নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ পাটগ্রাম

কিছু নাই।

শুভ পাটগ্রাম › বিস্তারিত পোস্টঃ

বলপয়েন্ট কলমে আঁকা আমার কিছু ছবি (ছবি ব্লগ)

৩০ শে আগস্ট, ২০১২ রাত ২:৩১

আমি ছবি আঁকতে পারিনা। বেশ খাটাখাটুনি করে ওকে চমকে দেয়ার ইচ্ছাতেই একটা নোটবুকে আঁকলাম- ওর ছোটবেলার প্রায় নষ্ট হয়ে যাওয়া একটা ছবির আদতে- (ভয়েই ছিলাম শিব গড়তে বাদর না হয়ে যায়!)





মাংস কাটার লোভটা সামলে রাখতে হয় সবসময়- (বিশাল একটা দা-এর সামনে মাংসগুলো আগেভাগেই টুকরাটুক)







এটা কী, আমি নিজেও জানিনা। তবে নদীর ধারে পাথর আঁকতে চেয়েছিলাম-(দেখে ত রসুনের কোয়া মনে হচ্ছে)





হাতপাখা (অসম্পুর্ণ)(এইটা আর একটু চেষ্টা করলে অনায়াসেই লুচিপারাটা বানান যাইত:D)





কম্পিউটারে ত আঁকতেই পারিনা। মাউস একদিকে ঘোরালে আর একদিকে পিছলায়- কী হয়েছে জানিনা, আকতেও চাইনি কিছু উদ্দেশ্য করে- (আমি সূর্যদয় আঁকলে সেটা সূর্যদয় না হয়ে ডিমপোজ হয় বেশি।ক্ষুধা চাগিয়ে ওঠে! )





আমার ছোটবোন, প্রথম কমেন্টকারী। এই দুঃসাহসেই কীনা দিয়ে দিলাম পোষ্টটা-



-----------------------------------------------------------------

(মনে হয় এই একটা কমেন্ট নিয়েই সন্তুষ্ট থকতে হবে। এটাই হয়ত প্রথম এবং শেষ। প্লাস?:P সেতো অনেক দুর!)

-----------------------------------------------------------------

আমার ব্লগে স্বাগত সবাইকে।

এলে কৃতার্থ হব...

Click This Link



রাতের গল্পকথা-(১৮+)

Click This Link/29660213

------------------------------------------------------------------

মন্তব্য ৪৫ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ৩:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: ছবি ভালো হয়েছে ভাই :)
ভালো থাকুন :)

৩০ শে আগস্ট, ২০১২ রাত ৩:৩৫

শুভ পাটগ্রাম বলেছেন: ধন্যবাদ ভাই।

হীনমন্যতাটা কমাইলেন একটু।
ভাল থাকুন আপনিও।

২| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ৩:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অসাম ম্যান। চমৎকার। প্লাস।

৩০ শে আগস্ট, ২০১২ রাত ৩:৩৯

শুভ পাটগ্রাম বলেছেন: থ্যাংক ইউ।

হাতে ধরা কদম ফুলের লোভ সামলে রাখা অদম্য হয়ে উঠছে দিনদিন।

ধন্যবাদ প্লাস শুভকামনা।

৩| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ৩:৩৭

জংলি জানোয়ার বলেছেন: চরম !

৩০ শে আগস্ট, ২০১২ রাত ৩:৪১

শুভ পাটগ্রাম বলেছেন: আমার ডিজিটাল ক্যামেরা নাই।

কমদামি একটা মোবাইলেই কামটা সারছি।

ধন্যবাদ।

০১ লা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৫

শুভ পাটগ্রাম বলেছেন: আপনে ত শীতনিদ্রায়।

১বৎসর ৫মাস হৈল। এখনো নিদ্রাবিভ্রাট হৈতাছে না!

