নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সীমান্ত সৈকত

আমি.........মিজানুর রহমান (সৈকত)...কি বলবো নিজের সম্পর্কে.........? খুব ভালবাসি কবিতা লিখতে......একবার কোথায় যেন পড়েছিলাম মানুষ প্রেমে পড়লে কবি হয়...... তখন কেমন যেন একট পাগলামি জেদ চেপে গেলো যে আমি প্রেমে না পড়েই কবিতা লিখবো...............। কিন্তু কখন যে মনের অজান্তে এই কবিতার প্রেমে পড়ে গেছি......নিজেও জানিনা......। সবকিছু সহজ ভাবে ভাবতে সহজ পথে চলতে ভালবাসি......তবুও কেন জানিনা.........আমার ভাবনার ঘুড়ি কখনোই সহজ পথে উড়াতে পারিনা...মানুষ হিসেবে একটু এলোমেলো আমি...নিয়ম মেনে একদম চলতে পারিনা...বাস্তবতার সাথে তাইতো প্রতিনিয়ত আমার ধন্দ...কাছের মানুষ গুলোকে পাশে রাখার চেষ্টা করি।।তবুও কেন জানিনা......রাত পোহালে আঁখি মেলে নিজের ছায়া ছাড়া আর কাওকে খুজে পাইনা।।হয়ত এতাই আমার নিয়তি...।। ...স্বপ্ন দেখতে একদম ভালবাসিনা... কখনো কোন স্বপ্ন বাস্তবে রূপ পায়না হয়তো তাই......... মিথ্যে বলা... মিথ্যে পথে চলা পছন্দ করিনা....ভাব দেখানো কথা বলতে পারিনা..নিজেকে ভালোবাসতেও জানিনা... আর কি বলবো...... এইতো আমি...............

সীমান্ত সৈকত › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৮


পূর্ব গগনে সদ্য উদিত রক্ত-লাল সূর্যের আলোয়
চোখে ভাসে বাতাসে উড়ন্ত লাল সবুজ পতাকা ।
মুগ্ধ সবাই দেখে স্বাধীনতা ,নিচ্ছে নিশ্বাস প্রাণ ভরে,
বলছে কথা মন খুলে শোর কলরবে,
পরাধীনতার উন্মাদ ষাঁড় তেড়ে বেড়াবেনা আর,
পরাবেনা কেউ পায়ে গোলামির সেকল,

এইতো স্বাধীনতা ।

লুটেপুটে খাবে নেতৃত্বের আসন-দ্বারী রাগব বোয়াল
আত্মমগ্ন নিরীহ অবাগি জনতা,
গিলে নেবে ভয়াল হানব হয়ে
এগিয়ে আসা প্রতিবাদে মুখর সংগ্রামী নেতা,
হারাবে বসত ভিটা ,সন্তানহারা মুক্তিযুদ্ধে অভাবী মাতা,

এই কি স্বাধীনতা ?

পাবেনা মূল্য রক্ত ঝরানো পঙ্গু যোদ্ধা
দেখবেনা দুমুঠো অন্নের ছবি,
দাবড়িয়ে বেড়াবে বুক, চলতে অকুতোভয় বাজ পাখি হয়ে
উল্টো-পন্থি যত হায়েনার দল ,

কে এনেছে এই স্বাধীনতা ?

ক্ষুধার তাড়নায় হয় আত্মত্যাগী সন্তানসম্ভবা নারী,
ছিন্ন বস্ত্র নিয়ে হয় ধর্ষিত তরুণী ললনা,
পায়না বিচার
নির্যাতিত শোষিত জনতা,
থাকে মুখ-ভুজে হারিয়েও সব,

কি মূল্য এই স্বাধীনতার ?

নেতৃত্ব থাকে যেথায়
মানবরূপী দাবানলে পোড়া হিংস্র মাংসাশী পশুর হাতে,
চুষে খায় রক্ত আপন তৃপ্তিতে
মরে হয় লাশ নিরীহ যত জনতা,

কে চেয়েছিল এমন স্বাধীনতা ???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.