![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জোছনাস্নাত চন্দ্ররাতে অনিশেষ জোছনায় নিশোষিত অজানা দুঃখ বয়ে বেড়ানো চন্দ্রাহত এক দুঃখবিলাসী
খুব ছোট একটা বাড়ি।শহরের সীমানা ছাড়িয়ে মফঃস্বলের সূচনা যেখানে কিংবা মফঃস্বল নয় কিছুটা শহর কিছুটা মফঃস্বল।সেখানকার ছোট্ট একটি বাড়ি।সাধারণ মানুষের কাছে সেটা বিশেষ কিছু মনে হবে না শুধু মনে হবে শুধুই আরেকটি বাড়ি।সেটার কী বিশেষত্ব তা বুঝা যাবে না কারো কাছেই।শুধু সে ব্যতীত।তার বাড়ি তার আঙিনা তার খেলাঘর।সে এক শিশু শুধুই শিশু।তার চোখে রাজ্যের বিস্ময়।সবকিছুই সে দেখে সবকিছু সে শুনে আর জানতে চায় তার অদেখাকে।তার খুব প্রিয় এই উঠান এই আঙিনা।কতটুকু হবে সেটা ।খুবই ছোট।৩০ ফুট বাই ২০ ফুট-কিন্তু এই ছোট জায়গা ধরে আছে তার জগতের অনেকাংশকে।উঠানের পাশের খোলা বারান্দায় বসে থাকে।বসে থাকে সে রাজ্যের বিস্ময় চোখে নিয়ে। উঠোনের অপরপাশে একটা ছোট দেয়াল।সেই দেয়াল সীমিত করে দেয় চির আগ্রহী শিশুর দৃষ্টিসীমানাকে।ওপারের পৃথিবীটাকে তার কাছে বড় রহস্যময় মনে হয়।তার খেলার সাথীদের সাথে যখন সে খেলা করে মাঝে মাঝে বল দেয়াল টপকিয়ে ও বাড়িতে চলে যায়।ও বাড়ি থেকে বল নিয়ে আসে তার বয়োজ্যেষ্ট সাথীরা।সে শুধু তাকিয়ে থাকে।মেহেদী গাছের মাথা উকি দেয়া পাশের বাড়িটি তার বড় রহস্যময় মনে হয়।
সেই উঠোনটি তার বড় ভালো বাসার হয়ে যায় তার নিজের অজান্তে। বারান্দার অপর পাশে গোসলখানা পার হয়ে আরেকটি লম্বা দেয়াল।তার পাশে জেগে আছে এক হড়বরই গাছ।মাঝে মাঝে তারা ছুটে যায় গাছ থেকে পড়া ফল টোকাতে।উঠানের আরেক পাশে ছোট এক তুলা গাছ।সে অবাক হয়ে তাকায়।তুলা তাহলে গাছ হতে আসে-এই বোধের জন্মও তার সেখানে।তারা অবরে সবরে তুলা গাছ থেকে তুলা পাড়ে তুলা ছিড়ে ছিড়ে উড়িয়ে দুষ্টামিতে মাতে।দুরন্ত শৈশব সেই শিশুর জীবনটিকে ভরে রাখে সবকিছু দিয়ে।
উঠানের সামনে বারান্দায় বসে সময় কাটে ভাবুক শিশুর সময়।রাজ্যের শত বিস্ময় তার চোখে।সে দেখে দেখতে থাকে -তার চোখ কান নাক সকল ইন্দ্রিয় দিয়ে অনুভব করে এ পৃথিবীর রূপ রস গন্ধ বর্নকে।জলে ডুবা মানুষের নাক মুখ দিয়ে যেভাবে জল ঢুকে স্বপ্নেরা তার মাঝে ঢুকে যায় সেই উঠোনের পাশে বসেই।তীব্র বর্ষনমুখর বর্ষা কিংবা স্নিগ্ধ চন্দ্রবতী রাত তার কচি শিশু চোখে বুলায় যাদুর পরশ।সেই যাদু তাকে স্বপ্নাতুর করে তুলে।