নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা - আমার সবচেয়ে প্রিয় অপরাধ, হতাশা - সেই অপরাধের শাস্তি।

আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।

সিফাতুল্লাহ

আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।

সিফাতুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

কেন তত্ত্বাবধায়ক প্রয়োজন বিএনপির?

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬



কেন তত্ত্বাবধায়ক প্রয়োজন বিএনপির?



গতানুগতিক উত্তর হচ্ছে - বাংলাদেশে কোনো দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের কল্পনা করা অবাস্তব। যে দলই নির্বাচনের সময় ক্ষমতায় থাকবে তারা বিশেষ কিছু সুবিধা ভোগ করবে যা বিরোধীদল মেনে নিতে পারবে না (যদি সে পরাজিত হয়)। ফলে নির্বাচন এমন হতে হবে যেন বিরোধীদল পুনরায় পরাজিত হলেও মেনে নিতে বাধ্য হয়। না মানলেও জনগণের কাছে যাবার মুখ পাবে না।

এটা ছিল সাধারণ আলোচনা যা অতি বাস্তব। কিন্তু রাজনীতির পেছনের কিছু ব্যাপার-সেপারও আছে যে কারণে বিএনপি এতো কঠোর অবস্থান নিচ্ছে।



আসলে বিএনপি নেতৃত্ব সংকটে ভুগছে। লীগের অফুরন্ত কু-কর্মের ফলে জনমত তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঠিক, কিন্তু এই জনমতকে নিজের ঘরে তুলতে হলে বিএনপির প্রয়োজন যোগ্য নেতৃত্ব। বিগত বিএনপি আমলে তারেক রহমানের আগমনের পর থেকে বিএনপির বড় বড় নেতারা (যাদের সকলেই সেকুলার পন্থি মডারেট) কোন ঠাসা হয়ে বেরিয়ে গেছে। ফলে বিএনপি অনেকটা জামাত নির্ভর দলে পরিণত হয়েছে এবং আদর্শহীনতায় কেবল ক্ষমতা কেন্দ্রিক কর্মকাণ্ডে লিপ্ত। এখন সুধু আছে বাঙালির হিরো শহিদ জিয়ার রক্ত তার পুত্র তারেক।



কিন্তু তারেক আছে নির্বাসনে। হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশে এলেই যেতে হবে সোজা শশুরবাড়ি। মামলার বোঝা সামলাতে-সামলাতে হাজতে বসে নির্বাচনের প্রচারণা সম্ভব না। তাই প্রয়োজন নির্বাচনের আগে হাসিনা বিহীন সরকার।



হাসিনা সরকার পদত্যাগ করার সাথে সাথে তারেক "সুস্থ" হয়ে উঠবে আর ঢাক ঢোল পিটিয়ে "স্বদেশ প্রত্যাবর্তন" করবে। বিএনপি পাবে নেতা, পাবে নতুন উদ্যম। তরুণ নেতৃত্বে তরুণ ভোটার টানার যুদ্ধ।

তারেক হয়ে উঠবে সংকটের সময়ের ত্রাতা, বিভক্ত জাতীকে একত্র-কারী। জয় নিশ্চিত।



|| কাজেই তত্ত্বাবধায়ক প্রয়োজন ||

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০

রানার ব্লগ বলেছেন: জিয়া যদি বাঙালির হিরো হয় তবে সাত সাত জন বিরশ্রেষ্ট এরা কি, তারেক দেশে আশ্লে কি কি হবে টা জানি না তবে চুরির মাত্রা যে বেড়ে যাবে তা নিশ্চিত।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

সিফাতুল্লাহ বলেছেন: খালি ৭ জন বীরশ্রেষ্ঠ কেন? প্রতিটা মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, যুদ্ধ-শিশুই একেকটা হিরো। তারা দেশ স্বাধীন করেছে, বলিদান দিয়েছে।
শেখ মুজিবুর রহমান মুক্তি যুদ্ধ করেন নি, ৯ মাস ছিলেন পাকিস্তানের জেলে রাজনৈতিক বন্দির সুবিধা সহ। তাই বলে কি তিনি হিরো নন? মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় অবদান কিন্তু তাঁরই ছিল।

