নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ.

সময় করে কথা হবে

সুরভিছায়া

লিখব, পড়ব সবার সাথে. শুধরে নেবার সুযোগ যদি মিলে , ভাবছি সেটা সবার মাঝে বসে.

সুরভিছায়া › বিস্তারিত পোস্টঃ

অপু - দূর্গা ,একালের ।

০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪০

কোথা গেলি অপু , ফিরে আয় ভাই --

কাঁদে আর খোঁজে দূর্গা দিদি তার ,

ঘরের পিছনে , পুকুরের জলে কচুঁরি - পানা

নড়ে কিনা দেখে , হাটু গেড়ে বসে ঘাটে , পায়ের

চিহ্ন নাই দেখে তার অনেক ভরসা জাগে ;



মা বাড়ি নেই , হরেক রকমের

কাজ - অকাজে বাঁধা , ছোট ছোট হাতে

খুটি - নাটি সারে , তেল - ঝাল - নুনে

কত কি যে রাঁধে ,ভাইটি তার আদরের ভারী ,

খেতে পারে কিনা পারে !

সাধ আছে তার সাধ্য যে নাই ,

তাই ভেবে মন কাঁদে ।



সদর দরজা বন্ধই আছে ,

খিড়কির দোর খোলা ছিল ভুলে --

কাঁঠ - বিড়ালির খোঁজে গেল

সে কি পিছনের জঙ্গলে ? গুলতি নিয়ে

বেরিয়েছি কি , তাড়িয়ে দিতে কাল মেঘ রাশি ,

অবেলায় ভরা সাঁঝে ;

ভাবনা তার অকূল পাথারে ---

ছোট আঁচল ধূলায় লুটায়ে কাঁদে বসে

আঙিনাতে ;



চকিতে দেখে অপু ভাইটি তার

ঘরের আঁধারে বিছানায় শুয়ে ,ফুঁপিয়ে ফুঁপিয়ে

কাঁদে ,পাশের বাড়ির

হরিপদ তার লাটিম নিয়েছে বলে ;

ছুটে যায় দিদি জড়িয়ে তাকে , হাপুস

নয়নে কাঁদে , হারিয়ে কাঁদেনি ,

ফিরে পেয়ে কাঁদে ,মা বাড়ি নেই আগলে সে থাকে

ছোট তার ভাইটিকে ।





( অপু - দূর্গারা চিরকাল থাকে ,সর্বজয়াদের ঘর আলো করে । পোষাক বদল হয় ,রাস্তা বদল হয় , ভেঙে পড়া ঘর চোখেও পড়েনা ,ঘন গাছ - পালারা যদি বা ছবি হয়ে যায় ; অপু - দূর্গারা বেঁচে থাকে অনন্ত ভিন্ন আবরনে ,আভরনে । সর্বজয়াদের কৃতিত্ব সেইখানে , সে থাকে বা না থাকে ,সংসার ভরে থাকে তাঁর অমূল্য অবদানে । ) ।

মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৮:৫৮

মাহবুবুল আলম লীংকন বলেছেন: খুব ভাল লেগেছে, সুরভীছায়া। দারুন।

০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:০১

সুরভিছায়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন ।

২| ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:০১

প্রথম বাংলা বলেছেন:
কিবলব ভেবে পাচ্ছিনে।

লিখেছেন ভাল
আপনার হাতে আছে কবিতার আলো
সে আলোয় দূর করে আধাঁর
একালেও আনিলেন তোলি
সুখ, দুখ, কত কথা অপু দূর্গার।

ধন্যবাদ***

০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:০২

সুরভিছায়া বলেছেন: ধন্যবাদ আপনাকেও ,ভাল থাকবেন ।

৩| ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:১২

বাবুয়া বলেছেন:
বুবু,
তোমার আছে অবম্ভব সুন্দর চিন্তা শক্তি, সেই সঙ্গে সংগ্রহে আছে বিশাল এক শব্দ ভান্ডার! যা দিয়ে তূমি সাজিয়ে যাচ্ছো শব্দের পিড়ামীড! তোমার সেই শব্দের পিড়ামীড মমি হয়ে থাকবে পাঠকের অন্তরে যুগ যুগ!

ভালোথেকো অনন্ত কাল।

০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬

সুরভিছায়া বলেছেন: ধন্যবাদ বাবুয়া ভাই । আপনিও ভাল থাকবেন আমাদের সবার জন্য ।

৪| ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৮

সুলতানা শিরীন সাজি বলেছেন: হারিয়ে কাঁদেনি ,
ফিরে পেয়ে কাঁদে ,মা বাড়ি নেই আগলে সে থাকে
ছোট তার ভাইটিকে ।

খুব সুন্দর।
খুব ভালো লাগলো।
শুভেচ্ছা ।

০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৯

সুরভিছায়া বলেছেন: ধন্যবাদ সাজি । ভাল থেকো ।

৫| ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৩

মুনীর উদ্দীন শামীম বলেছেন: ভাল লাগলো...