তাকে বিভূতিভূষনের অপুর মত ছুটিয়ে নিয়ে চলে এখান হতে এখানে মনোরাজ্য মাঝে।বহুদিন আব্দার করে একদিন সে লাভ করে সে টিনশেড বাড়ির ছাদে উঠার সুযোগ।স্নিগ্ধ মায়াবতী জোছনায় সে দেখে তার চারপাশ কে।চালের উপর হতে তার সহচর উঠানটিকে আরো রহস্যময় মনে হয়। যেন ছোট সেই আঙিনাকে ভাসিয়ে দিয়েছে জোছনার স্রোত।আকাশের দিকে তাকায় সে।শরতের কুয়াশা পড়ছে।আর সে কুয়াশা জোছনার সাথে মাখামাখি করে হয়েছে জোছনাধারা।আর সে জোছনা তার ছোট আঙিনাকে আজ উত্তাল জোছনাপুকুরে পরিনত করেছে।
**********
এ বাড়িটা বেশ রাজসিক।বড়সর এক দরজা।সেই দরজা ঠেলে ঢুকলে একটি চিপা বারান্দা যা তাকে নিয়ে যেত তার ছোটমামার রুমটিতে। আরেক পাশ তার স্বপ্নপুরী।তার বিস্ময়।অবাক করা বাগিচা।বারান্দার চেয়ে বাগিচাই তাকে যেন বেশি টানত।সরু পথ বাগানের।পথটা তার পিছলাই মনে হত মাঝে মাঝে হোচটও যে খেত না তা নয়।তবু সে বারবার এগিয়ে যেত।অনেক সব গাছ।সে তার মাঝে টের পেত অন্য সুর যে সুরের সাথে তার পরিচয় ঘটে।পড়ে সে সেই সুরের রূপ খুঝে পেছিলো বলাইয়ের মনোজগতে।তার মন ঘুরে বেড়ায় সে গাছ আর ফুলের জগতে।সে রঙের জগতে।সেই বাগানটা তার বড়ই ভালো লাগতো।বাগানের আতা গাছটিকে সে বড় ভালোবাসত সেই ভালোবাসার পরিমাণ এতটাই যে কেউ তার পাতা এমনকি ফলও তারসামনে পাড়তে পাড়ত না।গাছের কষ্ট হচ্ছে ভেবে সে যে মরা কান্না জুড়ে দিত তা থামানোর মন্ত্র বোধ করি কারোই জানা ছিলো না।সেই বরই গাছ সেই রঙন গাছ সেই তেজপাতা গাছ সেই আমগাছ গুলির প্রতি তার ছিলো ভালোবাসা আর দূরের কোনটা ধরে রেখেছিলো ভয়কে।
সেই কোনটির দিকে তাকিয়ে থাকে সে।সেই কোন সেই ডোবা -যার ধার বেয়ে বয়ে উঠে তেতুল গাছ।আর দুরের কোনে আধারময় কৃষ্ণচূড়া।তার মামা খালারা ভূতের কথা বলে তাকে নিবৃত্ত করত ঐ খানে যাওয়া থেকে। তাই তার মন জুড়ে থাকত সেই ভূতের রাজ্য কৃষ্ণ চূড়া ধার বরাবর।তার কয়েকজন সাথীকে নিয়ে সে গিয়েছিল সেথা সেই বিস্ময় রাজ্যে।সেখান থেকে দূর হতে দেখেছিলো আরেকটি রহস্যময় জঙ্গল।সেখানে সে দেখেছিলো বেজী।যে বেজীর নাম সে শুনেছিলো শুধু এতদিন।সেই রহস্যঘেরা কৃষ্ণচূড়া সেই মায়াময় জঙ্গল তাকে টানে অবিরত।তার ভাবুক জীবন আবর্তিত হয় সেই বাগান আর সেই জঙ্গলকে কেন্দ্র করে।