এখানে আমি জিয়াকে হিরো বলতে বুঝাচ্ছি না যে বাকিরা জিরো। জিয়ার পাবলিক ইমেজ ছিল হিরো!
জিয়ার মুক্তিযুদ্ধে অবদান বা শাসক হিসেবে সফলতার কথা এখানে গৌণ। মুখ্য বিষয় - তিনি ছিলেন জনপ্রিয় মুক্তিযোদ্ধা, একি সাথে জনপ্রিয় নেতা, জনপ্রিয় শাসক। তাঁর ব্যক্তিত্ব ও Public Image ছিল Hero-র মত। সাধারণ বাঙালি (লীগার বাদে) তাকে হিরো হিসেবে চেনে তাই তাকে হিরো বলা।
সাধারণ মানুষ শেখ মুজিবুর রহমানকে হিরো হিসেবে কখনও দেখে নি দেখে না। তাকে দেখে জাতির জনক হিসেবে।

২| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩

সিস্টেম বলেছেন: তারেকচুরা

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৯

সিফাতুল্লাহ বলেছেন: সে চুরা বলেই বাপের মত জনপ্রিয়তা পায় নি, নাইলে মানুষ তারে মাথায় তুইলা রাখতো।

আর চুরা হইছস ভালো কথা, দেশের টাকা দেশে রাখ! তাও তো মানুষের কামে দিতো।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

উদাসী স্বপ্ন বলেছেন: কঠিন সত্য লেখছেন।


কিন্তু দেশের ভালো চিন্তা করলে এরা সব একেকটা দজ্জাল

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২১

সিফাতুল্লাহ বলেছেন: ধন্যবাদ এবং দজ্জাল বিষয়ে জিয়া বাদে বাকিদের ব্যাপারে একমত হওয়াতে আমার কোনো আপত্তি নেই।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

সাদা পাখি বলেছেন: এই জাতির জন্য শুধুই দুঃখ .... :(( :(( :((


তারেকের মত দূর্নীতিবাজদেরও তারা নেতা মানে ...........

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৪

সিফাতুল্লাহ বলেছেন: দূর্নীতিবাজদেরও তো নেতা দরকার? তারাও তো মানুষ! B-))

[নেতা - যে ভালো নেতৃত্ব দেয়। তারেক ভালো নেতৃত্ব দেয়।
ভালো নেতা - যে ভালো কাজে নেতৃত্ব দেয়। তারেক ...... থাক। মুখ নষ্ট নাই করলাম।]

৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪১

দুঃস্বপ্০০৭ বলেছেন: অতীতের সকল ভুল থেকে শিক্ষা নিয়ে আশা করছি তারেক জিয়া শহীদ জিয়ার আদর্শে নিজেকে গঠন করে নিবে এবং বি এন পি কে নেতৃত্ব দিবে।

অপ্রিয় হলেও সত্য যে বি এন পি কিন্তু একেবারেই জামাত-শিবিরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এখান থেকে বের না হয়ে আসতে পারলে কিন্তু বি এন পি কে ভবিষ্যতে এর জন্য চরম মূল্য দিতে হবে।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫২

সিফাতুল্লাহ বলেছেন: তারেক জিয়া দুর্নীতি করে আমার তেমন আপত্তি নাই। সবাই করে, গণতন্ত্র মানে দুর্নীতি হবেই। কিন্তু টাকা বিদেশে পাচার হলে বুঝতে হবে বড় সমস্যা।

তারেক তাওবাহ করে পাচার কৃত অর্থ দেশে ফিরিয়ে আনলে বড় খুশি হব। তবে এগুলো অলিক স্বপ্নই মনে হচ্ছে আমার কাছে।

আল্লাহ্‌ তারে হেদায়েত কর!

৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪২

নীল অ্যাপাচী বলেছেন: স্বপ্ন দেখা ভাল !

