![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কথা প্রায়ই শুনা যায় - আমরা আবেগ প্রবন জাতি। মিডিয়াতে যারা কথাটা বলেন, কিছুটা গর্ব করেই কথাটা বলেন। আমরা আবেগ প্রবন এবং তা নিয়ে আমরা গর্ব করি এ দুটা কথাই বোধকরি সত্যি। তাহলে কি আমাদের আবেগ অন্য জাতির চেয়ে বেশী? মানব সভ্যতার ইভলুসনে আমরা কি কিছুটা উন্নত ধরনের আবেগ অর্জন করেছি, যেখানে অন্যান্য জাতি এখনো কিছুটা আমাদের চেয়ে পিছিয়ে আছে? এ আলোচোনায় একটা উত্তর বের করার চেষ্টা করবো।
শুরুতে দেখা যাক আবেগ কি। আবেগ হছ্ছে মানুষসহ অন্যান্য প্রানীর কর্ম সম্পাদনের অনুঘটক। মানুষের ক্ষেত্রে আবেগের অবস্হান মস্তিষ্কের আবেগ কেন্দ্র বা Amygdala. আবেগই কর্ম সম্পাদনের জন্য শরিরের অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেষ প্রদান করে। আবেগ ছাড়া কোন কাজ করা যায় না। একটা প্রানী যখন আক্রমন করে তখন তা রাগ জনিত আবেগের ফলে আক্রমন করে। আনন্দ জনিত আবেগের ফলে আমাদের মুখে হাসি ফুটে ওঠে। আবেগ কেন্দ্রে পারসেপশান সঙ্ক্রন্ত স্মৃতি জমা থাকে, কিছু স্মৃতি থাকে আমাদের অতিত অভিজ্ঞতা থেকে আর কিছু স্মৃতি আমরা পাই জন্ম সূত্রে, জিন গত ভাবে। সেনসরি অরগান (চোখ, কান ইত্যাদি) থেকে তথ্য যখন মস্তিষ্কের আবেগ কেন্দ্রে আসে, তখন স্মৃতির সাথে তুলনা করে amygdala ঘটনা সম্পর্কে একটা পারসেপসন ঠিক করে। যেমন সাপের মতো (ধরা যাক খেলনা সাপ) কিছু দেখলে ভিতি জনিত আবেগ তৈরী হয় এবং আমরা লফিয়ে পিছিয়ে যাই। সেনসরি অরগান থেকে তথ্যের একটা ছোট অংশ দ্রুত আবেগ কেন্দ্রে যায়, শুধু পারসেপসান তৈরীতে খুব বেশী তথ্য প্রয়োজন হয় না। আবেগ কেন্দ্র বুদ্ধিবৃত্তিক এনালাইসিস করে না।
মানুষের মস্তিষ্কের নিওকর্টেক্স (neocortex) বুদ্ধি বৃত্তিক এনালাইসিস করে। সেনসরি অর্গান থেকে পরিপুর্ন তথ্য কিছুটা ধীরে Thalamus ঘুরে নিওকর্টক্সে আসে (আবেগ কেন্দ্রের চেয়ে সাধারনত দিগুন সময় লাগে)। এখানে ঘটনা সম্পর্কে বিস্তারিত এনালাইসিস হয়। তাই আমরা লাফিয়ে পিছিয়ে যাবার পর বুঝতে পারি সাপটি একটা খেলনা সাপ। prefrontal lobe তখন আবেগকে নিয়ন্ত্রন করে, অর্থাৎ ভয় কমে যায়।
আবেগ কেন্দ্র দ্রুত action এ যায়, কারন এটা আমাদের নিরাপত্তার জন্য কর্যকরী, যদি খেলনা সাপ না হয়ে সত্যি সাপ হয়, আবেগ কেন্দ্রের দ্রুত কাজের জন্য হয়তো আমাদের জীবন বাচতে পারে। নিওকর্টেক্সে বিস্তারিত এনালাইসিস হতে কিছুটা বেশী সময় লাগে, তাই এই জরুরী ব্যবস্থা। পরবর্তিতে অপ্রয়োজনীয় আবেগ prefrontal lobe প্রসমিত করতে পারে।
আবেগ কেন্দ্র মানুষসহ অনেক প্রানীর মস্তিষ্কেই আছে। মানব শিশু জন্মের সময় মস্তিষ্কে প্রায় গঠিত আবেগ কেন্দ্র নিয়ে জন্ম নেয়। তাই শিশুর আনন্দ বেদনার অনুভুতি সহজাত। নিওকর্টেক্স গঠিত হতে কিছুটা সময় নেয়। এটাই বুদ্ধি বৃত্তির জন্ম দেয়। বিবেচনার মধ্যমে আবেগকে নিয়ন্ত্রন করতে শেখায়। মানুষের neocortex অন্যন্য প্রানীর চেয়ে অনেক বেশি সুগঠিত। তাই মানুষ উন্নত প্রানী।