***********
সময় বয়ে যায়।সেই ভাবুক শিশু বড় হয়ে যার সময়ের বৃত্তে ঘুরতে ঘুরতে।একদিন সে এগিয়ে যায় তার সেই পুরনো শৈশবের উঠোনের খোজে।অনেক কষ্টে গলি খুজে বের করে সেই বাড়িটির।সেই উটজোনের কথা তার হৃদয়পটে ভাসে।আজ হয়তো দেখবে তারই মতো অন্য কোনো শিশু সেথা জাল বুনছে স্বপ্নের অনেকটা তারই মতো করে।সেই শিশুর মাঝে দেখতে পাবে তার শৈশবের তাকে এই ভাবনাতে সেই ঠিকানায় কড়া নাড়ে।অদ্ভূত।অদ্ভুত ভাবে বদলে গেছে সব।তার দেখা ছোট খাটো টিন শেড বাড়িটি আর অনেকগুলো টিনশেড বাড়িটির সমষ্টি।আর এই সব বাড়ির আগ্রাসনে তার স্বপ্নের উঠোনের অস্তিত্ব খুজতে গিয়েও যেন সে দ্বিধায় পড়ে যায়।
***********
সেলে মামার নম্বর দেখে সে ধরে,মামা আমি আসছি।লোক পাঠানো লাগবে না।আমি ঠিকই চিনে নিতে পারব ।তার শৈশবের স্মতি ঘেরা বাড়িতে আজ অনেকদিন পর তার ফিরে আসা।আসছে সে।এই তো নাম্বারগুলো সরে সরে যাচ্ছে।আর নাম্বার লাগবে কেন?অমন ছায়াময় বাড়ি কি আর দ্বিতীয়টি আছে এখানে।সে এগুতে থাকে কিন্তু কোনো ছায়াময় বাড়ির সন্ধান মিলে না।হন্যে হয়ে খোজ করতে থাকে সে।এমন সময় একটি বহুতল বিল্ডিং এর নাম্বার দেখে তার চোখ আটকে যায়।এও কী সম্ভব?এইতো সেই নম্বর তার মামার বাড়ির।মামা বেরিয়ে আসছেন।বিস্ময়ের ঘোর কাটেনি তার চোখ থেকে।মামা তার শরীরে ঝাকি দিয়ে বললেন কী হয়েছে তোর?
************
সে কিছুই বলতে পারে না সময়ের সাথে সাথে হারিয়ে গেছে তার শৈশবের জোছনার পুকুর আর রহস্যময় স্বপ্নপুরী।বহুতল বিল্ডিং আর টিনশেড সমষ্টি দিয়ে বাড়ির মালিকেরা অর্থ কামিয়ে যাচ্ছেন কিন্তু বিনিময় হিসাবে তাদের ভবিষ্যতের কর্নধারদের স্বপ্ন দেখার ক্ষমতাকে টুটি চেপে হত্যা করছেন। সাথে তার হারিয়ে গেল তার মনের কোনে জমে থাকা বহুদিনের ভাললাগার শৈশব স্মৃতি বিজড়িত সেই দুটি জায়গা যার সৌন্দর্য আজ তার হৃদয় ছাড়া আর কোথাও খুজে পাওয়া যাবে না।
********* ************ **********
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৪
সীমান্ত আহমেদ বলেছেন: দুঃখিত ভাই।
লেখাটা সম্পর্কে কিছু বললে আরো খুশি হতাম।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৬
ঘাসফুল বলেছেন: খুব কষ্ট লাগে, সুন্দর অতীতের কথা মনে করে। যা আর কোনদিন ফিরবেনা
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫
সীমান্ত আহমেদ বলেছেন: আসলেই তাই। আর ভালো লাগত যদি নিজের স্বপ্ন গুলো ফিরে আসত অন্য কারো স্বপ্ন হয়ে। কী বলেন?
