ে ফেল্লেন। দেশের কোন ক্ষতি হইলো এতে? জ্বি না, দেশের কোনই ক্ষতি হইলো না। কারন দেশে আমাদের টাকশাল আছে। ইচ্ছামত আমরা টাকা ছাপয়ে নিতে পারি। তবে হ্যাঁ, আপনার ব্যক্তিগত সম্পদ থেকে এক হাজার টাকা কমে গেলো।

কিন্তু ডলারের ঘটনা ভিন্ন। ডলার আমরা ইচ্ছা করলেই ছাপাতে পারি না। বিদেশ থেকে দেশে যারা টাকা পাঠান, তারা আসলে টাকা পাঠান না। তারা পাঠান ডলার। তখন দেশ বড়লোক হয়। দেশের সরকার এই ডলারের বিনিময়ে টাকা দিয়ে দেয়। আরেকটা রাস্তা হইলো, বিদেশীদের কাছে যখন আমরা কোন কিছু বিক্রি করি। তারা আমাদেরকে ডলার দেন। সরকার এর বিনিময়ে আমাদেরকে টাকা দেন।

তারমানে, ডলারের উপর নির্ভর করে আমরা কতটা ধনী, কতটা গরীব।
প্রথমে শুরু হইলো সোনালী ব্যাংক দিয়ে। সোনালী ব্যাংকের টাকা লুটপাট হইলো। ব্যাংক ক্ষতিগ্রস্ত হইলো, কিন্তু দেশ গরীব, ধনী কিছুই হইলো না। বেসিক ব্যাংকের ক্ষেত্রেও একই কথা সত্য।

গ্রামের ভাষায় একটা কথা বলে, একবার কান কাটলে যায় গ্রামের বাইরে দিয়া। আরেকবার কান কাটলে যায় গ্রামের ভিতর দিয়া বুক চিতাইয়া। এইবারও তাই হইলো। দেশের প্রতিষ্ঠাণগুলারে গরীব করে দেখা গেলো কিছুই হয়না। তাই এবার শুরু হইলো, দেশকে কিভাবে গরীব করে দেওয়া যায়।

ঘরের ইঁদুর যদি বেড়া না কাটে তাহলে বেড়া'র কিছু হওয়াটা কঠিন। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট কেউ জড়িন না থাকলে এত সহজে এই হাজার কোটি টাকা মূল্যের ডলার চুরি হওয়ার কথা না। আজকাল সিকিউরিটি শুধুই পাসওয়ার্ডে সীমাবদ্ধ নাই। ডুয়াল, ট্রিপল লেয়ারে টোকেন জেনারেট হয়ে তবেই ট্রানজেকশন কনফার্ম হয়। খুব সহজ করে বলতে গেলে, আমার জিমেইলের পাসওয়ার্ড আপনাকে বলে দিলেও আপনি আমার একাউন্টে ঢুকতে পারবেন না। কারন পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে একটা কোড চলে আসবে আমার মোবাইলে এসএমএস আকারে। ঐ কোডটা দিলে তবেই লগিন হবে। তারমানে আমার একাউন্ট হ্যাক করতে হইলে, আমার সিমটাও চুরি করে নিতে হবে সাথে। জেনারেল পিপলের জন্য ডিজাইন করা সামান্য জিমেইলেই যদি এমন সিকিউরিটি হয়। তাহলে প্রফেশনালদের জন্য ডিজাইন করা সিকিউরিটি কি অত সহজ কিছু হবে?

দেশের একজন নাগরিক হিসাবে অবশ্যই আমিও এই অর্থের ভাগিদার। এই অর্থ সংরক্ষণের জন্য আমাদেরই কোটি কোটি টাকা বেতন দিয়ে কর্মকর্তা রাখা হয়েছে। কর্মকর্তা মানে মাস গেলে বড় অংকের বেতন নেওয়া না। এমন সিচুয়েশনের জবাবদিহিতাও তার থাকা উচিৎ। আর অবশ্যই এই জবাবদিহিটা হবে আমাদেরই কাছে।

We want our money back.

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৫

কল্লোল পথিক বলেছেন:




শতভাগ সহমত।
তীব্র প্রতিবাদ জানাই।

২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর করে অল্প কথায় ডলার চুরির ক্ষতিটা বুঝানোর জন্য। ভাইরে গত ৮ বছর ধরে বিদেশে আছি। কমপক্ষে ৫০ হাজার ডলার পাঠিয়েছি দেশে। ঐ ৫০ হাজার ডলারের মধ্যে ১ ডলারও হু্ন্ডির মাধ্যমে পাঠাই নাই। চাইলেই পাঠাতে পারতাম। হুন্ডিতে পাঠালে প্রতি ডলারের গড়ে ৫ টাকা বেশি পেলেও আড়াই লাখ টাকা বেশি পেতাম। আমার কষ্টে অর্জিত ডলার ও ত্যাগ স্বীকার করে বৈধ চ্যানেলে পাঠানো ডলার কিছু শুয়োরের বাচ্চার রাজনিতী বিদ ও আমলাদের দুর্ণিতীর কারণে বিদেশে পাচার হয়। মাঝে মাঝে মনে হয় অনেক হয়েছে আর না দেশ প্রেম। এবার নিজের স্বার্থ দেখ।

আপনাকে ধণ্যবাদ পোষ্ট টির জন্য।

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬

সুখী মানুষ বলেছেন: আপনাদের মত চাকাগুলা আছে বলেই দেশ এতদূর গড়িয়েছে। অভিমান করে যদি বিকল হয়ে যান, তো দেশটাও বিকল হয়ে যাবে। এর চাইতে বড় দোহাই কী দিয়ে করে অনুরোধ করবো বলেন! :(

৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৬

বিজন রয় বলেছেন: ইয়েস। ব্যাক মানি।

৪| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৩

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: We want our money back.

৫| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনার পোষ্ট টি কপি করে আমার ফেসবুক ওয়ালে শেয়ার দিলাম কৃতজ্ঞতা উল্লেখ পূর্বক। আশা করি আপনার আপত্তি নাই এতে। আপত্তি থাকলে মুছে দিবো।

আপনাকে আবারও ধ্যবাদ।

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০

সুখী মানুষ বলেছেন: ভাই আমার এইটাতো আমার সৌভাগ্য!

৬| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

বুড়া মানব বলেছেন: সোনালী ব্যাংক থেকে যে চার হাজার কোটি টাকা গেল ঐ টাকাটা কোথায় গেল? খরচ কোথায় হলো? বিদেশে পাচার হলো কিনা এসব কি আপনি জানেন? বিদেশে পাচার হলে তা কি রাষ্ট্রের লস না? কোন সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হলে তা কি রাষ্ট্রের লস না?

৭| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ অনুমতির জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.