(আমি নিউরো বিজ্ঞানী নই, তাই কিছুটা ধার করা কথা লিখলাম, সূত্র: Emotional Intelligence, Daniel Goleman)
সুতরাং দেখা যাছ্ছে আবেগ প্রবনতা আমাদের বিশেষ কোন অতিরিক্ত গুন নয়। সকল মানুষ এবং অনেক প্রানীতেই আবেগ আছে। তবে আবেগ নিয়ন্ত্রন করার ক্ষমতা সবার সমান নয়। বুদ্ধি বিবেচনার মাধ্যমে আবেগ নিয়ন্ত্রন করার ক্ষমতা যাদের কম তাদেরকেই বেশি আবেগ প্রবন মনে হয়। সুতরাং আমরা আবেগ প্রবন এ সত্য কথা গর্ব করে বলার উপাই নাই।
ভালো আবেগ যেমন আছে তেমনি আছে ক্ষতিকর আবেগ। যে মানুষ আনন্দে আপ্লুত হয় খুব সহজে সে সম্ভবত খুব সহজেই দু:খ পায়, রেগে যায় বা হতাস হয়। যুক্তি দিয়ে দেখলে হয়তো দেখা যাবে রেগে যাবার কোন কারন নেই এমন ঘটনার প্রেক্ষিতেও আমরা রাগ করছি। ঘটনার একটা ছোট অংশ আমাদের মেমরীর কোন একটা পারসেপসান এর সাথে মিলে যাচ্ছে এবং রাগ তৈরী করছে। এটা স্বাভাবিক, কিন্তু এই রাগকে পরে নিয়ন্ত্রন করা প্রয়োজন।
আমার অবজারভেসন হছ্ছে অনুন্নত দেশের মানুষ কিছুটা বেশী আবেগ প্রবন, কারন এটাই তাদের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা। আফ্রিকার অনেক জাতি আমাদের চেয়ে অনেক বেশি আবেগ প্রবন এবং তারা আমাদের চেয়ে অনেক বেশী অদক্ষ। আবেগ প্রবনতা সমষ্টিগত সফল্যের ক্ষেত্রে বিরাট অন্তরায়, কারন বিশৃঙ্খল আবেগের কিছু মানুষ দলবদ্ধ ভাবে কাজ করতে পারে না বা দলবদ্ধ ভাবে কাজের ক্ষেত্রে দক্ষতা দেখাতে পারে না। জাতীয় উন্নতির জন্য দলবদ্ধ ভাবে দক্ষতার সাথে কাজ করতে পারা খুবই প্রয়োজন।
এরিস্টোটলের একটা কথা এখানে যোগ করতে ইচ্ছা হছ্ছে, তা হলো - "রেগে যাওয়া খুব সহজ কাজ, যে কেউ তা করতে পারে। কিন্তু সঠিক মানুষের প্রতি, সঠিক পরিমানে, সঠিক সময়ে, সঠিক কারনে এবং সঠিক উপায়ে রাগ করা সহজ কাজ নয়।"
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩০
সীমন্ত ইসলাম বলেছেন: আবেগ না থাকলে তো কোনো কাজ করতে পারবেন না। দরকার বুদ্ধিমত্তা দিয়ে আবেগকে পরিচালনা করা।
২| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৮
রাসেল ( ........) বলেছেন: ও
৩| ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:১৫
কঁাকন বলেছেন: "রেগে যাওয়া খুব সহজ কাজ, যে কেউ তা করতে পারে। কিন্তু সঠিক মানুষের প্রতি, সঠিক পরিমানে, সঠিক সময়ে, সঠিক কারনে এবং সঠিক উপায়ে রাগ করা সহজ কাজ নয়।"
২৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৬
সীমন্ত ইসলাম বলেছেন: কথাটা আমার মনে ধরেছে, আপনি কি বলেন?
৪| ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০২
রিয়াজুল ইসলাম বলেছেন: রেগে গেলেন তো হেরে গেলেন..................
