![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্তরীন
..................
ছুটিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এক তরুণীর প্রেমে পড়ে বালক।বালকের দুরন্তপনা,আবেগের সাবলীলতা মুগ্ধ করে তরুণীকে।কিছুদিন যেতেই বালক জানতে পারে তরুণীটি একজনের বাগদত্তা।সামাজিক দায়বদ্ধতা আর পারিবারিক সম্মানবোধ থেকে গ্রাম ছেড়ে চলে আসে বালক।
এরপর প্রায় পাঁচবছর পর কোন এক রাতের ট্রেনে যাচ্ছিল বালক।কর্মব্যস্ত দিনের শেষে তন্দ্রা এসে ভর করছিল চোখে।খানিক সময় পর তন্দ্রাচ্ছন্ন চোখে পাশের সিটে বসা একজোড়া চোখের আকুলতায় কৌতূহল বাড়ে বালকের।কিছু একটা বলতে যাবে এমন সময় সামনের স্টেশনে নেমে যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য তরুনীকে বলতে আসে এক যুবক।নেমে যাবার ইতস্ততা আর অপূর্ণ অতীতের ছায়ার মাঝে ও তরুণীর হাতে থাকা ব্রেসলেটের দিকে চোখ যায় বালকের।যেটি চলে আসার আগে তরুণীর জন্য রেখে এসেছিল বালক।কিছুটা কুসংস্কারে বিশ্বাসী বালক যেদিন ব্রেসলেটটা হাতে দিয়েছিল সে দিনই তরুণীর সাথে দেখা হয়েছিল,শুধু এই কথাটাই বলা হয়নি কোনদিন।।
নামার আগে তরুণীটি যখন বালককে জিজ্ঞেস করল,কেমন আছ?কোন উত্তর না দিয়ে শুধু একটি চিরকুট উপহার দিল তরুণীর জন্য যাতে লিখা ছিলঃ
স্তব্ধ লহমা
আশ্রিত রাত
স্মিত নয়নে
আধারের ঘাত...
মৌন আবহে
রুঢ় গীত
স্মৃতির পাতায়
শোকের অতীত....
©somewhere in net ltd.