০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭

সুরভিছায়া বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৬| ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৮

উধাও ভাবুক বলেছেন: অপু আর দূর্গার আবরনে ঢাকা এক মমতা, যেটা অতীতেও ছিল আজও আছে আর ভবিষ্যতেও থাকবে।

ভাল লেগেছে আধুনিক অপু আর দুর্গার কবিতাটা।

কেমন আছেন ?

০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪১

সুরভিছায়া বলেছেন: ধন্যবাদ ,ভাল আছি আর আশা করছি আপনিও ভাল আছেন ।

৭| ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:০০

ইউনুস খান বলেছেন: অপু - দূর্গারা চিরকাল থাকে ,সর্বজয়াদের ঘর আলো করে । পোষাক বদল হয় ,রাস্তা বদল হয় , ভেঙে পড়া ঘর চোখেও পড়েনা ,ঘন গাছ - পালারা যদি বা ছবি হয়ে যায় ; অপু - দূর্গারা বেঁচে থাকে অনন্ত ভিন্ন আবরনে ,আভরনে । সর্বজয়াদের কৃতিত্ব সেইখানে , সে থাকে বা না থাকে ,সংসার ভরে থাকে তাঁর অমূল্য অবদানে ।


খুবই সুন্দর বলেছেন।
কবিতাটিও খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।

০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৪

সুরভিছায়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ ,ভাল থাকবেন ।

৮| ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৬

অদৃশ্য বলেছেন: আমার চোখের সামনে প্রায় সময় ভাসে সেই দৃশ্য, যখন অপু দুঁগার নুপুরটা জলে ফেলে। আমি কেঁদেছিলাম।

ওরা মরেনা, আমরা বাঁচিয়ে রাখি হৃদয়ের কোন এক গুপ্ত কুঠোরে।

০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৫

সুরভিছায়া বলেছেন: সে সিনেমাটা শুধু সিনেমা না আমার কাছে মনে হয় অন্য কিছু এবং বিশাল তার প্লাটফর্ম ।

৯| ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৯

কঁাকন বলেছেন: খুব ভালো লিখেছেন

ভালো থাকুন

০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৯

সুরভিছায়া বলেছেন: ধন্যবাদ কাঁকন , ভাল থেকো ।

১০| ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

আহসান জামান বলেছেন: "ফিরে পেয়ে কাঁদে ,মা বাড়ি নেই আগলে সে থাকে
ছোট তার ভাইটিকে ।" - চমৎকার।

আর সারা কবিতা জুড়ে আছে এক অন্য রকম মায়া।



০৩ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০১

সুরভিছায়া বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন ।

১১| ০৩ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২১

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: খুবই ভালো লাগলো লেখাটা। খুবই.....!

০৩ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৩

সুরভিছায়া বলেছেন: অনেক ধন্যবাদ ,অনে--------ক ।

১২| ০৩ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৩

লাল দরজা বলেছেন: বাহ্ ! বড়ো মায়া মায়া করে লিখেছেন। শুভকামনা আপনার জন্য।

০৩ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৬

সুরভিছায়া বলেছেন: একি দূর্গা - অপু উপস্থিত ! অনেক ধন্যবাদ ।

১৩| ০৩ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৭

পারভেজ বলেছেন: "হারিয়ে কাঁদেনি ,
ফিরে পেয়ে কাঁদে"
খুব মায়াবী হয়েছে।

০৩ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯

সুরভিছায়া বলেছেন: ধন্যবাদ ,মায়া জীবন মায়া মরন ___________, ঠিক বলেছি আশা করি । ভাল থাকবেন ।

১৪| ০৩ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩১

বরুণা বলেছেন: বাহ বাহ! অনেক সুন্দর হয়েছে।

০৩ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৬

সুরভিছায়া বলেছেন: অনেক ধন্যবাদ ,বরুনা । ভাল থেকো ।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: ঘরের আঁধারে বিছানায় শুয়ে ,ফুঁপিয়ে ফুঁপিয়ে
কাঁদে ,পাশের বাড়ির
হরিপদ তার লাটিম নিয়েছে বলে ;

হরিপদ তার লাটিম নিয়েছে কেড়ে - লিখলে আরো জোড়ালো হত কান্নার কারণটি, এটা আমার অভিমত।

কবিতা সুন্দর হয়েছে। খুব ভাল লাগল।

০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৪

সুরভিছায়া বলেছেন: ধন্যবাদ আপনাকে ,ভাল থাকবেন ।

১৬| ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৬

অপ্‌সরা বলেছেন: সুন্দর কবিতা লিখেছো সুরভি ছায়া!ছোট্ট বেলার অনেক অনেক প্রিয় বই এর একটা এই বই।

০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৮

সুরভিছায়া বলেছেন: অনেক শুভেচ্ছা তোমাকে ,ভাল আছ আশা করছি ।

১৭| ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১১

কালপুরুষ বলেছেন: গতকাল অফিসে বসে পড়েছিলাম। তখন মন্তব্য করতে পারিনি। খুব ভাল হয়েছে লেখাটা। লেখাটা পড়তে যেয়ে সত্যজিৎ রায়ের "পথের পাঁচালী" ছবির দৃশ্যগুলো কল্পনা করছিলাম। চেখের সামনে জীবন্ত হয়ে উঠছিল।

ভাল থেকো।

০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১২

সুরভিছায়া বলেছেন: অনেক ধন্যবাদ ,আপনিও ভাল থাকবেন ।

১৮| ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৪

সবাক বলেছেন: ভোগাচ্ছে...