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৭
সুরভিছায়া বলেছেন: আবেগঘন বর্ননা।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৩
সীমান্ত আহমেদ বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: পুরনো কিছুকে নতুন হতে দেখলে আমার ভালো লাগে না , যদিও সেটা হয়তো বেশিভাগ সময়ই বাড়াবাড়ি । আমার রুমের জানালা দিয়ে ১২ বছর আগেও পুরোটা বনশ্রী দেখতে পেতাম , দূরের বিস্তৃত জলাশয়ও দৃষ্টি এড়াতো না । সেই বনশ্রীতে এখন ঘাসের দেখাটাও মেলে না , চারদিকে কনক্রীট আর কনক্রীট ।
লেখাটা কি শুধুই লেখা ? নাকি পেছনে কোন অভিজ্ঞতা আছে ?
ভালো লিখো +
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২২
সীমান্ত আহমেদ বলেছেন: লেখাটা শুধুই লেখা না। এই শিশুটিই আমি।
দেখি সেই উঠোন আর সেই বাগানের ছবি দেয়া যায় কিন?
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৮
বোকামাষ্টার বলেছেন: কষ্টে বুক ভেংগে যায় যখন দেখি শৈশবের স্বপ্নেরা এভাবেই হারিয়ে যায় ইট কাঠের খাচার আগ্রাসনে। সুন্দর লেখা, অসাধারণ আবেগকে ধরে রাখতে। ভালো লাগলো। ধন্যবাদ।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩৬
সীমান্ত আহমেদ বলেছেন: শৈশবের দিন কখনো ফিরে আসবে না জানি তবু ও যদি সে জায়গাগুলি থেকে যায় আগের মত যে জায়গা বুলায় স্বপ্নের পরশ শৈশবের দিন গুলিকে স্মরণ করায় প্রতিনিয়ত তবে অন্তত স্বপ্নচারীদের সুযোগ থাকে স্বপ্নাতুর হওয়ার পুরোন দিনকে ভেবে- কিন্তু হায় সভ্যতার আগ্রাসন তাকেও যেন হারিয়ে দিচ্ছে এটাই দুঃখ।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: বড়ো ভালো লাগলো। বিকেল পড়ে আসছে। পাশের নীল কাচের বাইরে সন্ধ্যা নামছে। এখন এখানে বসে তোর লেখাটা পড়ে মনে হলো ওই শৈশবাক্রান্ত শিশুটাকে দেখলাম, দেখলাম তার জগৎটাকে। সোঁদাগন্ধটা সবসময়ই এতো টানে কেনো বলতে পারিস?
লেখাটা অন্য সব লেখাগুলো থেকে একেবারেই অন্যস্বাদের হয়েছে। বিভূতি-র কাছাকাছি। তবে বিভূতি-র ছায়া পড়েনি। এটাই সুখকর!
এরকম লেখা আরো চাই।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪২
সীমান্ত আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দোস্ত এমন সুন্দর মন্তব্যের জন্য।
শৈশব আক্রান্ত শিশুটির শৈশবকে তুলে ধরতে চাইছিলাম।সেটা অন্তত তোর কাছে তুলে ধরতে পেরেছি বলে ভালো লাগলো।
এই লেখাটা বিভূতি ঘরনার লিখতেই চাইছিলাম।কিন্তু বিভূতির ছাপ না এসে একেবারে আমার মত করেই এসেছে ক্ষুদ্র মানবের কথা গুলো।
ভালো থাকিস।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৮
অপ্সরা বলেছেন: ফেলে আসা কোনো কিছুই আর আগের মত থাকেনা। অনেক সুন্দর লেখা।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৬
সীমান্ত আহমেদ বলেছেন: কিছুই আগের মত থাকে না কথাটা মনতে পারলাম না সব কিছুই আগের মত থাকে আমাদের মনের মণিকোঠায়।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৩
ফারহান দাউদ বলেছেন: লেখা ভাল হইসে,অনেক ভাল।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৯
সীমান্ত আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৬
শিট সুজি বলেছেন: ভাল লেগেছে । +
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫১
সীমান্ত আহমেদ বলেছেন: হুমমম।
ভালো লাগলো জেনে।
খবর কী তোমার?
