নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যেখানে অর্থহীন

শূভ্র আকাশ

[email protected]

শূভ্র আকাশ › বিস্তারিত পোস্টঃ

রাগ কমানোর ১০ উপায়

০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:০৬

মানুষের সাথে মানুষের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে যেসব কারণে তার মধ্যে রাগ অন্যতম। রাগ মুহূর্তেই বাড়িয়ে দিতে পারে দু’ বন্ধুর মধ্যকার দূরত্ব। হঠাত্ করেই আপনাকে একা করে দিয়ে হারিয়ে যেতে পারে আপনার কাছের মানুষগুলো। আর তাই এই রাগকে রাখতে হবে নিয়ন্ত্রণে। অযথা রাগ না করে ঠান্ডা মাথায় ভাবলে অনেক সমস্যারই সমাধান করা যায় খুব সহজেই। মাত্র ১০টি পন্থা অবলম্বন করে আপনি শিখে নিতে পারেন আপনার এই রাগ নিয়ন্ত্রণের কৌশলগুলো—







০১. মনকে শান্ত রাখার চেষ্টা করুন, এক থেকে দশ পর্যন্ত উল্টো করে গুনতে পারেন, তাহলে মস্তিস্ককে কিছুটা অন্যদিকে ব্যস্ত রাখা যাবে।



০২. হুট করে কোনো কথা বা কাজ করে বসবেন না, সময় নিন, প্রয়োজন হলে সেই মানুষটার সাথে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন।



০৩. যখন আপনি শান্ত হয়েলেন, এবার আপনার রাগের কারণগুলো তার সামনে তুলে ধরুন, ততক্ষণে অপরজনের মাথাও ঠান্ডা হয়ে যাবে, সে ভালোভাবে আপনার কথা বুঝতে পারবে।



০৪. এক্সারসাইজ করতে পারেন, হাঁটাহাঁটি অথবা ওয়েট লিফটিং করতে পারেন।



০৫. আপনি যখন রেগে আছেন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না, আর তাই হঠাত্ করে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা অন্যের কষ্টের কারণ হতে পারে, তাই কোনো কথা না বলাই ভালো।



০৬. যেকোনো সমস্যার সমাধান অবশ্যই আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই সেটা বের করা যায়।



০৭. নিজেকে নিয়ে বেশি হিসাব করতে গেলে রাগ আরও বাড়বে তাই, তাত্ক্ষণিক ব্যাপারটা মেনে নিলে সমস্যা অনেকটা কমে যায়।



০৮. টেনশনে সিগারেট জাতীয় কিছু খাওয়া ঠিক না, তাতে মনটা আরও বিক্ষিপ্ত হয়ে উঠে।



০৯. টেনশন কমানোর জন্য খানিকটা হাসি ঠাট্টা করা যেতে পারে, তাতে মনটা হালকা হয়ে যায়।



১০. সবথেকে ভালো উপায় হলো মেডিটেশন



এখান থেকে Ctrl+c & ctrl+v

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৬:২৯

দুঃখ বিলাসি বলেছেন: টেনশনে সিগারেট জাতীয় কিছু খাওয়া ঠিক না /:) /:) /:) X(( X(( X(( X(( X(( X((

২| ০৬ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৩৬

রিয়েল ডেমোন বলেছেন: X( X(

০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫১

শূভ্র আকাশ বলেছেন: এই লেখা পড়ার পড়েও এত্তো রাগ????

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৪১

অন্ধকারের রাজপুত্র বলেছেন:

০৬ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৬

শূভ্র আকাশ বলেছেন: X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( :-B

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৪

শায়মা বলেছেন: ০২. হুট করে কোনো কথা বা কাজ করে বসবেন না, সময় নিন, প্রয়োজন হলে সেই মানুষটার সাথে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন।


আমি এই উপায় অবলম্বনের চেষ্টা করি। মাঝে মাঝে অবশ্য ব্যার্থ হই।:(

০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৩

শূভ্র আকাশ বলেছেন: শায়মা বলেছেন : আমি এই উপায় অবলম্বনের চেষ্টা করি। মাঝে মাঝে অবশ্য ব্যার্থ হই B:-/ ব্যর্থ হলে কি করেন??? হাড়ি-পাতিল ভাঙ্গেন???? B-) :-B

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৯

ক্ষ্যাপা বালক বলেছেন: ভালো

০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৯

শূভ্র আকাশ বলেছেন: :-B :-B :-B :-B :-B

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৭

জারনো বলেছেন: আমরা যা বলি তা বিশ্বাস করিনা,
যা অপরকে করতে বলি তা নিজে করিনা।
আমরা শিক্ষা নিতে বলি কিন্তু নিজে শিক্ষা নেইনা,
যা উপদেশ দেই তা নিজে পালন করিনা।
আমরা রাগতে বারণ করি কিন্তু নিজেকে লাগাম দেই না
আমরা শালীন হতে বলি, অশালীন হতে বারণ করি
কিন্তু নিজে শালীনতার ধার ধারিনা।

প্রমান এখানেঃ
শূভ্র আকাশ বলেছেন:তোমার মত ব্লগার শেষ পর্যন্ত এই বালছেরা পোস্ট দিল????
লিংকঃ
Click This Link

০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৫

শূভ্র আকাশ বলেছেন: আপনার পোস্টে কমেন্ট দেয়া আছে তারপরেও

রুমানা ম্যাম এখন অন্ধ...ম্যাম এখন ব্রেইলি পদ্ধতি আয়ত্ত করার চেস্টা করছে। ম্যাম এর চিকিৎসার জন্য তার ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটা ফান্ড কালেক্ট করছে । ম্যাম এবং তার মেয়ের জন্য সাময়িকভাবে কানাডার সিটিজেনশিপ দেয়া হয়েছে। সাংবাদিকদের কাজ হচ্ছে নিউজ বানানো । সত্য না মিথ্যা তা আমাদের স্রদ্ধেয় সাংবাদিক ভাইদের দরকার পড়েনা।
রুমানা ম্যাম আমাদের ২ টা সেমিস্টারে ক্লাস নিছে। ম্যাম ভাল না খারাপ তা আমরা ভাল করেই জানি। কেউ আগ্রহী হয়ে থাকলে আমাদের ডিপার্টমেন্টে যোগাযোগ করে ডিটেইলস জানতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.