পুরো লেখায় একটি সত্য বচন চোখে পরল-

ফলে বিএনপি অনেকটা জামাত নির্ভর দলে পরিণত হয়েছে এবং আদর্শহীনতায় কেবল ক্ষমতা কেন্দ্রিক কর্মকাণ্ডে লিপ্ত।।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৩

সিফাতুল্লাহ বলেছেন: এই একটাই সত্য মনে হল? যাক ভাল! নাই মামুর চেয়ে কানা মামু ভাল।
ধইন্যা!

৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৭

ছৈয়দ সালাহউদ্দীন বলেছেন: আপনি ঠিকই বলেছেন বাঙালির হিরো শহিদ জিয়ার রক্ত তার পুত্র তারেক।
কিন্তু কাদের হিরো তা বলেন নি,
হ্যা আমি বলে দিচ্ছি,
তার আগে বলে দেওয়া উচিত বাঙ্গালীদের মাঝেও চোর ডাকাত আর বাট পার টাউট আছে,
আর শহিদ জিয়া হলো একজন রাজাকার দের হিরো ।
আর আপনার লাইটি হবে।
রাজাকারদের হিরো শহিদ জিয়ার রাক্ত তার পুত্র তারেক।
সরি, যদি আমার কথায় দুঃখ পান।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৬

সিফাতুল্লাহ বলেছেন: নারে ভাই। আমি জিয়াকে শ্রদ্ধা করলেও তার অন্ধ ভক্ত নৈ যে তাকে গালি দিলে দুঃখ পাব। তবে অনেকে আছে যারা পাবে, যারা তার অন্ধ ভক্ত এবং তারা রাজাকার না তারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তান।

আমি দুঃখ না পেলেও আমার একটু খারাপ লাগে যখন কেউ মুজিব বা জিয়াকে তাকের কয়েকটি কাজের ভিত্তিতে মূল্যায়ন করে খারাপ বলে দেয় আর তাদের জীবনের এতগুলা বছরের দেশ সেবার কথা ভুলে যায়। আমার কাছে এটা নিমক হারামির মত।

আরেকটা জিনিস। আপনি যখন জিয়াকে গালি দিবেন তখন জেনে রাখুন, বিএনপি-জামাতও মুজিবকে লাঞ্ছিত করতে পিছিয়ে থাকবে না। ভাল হয় আমরা যদি এই দু'জনে কে তাদের কৃতকর্মের জন্যে মাফ করে দেই। সামনের দিকে তাকাই।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৯

পূরান পাগল বলেছেন: নিরপেক্ষভাবে কিছু সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ।তবে দলকানাদের চামচামি দেখে অবাক হচ্ছিনা।সত্যকে মেনে নেয়ার সৎ সাহস সবার থাকেনা।

২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০

সিফাতুল্লাহ বলেছেন: ধন্যবাদ!

৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪

মু. ইশরাত হোসেন লিপটন বলেছেন: দেশের ৯০% মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই চাচ্ছে। জনমতকে পাশকাটোনোর চেষ্টারই বা কারণ কী?

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

সিফাতুল্লাহ বলেছেন: ওটার কারণও ওই উল্টোদিকে। তারেক ঠেকাও পলিসি।

১০| ২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

মু. ইশরাত হোসেন লিপটন বলেছেন: বাহ! ভালোই। বিশেষ একজনকে ঠেকানোর জন্য পুরো জাতিকেই হানাহানির মধ্যে ফেলে দেওয়া!! সেলুকাস!!!

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০

সিফাতুল্লাহ বলেছেন: সেলুকাস ও বলবে "হায় রে সেলুকাস"! যে দেশে একজন মানুষকে প্রধাণ উপদেষ্টা বানানোর জন্যে সংবিধান সংশোধন করে বিচারপতির বয়স সীমা বাড়ানো হয় সে দেশে আপনি আর কী আশা করতে পারেন?

১১| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

সিফাতুল্লাহ বলেছেন: তারেক কে বেকসুর খালাস দেয়া হয়েছে। গোপন সমঝোতার গন্ধ আকাশে বাতাসে।
Task 1 complete, task 2 - cabinet resignation.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.