আশ্চর্য্য হৈলাম বহুত।
একটাও লেখা নাই।

ঘুমের ঘোরে আইসা খালি কিছু কমেন্ট কৈরা আবার ঘুমাইতে যান-
এইবার উইঠা পড়েন।

আচ্ছা আপনে কোন কিসিমের জানোয়ার? জংলি, সেইটা বুঝলাম, কিন্তু সাপ-না ভল্লুক?

জানে যে- সেই জানোয়ার। আপনে ত জানেন- আপ্নে কী চিজ!
এইবার আমাকে একটু জানাই দেন- পিলিজ...

৪| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ৩:৫৩

ত্রিভকাল বলেছেন: অসম্ভব সুন্দর একেছেন, হিংসা লাগছে খুব ...

৩০ শে আগস্ট, ২০১২ ভোর ৪:০১

শুভ পাটগ্রাম বলেছেন: ধুর! কারে যে কী কন!

লাইকা নামের কুত্তাটার কতা মনে আছে?
লাই দিয়া মাইনষে তারে কোথায় তুলছিল জানা আছে?

শুভরাত।

৫| ৩০ শে আগস্ট, ২০১২ ভোর ৪:২১

মাস্টার বলেছেন: ওকে বেশী বেশী খুশি করার চেষ্টা করুন। একদিন দেখবেন আঁকতে আঁকতেই আঁকিয়ে হয়ে যাবেন ;)


++++

৩০ শে আগস্ট, ২০১২ ভোর ৪:২৭

শুভ পাটগ্রাম বলেছেন: ধন্যবাদ।
ওকে খুশি করতে পারলেই বেশি সার্থক বলে মনে করব নিজেকে।

৬| ৩০ শে আগস্ট, ২০১২ ভোর ৫:১৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: তোমার আঁর্টগুলো অনেক ভাল। আমার খুব পছন্দ হয়েছে। :P

৩০ শে আগস্ট, ২০১২ ভোর ৬:১৯

শুভ পাটগ্রাম বলেছেন: কডাটা পরিচিত পরিচিত লাগতাছে... হে হে হে...

৭| ৩০ শে আগস্ট, ২০১২ ভোর ৫:১৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: পোস্টে ++, আপনার দেয়া লিঙ্ক কাম করে না । ঠিক কইরা দেন।

৩০ শে আগস্ট, ২০১২ ভোর ৫:৫৪

শুভ পাটগ্রাম বলেছেন: ঠিক করে দিয়েছি।
এখন কাম করবে।

ডাবল ধন্যবাদ......

৮| ৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৮:০৬

ঝটিকা বলেছেন: কে বলেছে আপনার ছবি আকার হাত নেই? আপনার থিম আছে, আরো একটু ঘষা -মাজা করলেই ভালো হাত চলে আসবে।

৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৮:২৩

শুভ পাটগ্রাম বলেছেন: চেষ্টা করব অবশ্যই তাহলে..
(ছবি এঁকে তা কী একেছি- বলে বুঝিয়ে দেয়াটা সত্যিই লজ্জার, যেদিন কী আকলাম তা ক্যপশন না দিলেও আর সবাই বুঝবে সেইদিনের অপেক্ষায় আছি)

শুভ-প্রভাত।
(কাকতলীয়ভাবে, প্রভাত আমার ছোটভাই)

৯| ৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৮:২৮

অন্ধকারের রাজপুত্র বলেছেন: খুবই সুন্দর আকেঁন আপনি ! :)
আমি তো এখন পর্যন্ত "আম" আঁকা -ই শিখতে পারি নাই ! :(( :((

+++++++++++++++

৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৪৫

শুভ পাটগ্রাম বলেছেন: আমিও পারিনা।
আম আঁকা সত্তিই জটিল। তবে পেঁপে আকা সহজ, তেড়াবেকা হলে বাবাকে বলতাম, এই পেঁপেটা এরকমই...পোকা ধরা।