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৫
ইউনুস খান বলেছেন: ভালো লাগলো আবেগ গুলো।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮
সীমান্ত আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ ইউনুস ভাই।
ভালো থাকবেন।
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: অফটপিক: আগের লেখার ছবিটা ঠিকঠাক আসে নাই। ওটা ঠিক করে দে।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২০
সীমান্ত আহমেদ বলেছেন: আচ্ছা দেখতেছি।
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬
যীশূ বলেছেন: শৈশব কখনোই আর খুঁজে পাওয়া যায় না।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪০
সীমান্ত আহমেদ বলেছেন: হুম হয়তো বা আপনিই ঠিক। শৈশবকে শুধু ধরে রাখতে হয় মনের গহীন কোনে।
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৫
শিট সুজি বলেছেন: সীমান্ত ভাই আপনের মোবাইল বন্ধ কেন?
banglalink এর কি খবর?
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০০
সীমান্ত আহমেদ বলেছেন: আমার মোবাইল হারাইছে। বাংলালিংক ভাইভা দিতেছি।
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৬
ইউনুস খান বলেছেন: সু-প্রভাত। ভালানি
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২২
সীমান্ত আহমেদ বলেছেন: হুমম ভালা।কেমন আপনি?
১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৩
ইউনুস খান বলেছেন: আইজকা বৃষ্টিতে ভিইজ্জা অফিসে আসছি।
১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৫
সীমান্ত আহমেদ বলেছেন: হুম।বৃষ্টি হইলো কখন।টেরইতো পাইলাম না।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩২
কঁাকন বলেছেন: শুভ জন্মদিন
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩
সীমান্ত আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৭| ২২ শে জুন, ২০০৯ রাত ৮:৫৩
হিমালয়৭৭৭ বলেছেন: শিমুল ভাই, আপনার ব্লগ এনালাইজ করে দেখলাম এই একটি লেখাই বাকি আছে যেটা পড়া হযনি.....স্মৃতিচারণের সংগে সংগে কিছু নাগরিক যান্ত্রিকতার চিত্র ...বেশ লাগল...এটাকে প্রিয়তে এড করে রাখলাম...কারণ শৈশবকেন্দ্রিক লেখা ব্লগে খুব একটা পড়ার সুযোগ হয়না...এই লেখা থেকে কিছু আইডিয়াও পাওয়া যাবে পরবর্তীতে।।।
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:৫৪
সীমান্ত আহমেদ বলেছেন: আমি অনেক পরে এসে তোমার মন্তব্য পড়লাম। ব্ল লিখা আবার শুরু করেছি। ইদানিং মন মেজাজ একটু ভালো। সিসিবিতে দুটা লেখাও দিয়েছি। আমার লিংকে সিসিবির লিংক দিয়ে দিচ্ছি। কিছু লেখা একেবারে ওখানেই এক্সক্লুসিভ।
আর হ্যা এই লেখাটার সাথে আমার নিজের বিশেষ কিছু আবেগ জড়িয়ে আছে। এই লেখাটা আমার আম্মার কাছে আমার লেখা সবচেয়ে সুন্দর ব্লগ। আমি নিজে এটাকে প্রিয়তে না রাখলেও এই পোস্টটার সাথে আবেগ এসে যায় অচেতনেই।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৪
মুহিব বলেছেন: দাড়ি(।)র পর স্পেস দিলে কি ভাল হয়?