![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্তব্যের উদ্দ্যেশ্যে একটি বাসে যাত্রা শুরু করে পথিক।বেশ কিছুক্ষন দাঁড়িয়ে থাকার পর সিটে বসার সুযোগ পেয়ে কিছুটা স্বস্তি আসে পথিকের মনে। দাঁড়িয়ে ভ্রমনের তিক্ত অভিজ্ঞতা থাকায় সিটে বসার পর ভ্রমণটাকে উপভোগ্য করতেই যেন চলন্ত বাস সাথে চারপাশের চলন্ত প্রকৃতি মস্তিষ্কের নিউরন গুলোকে কাজে লাগাতে শুরু করে।ফলে আবেগ ও বিবেকের স্পষ্ট ও অস্পষ্ট দৃশ্যায়নে চিত্রনাট্য তৈরি হতে থাকে কল্পিত বৃত্তের মাঝে।
এসবের মাঝে নিজের ব্যবহৃত মোবাইল ফোনের নির্ধারিত প্রোফাইলটা যে কখন পরিবর্তন হয়ে যায় তা টের পায়নি পথিক।ফলে পরিবর্তন হয়ে যায় প্রোফাইলের সেটিংস গুলো যেমনঃ-রিংটোন,ভাইব্রেশন,আ্যপস টোন,মেসেজ টোন কিংবা থিম অর্থাৎ পুরো আবহটাই।চলন্ত বাসে দৃশ্যত চিত্রনাট্য আর কল্পিত চিত্রনাট্যের বিভিন্ন সুর ও ঝংকার এর মাঝে নিত্যপ্রয়োজনীয় মোবাইলে আসা নোটিফিকেশন গুলো কাঙ্ক্ষিত শব্দের মাত্রা অর্জন করতে পারেনি।মাঝে মাঝে ভাইব্রেশন অনুভূত হলেও তা চলন্ত বাসের স্বাভাবিকতাকেই ধরে নিয়েছে পথিক।কিন্তু এভাবে কতক্ষন !!একটা সময় চলন্ত বাসের গতি,যাত্রীর পরিবরতন,কার্যকরী সত্যের আবির্ভাব সব মিলিয়ে পরিবেশের স্থিরতা আর অবচেতন ও সচেতন মনের দূরত্বটা ও কমে আসে।ফলে ভাইব্রেশন এর সাথে রিংটনের এর উপস্থিতিও টের পায় মস্তিষ্কের কোন একটি বিচ্ছিন্ন নিউরন।
কিন্তু ততক্ষনেঃ-----
*মোবাইলের চার্জ প্রায় শেষ
*অনেকগুলো মিসড কল জমা হয়েছে
*বেশ কয়েকটি টেক্সট ম্যাসেজ ও মাল্টিমিডিয়া ম্যাসেজ জমা হয়েছে
*আছে অ্যাপ্লিকেশন আপডেটের নোটিফিকেশন
সল্প সময়ের এই যাত্রায় কিছু মানবীয় অনুভূতি যেমনঃ-সুখ-দুঃখ,হাসি-কান্না,রাগ-অভিমান,আনন্দ-বেদনা,সততা ও শঠতা,প্রতারনা ও স্বার্থপরতা ইত্যাদির সাথে পরিচয় ঘটেছে অদ্ভুত পরিসরে,ঠিক যেন পথই পথিকের পথের আড়াল করে রেখছিল।
তাই কিছু স্বপ্নের আত্মাহুতি,কিছু প্রত্যয়ের সংবরন,কিছু বিশ্বাসের বিসর্জন,কিছু ভালবাসা বহিঃপ্রকাশের বিমূর্ত ছায়ায় পরবর্তী যাত্রাটা দোদুল্যমান ও বিচিত্র অনুভূতির হয়ে যায় পথিকের জন্য।
পরিশেষে পথিকের নিরন্তর এই যাত্রা শুভ হউক,প্রকৃতি বেঁচে থাক সজীবতায়,দু পায়া শিম্পাঞ্জীগুলো মানুষ হয়ে বেড়ে উঠুক ব্যক্তি,সমাজ,সংগঠন কিংবা রাষ্ট্র গঠনের অভীষ্ট লক্ষ্যে।।।
বিঃদ্রঃ ইহা একটি গল্প রচনার চেষ্টা মাত্র।ভুল ত্রুটি নিজ গুণে সংশোধন যোগ্য।
©somewhere in net ltd.