১০| ৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৪৭

কাউসার রুশো বলেছেন: ক্যাপশনগুলো পড়ে খুব মজা পেলাম! :)
আঁকতে থাকুন। আপনাকে দিয়ে হবে বলেই মনে হচ্ছে
শুভকামনা ++ :)

৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৫৮

শুভ পাটগ্রাম বলেছেন: ধন্যবাদ।

১১| ৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৯:০৪

অচিন.... বলেছেন: ভালো লাগলো

৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৯:১৬

শুভ পাটগ্রাম বলেছেন: জানতাম না ডিজিটাল ক্যামেরা নাই, একটা নোটবুক থেকে সস্তা মোবাইলে তোলা নরমাল ছবিগুলো আপনাদের 'ভাল লাগা' দিতে পারবে।

ধন্যবাদ।

১২| ৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৯:১১

মিনাক্ষী বলেছেন: আমারও পছন্দ হয়েছে

৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৯:১৮

শুভ পাটগ্রাম বলেছেন: সুপ্রভাত...

ভাল দিন শুরু হোক...

১৩| ৩০ শে আগস্ট, ২০১২ সকাল ১০:০১

কালা মনের ধলা মানুষ বলেছেন: এরকম ছোট্ট একটা বোনের উতসাহ পেলে আমিও আপনার মত এত সুন্দর ছবি আকতে পারতাম !! আহারে, আমার কোন বোন নাই !!

পোস্টে +

৩০ শে আগস্ট, ২০১২ সকাল ১০:২২

শুভ পাটগ্রাম বলেছেন: আহারে...

ওর জন্মের আগে আমিও এই কথাটাই ভাবতাম,
'আমার কোন বোন নাই'।

১৪| ৩০ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৩৫

মুক্তকণ্ঠ বলেছেন:

৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২১

শুভ পাটগ্রাম বলেছেন: মনে হয় কিছু না লিখেই ছেড়ে দিয়েছেন।

তবে বুঝে নিলাম, 'অপ্রকাশিত ভাললাগা'টাই বোধ হয়।

ধন্যবাদ।

১৫| ৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৩

হাসি .. বলেছেন: ভাল লাগল

+

৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২৫

শুভ পাটগ্রাম বলেছেন: ধন্যবাদ হাসিপু।

১৬| ৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৩

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২৬

শুভ পাটগ্রাম বলেছেন: থ্যাংক য়্যু...

১৭| ৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৪

সায়েম মুন বলেছেন: গুড প্রচেষ্ঠা!

৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২৭

শুভ পাটগ্রাম বলেছেন: আপনাদের এরকম উৎসাহ পেলে নিরন্তর করে যেতে চাই...

১৮| ৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:১৫

ফারজুল আরেফিন বলেছেন: ১৬+++++

৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২৮

শুভ পাটগ্রাম বলেছেন: শুভবাদ...

১৯| ৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৩৬

শিপু ভাই বলেছেন:
সুন্দর একেছেন.
+++++++++++++

৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৫৭

শুভ পাটগ্রাম বলেছেন: ধন্যবাদ, শিপু ভাই---

২০| ৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৪৭

রেজোওয়ানা বলেছেন: সুন্দর হয়েছে তো স্কেচ! প্রথমটা বেশি সুন্দর!

আর প্রমির হাতের লেখাও বেশ!

ভাই বোন দু'জনকেই শুভেচ্ছা :)

৩০ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৫৮

শুভ পাটগ্রাম বলেছেন: প্রতিশুভেচ্ছা রইল।

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৯

সোহাগ সকাল বলেছেন: দাদা।

ছবি তো দেখলাম।
এখন কিছু খাওয়ান। =p~ =p~

++

১১ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০১

শুভ পাটগ্রাম বলেছেন:
:Pচলবে?

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩১

নীল_আকাশ বলেছেন: চালে যা রে তালুকদার......

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৯

শুভ পাটগ্রাম বলেছেন: আচ্ছা ভাইটি.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.