০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭

সুরভিছায়া বলেছেন: অপুদের নিয়ে ভুগতে গেলে সে ভোগান্তি শান্তি দেয় ..।

১৯| ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

ক-খ-গ বলেছেন: যতবার সিনেমাটা দেখি, পরের দু-তিনটে দিন অন্যমনষ্ক ভাবে কেটে যায়।
অপু-দূর্গাকে আবার ফিরিয়ে আনার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০

সুরভিছায়া বলেছেন: ঠিক বলেছেন । প্রিয় সাহিত্যকর্ম নিয়ে সিনেমা বানান হলে মন খারাপ হয়েছে বরাবর ; এটা বই হিসেবে যেমন প্রিয় ,সিনেমায় প্রিয়তর । সিনেমাটা মোটেও সিনেমার মত লাগে না ,মনে হয় লুকোন ক্যামেরায় তোলা জীবন যাপনের ছবি । ধন্যবাদ ।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১০

মৈথুনানন্দ বলেছেন: এটা কে লিখেছে? আপনি??

যেই লিখে থাকুক, এখানে একটা টেকনেক্যাল এরর আছে, প্রথম পঙক্তিতে দাদার স্থলে ভাই হইবে।

২৮ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪১

সুরভিছায়া বলেছেন: করে দিয়েছি , ধন্যবাদ ।

২১| ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৮

সীমান্ত আহমেদ বলেছেন: পোস্ট টা প্রিয়তে নিলাম। আগেই নিছিলাম। এইবেলা জানায়া গেলাম। যদিও লেখিকা কোথায় নিরুদ্দেশ তা খোদাই জানেন।

২২| ২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১০

সহেলী বলেছেন: সীমান্ত . তোমার প্রিয় পোষ্ট ধরে এলাম । দেখে খুশী হলাম । দূর্গা নিজেই নিরুদ্দেশ ! অপুদের দিদিরা আছে কতখানে , কতজনে ।

২৩| ২২ শে মার্চ, ২০১০ দুপুর ২:২৭

সুবিদ্ বলেছেন: অনেকদিন পরে চোখে পড়লো.......খুব ভালো লেগেছে

২৪| ২৮ শে জুলাই, ২০১০ সকাল ৭:০১

মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: লেখককে বলছি:

একটা পোস্টের কমেন্টে বলেছিলেন "ইউনিজয়" লেঅাউটে কীভাবে "জিজ্ঞাসা" লিখবেন..............উত্তর এখানে...........

[u] [g] [shift]>[i] = জ্ঞ

যুক্তবর্নের নিয়ম অনুযায়ী (জ + ঞ = জ্ঞ)।

২৫| ১৯ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:১৩

ইউনুস খান বলেছেন: সেই সব দিন গুলো খুবই মিস করি। আপনাকেও অনেকদিন ব্লগে দেখিনা। আশা করছি যেখানেই আছেন ভালো আছেন।

২৬| ২১ শে আগস্ট, ২০১১ রাত ২:৫১

সীমান্ত আহমেদ বলেছেন: অনেক আগের এই পোস্টে এসে ঘুরে গেলাম।
সুরভি আপু যেখানে যেভাবে থাকো ভালো থেকো।

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৮

শত রুপা বলেছেন:
কোথা গেলি অপু?

২৮| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫১

অপ্‌সরা বলেছেন: বন্ধু কোথায় আছো?

২৯| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৪

মেহবুবা বলেছেন: অপু-দূর্গা এই বাংলার চির চেনা মুখ।

৩০| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫০

মেহবুবা বলেছেন: এই কবিতা কপি করতে চাইছি হচ্ছে না।
মোবাইল স্ক্রিনে ধরে রেখে select হচ্ছে এরপর আর copy option আসে না, কি যে করি !

৩১| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৩

মেহবুবা বলেছেন: পথের পাচালির দূর্গা ১৮/১১/২০২৪ এ মৃত্যুবরন করেছে ৮৪ বছর বয়সে। উনি আর কোম সিনেমায় অভিনয় করেননি।
কেমন মিশে গিয়েছিলেন দূর্গা চরিত্রের সাথে!

৩২| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: এই কবিতা কেনো কপি করতে চাইছো আপু???
সুরভীছায়া কি তুমি নাকি!!! :-/


কোথায় হারিয়ে গেলো। খুঁজেই আর পেলাম না। :(

৩৩| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩২

মেহবুবা বলেছেন: কপি করে রেখে দেব যদি হারিয়ে যায়।
আমি তো মেহবুবা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.