২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৮
সীমন্ত ইসলাম বলেছেন: খুবই সত্যি কথা। ধন্যবাদ।
৫| ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:২১
সেতূ বলেছেন: @রিয়াজুল ইসলাম বলেছেন: রেগে গেলেন তো হেরে গেলেন..................
আর আমি বলি....
হাসলেন আর ফাইফা গেলেন .....
so control........
বাঙ্গালীর অত আবেগ প্রবণ হওয়া চলবে না...
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:২৭
সীমন্ত ইসলাম বলেছেন: একমত, control........
আবার কখনো কখনো লোক দেখনো আবেগেরও দরকার আছে।
৬| ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:২৯
অদ্রোহ বলেছেন: বিজ্ঞান দিয়েছে বেগ,কেড়ে নিয়েছে আবেগ!
০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৪৫
সীমন্ত ইসলাম বলেছেন: না রে ভাই, আবেগ কেরে নিতে বলছি না। কখনো চাই আবেগ নিয়ন্ত্রন, কখনো বা কৃত্রিম আবেগ সৃষ্টি। তবে হতে হবে তা বুদ্ধিমত্তার প্রয়োগের সাথে।
পড়ার জন্য ধন্যবাদ।
৭| ০৪ ঠা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
শূন্য আরণ্যক বলেছেন: ভালো লিখেছেন ।
আবেগকে কিন্তু শক্তিতে পরিনত করা যায় ।
+++
০৪ ঠা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
সীমন্ত ইসলাম বলেছেন: আবেগই শক্তি, অনিয়ন্ত্রিত শক্তি ধ্বংশ ডেকে আনতে পারে। তাই প্রয়োজন বুদ্ধিমত্তার সাথে এর প্রয়োগ।
ধন্যবাদ।
৮| ২৩ শে জুন, ২০০৯ রাত ১২:২৫
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: লিখাটা ভালো, কিন্তু বাঙ্গালীর আবেগে যে খুঁজে পেলাম না।
২৩ শে জুন, ২০০৯ দুপুর ১:২৯
সীমন্ত ইসলাম বলেছেন: বাঙ্গালী যে আবেগ প্রবন এ কথাটা ধরে নিয়েই, বাকিটুকু লিখেছি।
তবে এ বিষয়ে কিছুটা লিখলে বোধ হয় আরও ভালো হতো।
ধন্যবাদ।
৯| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫১
মে ঘ দূ ত বলেছেন: +++
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:৪৯
সীমন্ত ইসলাম বলেছেন: ধন্যবাদ মেঘদূত
১০| ১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ১:০৮
হাল্ক বলেছেন: এতবড় ব্লগ পইড়াই ত একটা আবেগ জাইগ্যা উঠে... থাক সেইটা বললাম না, বুঝে নে।
১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৫৫
সীমন্ত ইসলাম বলেছেন: আপনি কি আবেগ নিয়ন্ত্রনের চেষ্ঠা করলেন?
তাহলে বলবো, দক্ষতা অর্জনের জন্য নিয়মিত প্রাকটিস করার বিকল্প নাই।
১১| ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১
যাযাবর শফিক বলেছেন: রেগে যাওয়া খুব সহজ কাজ, যে কেউ তা করতে পারে। কিন্তু সঠিক মানুষের প্রতি, সঠিক পরিমানে, সঠিক সময়ে, সঠিক কারনে এবং সঠিক উপায়ে রাগ করা সহজ কাজ নয়।
খাসা কখা.........
০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০৯
সীমন্ত ইসলাম বলেছেন: ধন্যবাদ যাযাবর
১২| ০৯ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০৪
স্বর্ণমৃগ বলেছেন: সুন্দর লিখেছেন!
ভাল থাকুন।
০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:০৯
সীমন্ত ইসলাম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
১৩| ১৯ শে মে, ২০১২ রাত ১০:৩৮
এইযেদুনিয়া বলেছেন: +++
১১ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
সীমন্ত ইসলাম বলেছেন: Dhonnobad
১৪| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪২
পুতুল আলতাব বলেছেন: খুবই ভাল লাগলো। প্রিয়তে নিয়ে গেলাম।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৯
সামী মিয়াদাদ বলেছেন: কঠিন জ্ঞান গর্ভ আলাপ আলোচনা। চলেন আবেগ কে ফাসিতে ঝুলাইয়া মাইরা ফালাই। আমরা উত্তোরত্তোর উন্নতি সাধন করবো।