নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাপ খোলা কলমে শাণিত হোক মঞ্চ...

কূপমন্ডূক

জানা ভালো, না জানা খারাপ, ভুল জানা অপরাধ

কূপমন্ডূক › বিস্তারিত পোস্টঃ

চলচ্চিত্র বিশ্লেষণঃ Sully

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২২

বাংলায় একটা প্রবাদ বেশ প্রচলিত, "বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর।" আজকে যে সিনেমা নিয়ে লিখছি, সেখানে এ প্রবাদটার কথা মনে হয়েছে ক্ষণেক্ষণে।

ধরুন, আপনি একটা প্লেনের পাইলট। ১৫৫ জন যাত্রীকে নিয়ে টেকঅফ করলেন কোথাও যাওয়ার উদ্দেশ্যে। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই অনাকাঙ্ক্ষিত কারণে বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দিলো। প্লেন আস্তে আস্তে ক্রাশ করার দিকে এগিয়ে যাচ্ছে, আপনি ককপিটে। দেয়ালের ওপাশে অজস্র যাত্রী আপনার উপরে পূর্ণ আস্থা রেখে নিশ্চিন্ত হয়ে আছে যার যার আসনে। কেউ আইপডে গান শুনছে, কেউ বিজনেস ট্রিপে বিদেশে যাচ্ছে, কেউ জীবনে প্রথমবারের মত প্লেনে উঠেছে। তারা কেউ জানেও না, প্লেনের সাথে ভূমির দূরত্ব দ্রুতগতিতে কমছে। ককপিটে আপনার সাথে শুধু আপনার কো-পাইলট। এরকম কোনঠাসা অবস্থায় আপনার শুধুমাত্র একটিই ভরসা, আপনার অভিজ্ঞতা, আপনার ৪২ বছরের পাইলটজীবনের অভিজ্ঞতা।

আপনি হাডসন নদীর মধ্যে প্লেন নামিয়ে দিলেন। হাডসন নদীর বরফশীতল জলে কিছুক্ষণ থাকলে হয়তো যাত্রীরা শীতে জমেই মারা যেতো। এমন অবস্থায় এক লঞ্চ এ প্লেনের পদস্খলন দেখতে পেলো। দ্রুতগতিতে লঞ্চ ছুটিয়ে নিয়ে এসে যাত্রীদের সবাইকে তুললো লঞ্চে। দিনশেষে, ১৫৫জন যাত্রীই অক্ষত। অথচ, যেখানে বেঁচে থাকার কথা ছিলো না কারো।

আপনি রাতারাতি পরিণত হলেন জাতীয় নায়কে। পত্রপত্রিকা, বিলবোর্ড, শপিংমলের জায়ান্ট স্ক্রিন বা বারের রঙীন টিভি... সবখানে শুধু আপনারই প্রশংসা। রাতারাতি আপনার জীবনে আমূল পরিবর্তন এলো। কিন্তু...

একটা ছোট কিন্তু রয়ে গেছে পুরো ঘটনায়। বিমানে ত্রুটি দেখা দেওয়ার পরে আপনার হাতে যে সময় ছিলো, আপনি চলে আসতে পারতেন রানওয়েতে। যাত্রীদের নিরাপদে নামিয়ে দিতে পারতেন। আপনি কেন ১৫৫জন যাত্রী নিয়ে হিমশীতল হাডসনের বুকে নামলেন? দেশের এক গোয়েন্দা সংস্থাও মনে করলো, বিমানে গোলযোগ দেখা দেওয়ার পরেও আপনি পারতেন বিমান নিয়ে রানওয়েতে ফিরে আসতে। আপনি কেন প্লেনকে জলে নামিয়ে যাত্রীদের জীবনকে সংকটাপন্ন করলেন? আপনার উদ্দেশ্য কী? আপনি কী সত্যিই একজন নায়ক না মুখোশের আড়ালে আপনি খলনায়ক? শুরু হলো গোয়েন্দাসংস্থার তদন্ত। কিছু মিডিয়াও উঠেপড়ে লাগলো আপনাকে খলনায়ক প্রমাণ করতে...

