নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাপ খোলা কলমে শাণিত হোক মঞ্চ...

কূপমন্ডূক

জানা ভালো, না জানা খারাপ, ভুল জানা অপরাধ

কূপমন্ডূক › বিস্তারিত পোস্টঃ

পাঠ প্রতিক্রিয়াঃ ইলিয়াসের সুন্দরবন এবং অন্যান্য (শাহাদুজ্জামান)

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪২

পাঠ প্রতিক্রিয়াঃ ইলিয়াসের সুন্দরবন এবং অন্যান্য (শাহাদুজ্জামান)

ঠিক কবে থেকে আমি শাহাদুজ্জামানের লেখার গুণগ্রাহী, জানিনা। অনেক আগে তাঁর লেখা "ক্রাচের কর্নেল" পড়েছিলাম। কর্নেল তাহেরের জীবন নিয়ে নির্মিত ডকুফিকশন "ক্রাচের কর্নেল।" সত্যি কথা বলতে, যখন পড়েছিলাম অতটা ভালো লাগেনি বইটি। ইতিহাসের ইতিবৃত্ত কখনোই টানেনা আমাকে। আমি বরং সুতোছেঁড়া রঙ্গীন ঘুড়ির বিচ্ছেদের গল্পই ভালোবাসি।

গত বইমেলায় কিনেছিলাম শাহাদুজ্জামানের "গল্পসমগ্র-১", মাওলা ব্রাদার্স থেকে বের হওয়া ঢাউস সাইজের একটি বই। গল্পগুলো পড়া শুরু করতেই আমি যেন আকৃষ্ট হলাম "শাহাদুজ্জামান"এ। প্রথমে ফাঁদ পেতে পাঠককে তিনি গল্পের সাথে যুক্ত করছেন, আস্তে আস্তে পাঠককে গল্পের অতলে ডুবিয়ে দিচ্ছেন। গল্প শেষে অপ্রত্যাশিত চমকে কাঁপিয়ে দিচ্ছেন পাঠকের হৃদয়। শাহাদুজ্জামান গল্প বলতে জানেন, খুব ভালোভাবেই জানেন।

প্রবাসী শাহাদুজ্জামান পেশায় ডাক্তার, নেশায় লেখক। কলাম লেখাতেও তাঁর হাত সিদ্ধহস্ত। কিনলাম "কাগজের নৌকায় আগুনের নদী।" আরেকটা স্থূলকায় বই। কলামেও তিনি সিদ্ধহস্ত। নানাবিষয়ে আছে তাঁর গভীর পর্যবেক্ষণ, যেগুলো কলমের ডগায় সাজিয়ে তিনি লিখে যাচ্ছেন নিয়মিত।

এ বইমেলায় তাঁর তিনটি বই বেরিয়েছি। এরমধ্যে একটি বই আগেই কিনেছি। বাকি দুটিও সংগ্রহ করলাম। "একজন কমলালেবু" নিয়ে আমার বিড়ম্বনার কথা আগেই লিখে ফেলেছি। শেষে কিনলাম, "ইলিয়াসের সুন্দরবন এবং অন্যান্য।" তিনি প্রথম আলোতে কলাম লেখেন। ২০১৬ সালে তাঁর প্রথম আলোতে লেখা কলামগুলোর সংকলনগ্রন্থ "ইলিয়াসের সুন্দরবন এবং অন্যান্য।" বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। এখানে, ইলিয়াস বলতে প্রয়াত প্রখ্যাত কথাসাহিত্যিক "আখতারুজ্জামান ইলিয়াস"এর কথা বলা হয়েছে।

এ বইতে কলাম রয়েছে নানা স্বাদের। যেখানে দেশের ক্রিকেটের পাশাপাশি উঠে এসেছে যুদ্ধবিধ্বস্ত আফগান জনপদের বাতাসের বোমা-বারুদের গন্ধও। উঠে এসেছে বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ না পাওয়ার আক্ষেপ, যুদ্ধশিশুদের বিষয়ে দেশের উদাসীন মনোভাব, যুদ্ধশিশুদের মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্পও। স্বল্পদৈর্ঘ্যের কিছু চলচ্চিত্র বিষয়ে নিজস্ব পর্যবেক্ষনের পাশাপাশি তাঁর কিছু সাক্ষাৎকারও রয়েছে বইয়ে। যেগুলো নিঃসন্দেহে কৌতূহলোদ্রেক, ব্যক্তি শাহাদুজ্জামানকে, তাঁর লেখাগুলোকে জানার জন্যে সহায়ক।

সবমিলিয়ে, বইটির বিষয়বস্তু পরিশীলিত, ছিমছাম, শাহাদুজ্জামানীয় স্টাইলে ঋদ্ধ। ১১২ পৃষ্ঠার বইটি আয়তনে ক্ষীণকায় হলেও বিচিত্র তথ্যে সমৃদ্ধ।

যিনি আল বেরুনির বিখ্যাত উক্তি "God, don't give me a long life, give me a wide life" কে মনেপ্রাণে ধারণ করেন, দীর্ঘ জীবন না, প্রশস্ত জীবন চান, সেই লেখক শাহাদুজ্জামানের প্রতি রইলো শুভকামনা। কলম চলুক বিপুলা নদীর বেগে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২৫

হাতুড়ে লেখক বলেছেন: শাহাদুজ্জামানকে পড়া হয়নি কখনো।

০৯ ই মার্চ, ২০১৭ রাত ২:২২

কূপমন্ডূক বলেছেন: পড়ে ফেলুন। অসাধারণ লেখক তিনি ।

২| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

আরণ্যক রাখাল বলেছেন: ক্রাচের কর্ণেল বাদে যাই লিখেছেন তিন, তাই ভাল লিখেছেন। গল্পগুলো বিশেষ করে। ক্রাচের কর্ণেল ভাল লাগেনি ইতিহাসের কচকচানির কারণে। একটা সময় মনে হয়েছে স্কুলপাঠ্য ইতিহাস লিখছেন তিনি।
আপনি এখন এলেখাটায় অল্পতেই সুন্দর লিখেছেন। বইটা সংগ্রস করতে চেষ্টা করবো। তবে কলামে আগ্রহ কম

০৯ ই মার্চ, ২০১৭ রাত ২:২৩

কূপমন্ডূক বলেছেন: ধন্যবাদ। কলাম আমিও অতটা পড়িনা। তবে, শাহাদুজ্জামানের কলামগুলো ভালোই লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.