নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা পথের বিকল্প খুঁজি না...............

সুপ্তময়

স্মৃতির পিছু টান,,,, মুখরিত সেই অধ্যায়,,,,

সুপ্তময় › বিস্তারিত পোস্টঃ

জীবন প্রবাহ-০৩

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১:২৩

প্রতিটি মুহূর্তের ছন্দপতনে প্রিয় ইচ্ছাগুলো বলয় থেকে দূরে সরে যাচ্ছে।অস্পস্টতার আভায় যেন অদৃশ্য হওয়ার প্রবনতাই বৃদ্ধি পাচ্ছে কিন্তু হারিয়ে যাচ্ছে না বরং আবর্তিত হচ্ছে বলয়ের সীমারেখা ঘিরে।চিত্রনাট্য পরিবর্তনের ব্যবধান কম থাকায় ছিটকে যাওয়া মুহূর্তগুলো একীভূত হয়ে প্রাণবন্ত হওয়ার সূচনা থেকেই যেন সমাপ্তির দেখা পায় কিন্তু একটি রঙ ধারন করে যা প্রতিফলিত হয় বায়ুমন্ডলে যেখানে বর্ণীল রঙ্গে সজ্জিত আছে এর উপাদানগুলো যারা নিজস্ব বলয়ে প্রবাহমান।শোষণ আর প্রতিফলনের মাঝে যতসামান্য রঙের দেখা মিললেই তৈরী হচ্ছে নতুন কিছু সময়,কিছু মুহূর্ত বস্তুতই যা পরিবর্তনকেই হাতছানি দেয়। ফলে সিদ্ধান্তহীনতার পরিমান দিন দিন বেড়ে যাচ্ছে। যেন পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াকেই শিক্ষা দিচ্ছে।
অব্যক্ত মনোভাবকে অসম্পূর্ণতার দৃষ্টিকোণ থেকে আড়াল করে রাখার বৃথা চেষ্ঠা শ্রান্তিটুক যেমন কমিয়ে দেয় তেমনি বাড়িয়ে দেয় পথের সীমানা।কৌতূহল আর উদ্দীপনার ছায়ায় চলতে থাকি আমরা আবহমান কালের প্রবাহিত স্রোতধারায় ভিন্ন কিছু রঙ প্রদর্শনের জন্য নয়ত প্রকৃতির নিয়ম রক্ষা করার জন্য।
জীবন থেকে ঘটনাবহুল ও অনেক প্রতীক্ষিত আরও একটি বছরের দৃশ্যমান সমাপ্তি হল।চলার পথে অনেক রঙের সঙ্গতিপূর্ণ আচরন আর সামঞ্জস্যতায় কিছু মুহূর্তের স্মৃতি এবং বাস্তবতার সাথে আরও ভালভাবে পরিচয় করিয়ে দেওয়ার মত অনেক বিস্মৃতি জমা হয়েছে যা প্রবাহের তরঙ্গকে নতুন ভাবে আছড়ে পড়তে শিখিয়েছে খেয়াপাড়ের বধ্যভূমিতে।
নিজের অবচেতন মনের সাথে স্ববিরোধী আচরনের স্পষ্টতার সময়ের উপরই নির্ভর করে একটি রঙ যা প্রতিফলিত হয় সবার মাঝে...।।
পুনশ্চঃ কোন বস্তুর পৃষ্ঠে বা তলে আলোকরশ্মি পতিত হলে যা শোষিত না হয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে তাকে ঐ বস্তুর রঙ বলে।
অতঃপর বিদীর্ণ সকল রঙের বিশ্লেষণ পূর্বক সফল পথচলা নিয়ে শুরু হউক নতুন বছরের প্রতিটি সকাল...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

খেলাঘর বলেছেন:



শুভ নববর্ষ।

শজ ভাষায় বলার চেস্টা করেন।

২| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৬

সুপ্তময় বলেছেন: চেষ্টা করেছি :) পারি নাই



শুভ নববর্ষ

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

নুরএমডিচৌধূরী বলেছেন: নতুন ব্লগার বলে মনে হয় না
বেশ সুন্দর লিখা
সব মিলে
দারুন বলা চলে
লিখে যান
+++

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২

সুপ্তময় বলেছেন: ধন্যবাদ :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.