বাকিটা বলছিনা। পর্দায় দেখে নেবেন।

সত্যঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা "Sully: Miracle On Hudson" পাইলট চেলসি সুলেনবার্গার সুলি এবং কো-পাইলট জেফরি ওরফে জেফের কাহিনী নিয়েই এ সিনেমার দৃশ্যায়ন। "সুলি" চরিত্রে টম হ্যাংকস। আমার যেটা মনে হলো, এ চরিত্রের জন্যে হ্যাংকস ছাড়া আর কাউকে নিলে সিনেমাটা অসম্পূর্ণ থেকে যেতো। প্রিয় এ অভিনেতার অভিনয় দেখে আরেকবার মুগ্ধ হলাম। সাদা চুল, সাদা গোঁফের পাইলটের চরিত্রে টম হ্যাংকসকে আর কখনো দেখেছি বলে মনেও পড়ছেনা। নতুন চেহারায় দেখলাম এ বিখ্যাত অভিনেতাকে।

তাছাড়া, প্লেনেরও কিছু খুঁটিনাটি শিখলাম সিনেমা থেকে। যেগুলো বাস্তব জীবনে হয়তো কোনোদিনই কাজে লাগবেনা, তবুও মগজে গেঁথে রইলো।

সবমিলিয়ে, অসাধারণ এক গল্প "Sully". টম হ্যাংকস আর সত্যঘটনা অবলম্বনে সিনেমা যেখানে একবিন্দুতে মিলে যায়, সেখানে সবসময়ই এক অন্য মাত্রা চলে আসে পুরো বিষয়টিতে। সে আপনি Forrest Gump এর কথা বলুন, Bridge Of Spies এর কথা বলুন বা Sully এর কথাই বলুন। প্রথমে একটা প্রবাদের কথা বলেছিলাম, "বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর।" এ সিনেমা দেখতে দেখতে সে প্রবাদের কথা আপনার বারবার মনে পড়বে। এছাড়া, আরেকটা বিষয় ভেবে মন একটু খারাপও হলো, কয়েকদিন আগেই ব্রাজিলের স্থানীয় এক ফুটবল দলের খেলোয়ার, টীম ক্রু মিলিয়ে মোট ৭৮ টা জীবন প্লেনক্রাশে অদৃশ্য হয়ে গেছে চিরদিনের মত। সে প্লেনে যদি সুলির মতো অভিজ্ঞ কোনো পাইলট থাকতো, হয়তো সে ৭৮ টা প্রান আজও বেঁচে থাকতো, হয়তো তারাও নিউ ইয়ার সেলিব্রেশন করতো ধুমধাম করে। হয়তো...

যাক গে, যা হলোনা, তা নিয়ে মনখারাপ আর না করি। কথায় তো আছেই, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!

শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। শুভ নববর্ষ, ২০১৭।

এক নজরেঃ

Movie: Sully
Director: Clint Eastwood
Release: September 9, 2016
Genre: Biography, Drama
Cast: Tom Hanks, Aaron Eckhart, Laura Linney...
IMDB Rating: 7.6/10

#Happy_Freaking :)

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

সুমন কর বলেছেন: দেখা হয়েছে, চমৎকার মুভি। আপনার রিভিউও ভালো হয়েছে।

০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

কূপমন্ডূক বলেছেন: ধন্যবাদ। দেখে ফেলুন, সময় করে।

২| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: আগেই তো বললাম, দেখা হয়েছে ..... :(

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৫

কূপমন্ডূক বলেছেন: খেয়াল করিনি, হয়তো। দুঃখিত :)

৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B মুভিটা দেখি নাই কিন্তু আপনার পোষ্ট পড়ে দেখার আগ্রহ জাগল।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৫

কূপমন্ডূক বলেছেন: ধন্যবাদ। দেখে ফেলুন সময় করে :)

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: টম হ্যাঙ্কস গুরুর মুভিটা দেখি দেখি করেও দেখা হচ্ছে না। আজকেই নামিয়ে রাখবো।

রিভিউ সুন্দর হয়েছে। গুছানো লেগেছে।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৬

কূপমন্ডূক বলেছেন: ধন্যবাদ। It's a must watch movie :)

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৬

জেন রসি বলেছেন: টম হ্যাংকস আমার খুব প্রিয় একজন অভিনেতা। আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে মুভির স্টোরিটাও ইন্টারেস্টিং। দেখতে হবে।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৬

কূপমন্ডূক বলেছেন: অবশ্যই। দেখে ফেলুন :)

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৪

রাফা বলেছেন: না মুভিটা কোন আহামরি হয় নাই।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৭

কূপমন্ডূক বলেছেন: আমি বেশ মুগ্ধ হয়েই দেখেছি। টম হ্যাংকস একটা কারণ হতে পারে। তাঁর সব মুভিই আমার ফেভারিট :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.