![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দ স্বাধীনতা
মুক্তি চাই বন্দিত্বের
অস্তিমজ্জায় মিশে যাওয়া দাসত্বের।
চাই বিদায় অসুস্থ মানসিকতার
মনের আত্মসমর্পণ চাই না আর।
চাই না সমাজের মিথ্যা প্রতিশ্রুতি
দুঃস্বপ্নের রজনীতে চাই না বসতি।
শিকলে বাঁধতে চাই না মনের সূর্যকে
বিকৃত আয়নায় দেখতে চাই না পৃথিবীকে।
সময়ের ছলনার চাই অবসান
জোয়ারের পানিতে থাকতে চাইনা ভাসমান।
ভূমিকম্পে হয় যদি প্রকৃতির সফলতা
ভূপৃষ্ঠের গভীরে হারিয়ে যাক অস্পষ্টতা।
©somewhere in net ltd.