নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা - আমার সবচেয়ে প্রিয় অপরাধ, হতাশা - সেই অপরাধের শাস্তি।

আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।

সিফাতুল্লাহ

আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।

সিফাতুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

পর্নিস্তান বনাম রেপিন্ডিয়া

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬





কোনো ধর্মই অশ্লীলতা, ধ্বংস, হত্যা শেখায় না। এগুলো করি আমরা নিজেদের দুর্বলতা, পারিপার্শ্বিক প্রতিকূলতা ইত্যাদি থেকে। ফলে আমি মনে করি পাপাচারের ফলে ধর্মকে দোষারোপ করা মূর্খতার সামিল। ধর্ম কেবল বলে দেয় কোনাটা পাপ আর কনটা পুণ্য, আর দেখিয়ে দেয় পুণ্যের রাস্তায় চলার সরল পথ। সেই পথে চলা না চলা ব্যক্তির একান্ত বিষয়।



কিন্তু কিছুদিন যাবত বিশেষ ধর্মাবলম্বী আমার কিছু "বন্ধু" বার বার মুসলমানদের বিরুদ্ধে কিছু পরিসংখ্যান দেখিয়ে বলতে চাচ্ছে যে মুসলিমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এবং বুঝাতে চাচ্ছে এর জন্যে ইসলাম দায়ী।



কথায় আছে "মিথ্যা ৩ প্রকার -

১) মিথ্যা, ২) ডাহা-মিথ্যা, ৩) পরিসংখ্যান।"



যাই হোক -



প্রথমত, যারা এমনটা করে থাকেন আমার দৃষ্টিতে তারা Racist বা বর্ণবাদী। আপনাদেরকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে।

দ্বিতীয়ত, আপনারা এসব আজে-বাজে তথ্যের উৎস থেকে দূরে থাকুন কারণ তারা আপনার Brain-Wash করছে। Brain-Wash মন্দ কিছু না। Brain-এ ময়লা জমে গেলে Wash করা লাগতেই পারে। কিন্তু Wash করতে শাবানের যায়গায় এসিড ব্যবহার করলে সমস্যা।



যা হোক। দেখি পরিসংখ্যান কী বলে -

> মুসলিমরা নাকি বিশ্বের সবচেয়ে বেশি পর্ণ দেখে। এমন বর্ণবাদী পরিসংখ্যানও যে হতে পারে আমার জানা ছিল না। ভালো কথা। এই হল লিঙ্ক - Wikiislam

(উল্লেখ্য - এই পরিসংখ্যান তৈরিকারীরা কিন্তু নন-মুসলিম।)



তাহলে কি হিন্দু, বদ্ধ, খ্রিষ্টানরা পর্ণ দেখে না? দেখে তো। কম দেখে হয়তো বা। তাই স্বাভাবিক যদি নিচের লিঙ্কে পাওয়া পরিসংখ্যানে বিশ্বাস করি - Rape_statistics

Times of India (2012-12-27)

ranker.com - countries-with-the-highest-crime-rates

Wikipedia - List of countries by intentional homicide rate



এখানে জানা যায় পৃথিবীর সবচেয়ে বেশি রেপ হয় আমেরিকার পর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। সাম্প্রতিক চলমান বাসে রেপের হিড়িকের কথা কারোই অজানা নয়।

Rape fastest growing crime in the India



Top 10 Highest Crime Rate List-এ একটা ও মুসলিম প্রধান দেশ পেলাম না :(

তবে Top 10 Lowest Crime Rate List-এ ৩টা মুসলিম প্রধান রাষ্ট্র আছে যার মধ্যে আমাদের বাংলাদেশ ও রয়েছে। :D

প্রাণপ্রিয় ভারতকে এই লিস্টে না পেয়ে মনটা খারাপ লাগছে।



UNODC's global study Report অনুযায়ী



যে সকল দেশে সবচেয়ে বেশি হারে মানব হত্যা ঘটে তাদের লিস্টে -

[Lowest 0 to Highest 100]

> United Arab Emirates - 0.8 points

> Oman - 0.7 points

> Bahrain - 0.6 points

> Saudi Arabia - 1.0 points

> Egypt - 1.2 points

> Morocco - 1.4 points

> Somalia - 1.5 points

> Iraq - 2.0 points

> Afghanistan - 2.4 points

> Bangladesh - 2.7 points

> (প্রাণপ্রিয়) India - 3.5 points

> (সভ্যতার শিক্ষক) United States - 4.8 points

আর সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে লাতিন আমেরিকা অঞ্চলে (আমাদের বাম-পন্থি "কুশিল" সমাজের বাপ-দাদারা)



###############################################



সবশেষে একটা Conclusion-এ আসা যায়। আমরা পর্ণ দেখে থিওরি করি।

উনারা রেপ করে প্রাক্টিকাল করেন।

তাই আমরা অসভ্য আর উনারা বাবু।



[বি:দ্র: এই পোস্ট কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার উদ্দ্যেশ্যে নয় বরং যারা এ ধরনের ফালতু পরিসংখ্যান দেখিয়ে সাম্প্রদায়িক দাংগার উসকানি দিয়ে থাকে তাদের মূখ বন্ধ করার জন্যে। বাস্তবে আমরা সকলেই মানুষ - সকলেই একই মা-বাবার (আদম-হাওয়া) সন্তান - তাই সকলেই দোষ ত্রুটি যুক্ত। আমি কোনো বিশেষ অঞ্চলের মানুষের মনেও আঘাত করতে চাই না। কেবল দেখাতে চাই যে এভাবে পরিসংখ্যান নিয়ে অনেক খেলাই করা যায়। এসবের কোনো শেষ নেই। আসুন শান্তির পথে। কাদা ছোড়া-ছুড়ি বন্ধ করি। ওগুলো রাজনীতিবিদদের কাজ, আমাদের না।]

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭

পুংটা বলেছেন: হেফাজতের আসল রূপ দেখুন। মনদিয়ে কমেন্ট পড়ুন। B-))

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

সিফাতুল্লাহ বলেছেন: || যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কথা বলে - তারা "ছাগু" ||
|| যারা ইসলাম বিরোধী বিদ্বেষপূর্ণ কথা বলে - তারা "হাগু" ||

এই ছাগু-হাগুর জ্বালায় দেশটা শেষ হেয়ে যাচ্ছে। আমরা ছাগু-হাগু মুক্ত দেশ চাই। এই দেশ ধর্ম প্রাণ এবং মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত বাঙালি-মুসলমানের দেশ।

|| ছাগু-হাগু কুলাঙ্গার, এই মুহূর্তে বাংলা ছাড় ||

আপনার কমেন্টে হাগু-হাগু গন্ধ পাচ্ছি। উহহুহু...

২| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫

পুংটা বলেছেন: ওই লাইনটা পড়েছেন..? যেখানে হেফাজত লিখেছে: জামাতশিবির কি তোমার মাকে ুদেছিল?

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

সিফাতুল্লাহ বলেছেন: জি পড়েছি। এমন অনেক ফে.বু পেজের কমেন্ট ও পরেছি যেখানে আমাদের প্রজন্ম চত্বরের নামে ভুয়া পেজ খুলে ধর্মের নামে বাজে কথা বলে প্রজন্ম চত্বরকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়েছে।

আমি তাদের সাথে ও কুফরি (অবিশ্বাস) করেছি। আপনার সাথে ও করলাম।

তবে এই লিঙ্কের ফাইন্ডিংস টা দেখতে পারেন - Click This Link

আমার নিজের তৈরি।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০

পাপাই বলেছেন: +++ ...... SUPER LIKE POST :)

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

সিফাতুল্লাহ বলেছেন: খুশি হইলাম। B-)) B-)) B-))

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

ধরণীর অতিথি বলেছেন: dhormo niye comment korte voi hoi,jodi kisu vul bole feli! Jai hok, Moha bishsher moha manob, shrestho nobi o rasul ai islam dhormer probortok. Ai dhormo niye je baje kotha bole tader moto hotovaga r keu nei

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১

সিফাতুল্লাহ বলেছেন: ধর্ম নিয়ে কথা বলার সময় মনে করবেন আপনার বন্ধুর সামনে তার মা-বাবার কথা বলছেন। আশাকরি ধর্মভীতি দূর হবে।

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ভাদা-পাদা.......সব কোপা...... X(

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
ভাল পোষ্ট।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

সিফাতুল্লাহ বলেছেন: অনেক আগের পোস্ট। লেটেস্ট শুনলাম "মুসলিমরা নাকি বিশ্বের সবচেয়ে বেশি পর্ণ দেখে" পরিসংখ্যানটি নাকি ভুয়া। যাই হোক। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.