নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পৃথিবীতে অনেকটা একা। প্রচলিত সমাজবিজ্ঞানীদের মতে অনেকটা অসামাজিক,মনোবিদের মতে ভালো রকম সোসাল ফোবিয়া আছে। কপালগুনে যে কাজ করে দুটো ডালভাত জুটে সে কাজের তেমন কোন প্রতিযোগী নেই,তা না হলে সারভাইভেল অব দ্যা ফিটেস্ট এর আওতায় পড়ে বিলুপ্ত প্রজাতি হয়ে যেতাম।

বিম্বিসার

বলার মত তেমন কিছু না। যন্ত্রগনকের মাধ্যমে মানুষের কিছু সমস্যা সমাধান করি। বিনিময়ে দুটো ডালভাতের ব্যবস্থা হয়ে যায়।

বিম্বিসার › বিস্তারিত পোস্টঃ

০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৪০

আমার শতমুখো চুমু আজ তোমায় ছূঁয়ে দেবে,
তুমি শত ছলনা করবে, আমি সহস্রমুখো হবো।
তুমি যত পালাবে আমি বেপরোয়া হবো,
তুমি যত লুকোবে আমি সাহসী হবো,
তুমি যত মিনতি করবে আমি অধীর হবো,
তুমি যত ঘৃণা করবে আমি অটল হবো।

তুমি সহস্র রূপে পালাবে,
আমি লক্ষ ওষ্ঠ নিয়ে ঘিরে ধরবো।
বালিকা, আমার ওষ্ঠ তোমায় ছূঁয়ে দেবে।



অবশেষে হার মানলো বালিকা,
ওষ্ঠযুগল বাড়িয়ে দিলো আপন মনে,
বড় একঘেয়ে ভাবলো বালক আনমনে।
হঠাৎ বালিকা এক পাতার ফাঁকে,
একটু ভেবে বললো বালক তাঁকে
আমার শতমুখো চুমু আজ তোমায় ছূঁয়ে দেবে,



........................


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১২:২৫

নিয়েল হিমু বলেছেন: শুখ গুলো বেদনার স্মৃতিতে বদলে না যাক এই কামনা থাকবে । সাথে কবিতায় ভাললাগা ।
অঃটঃ প নামকরণের কারন কি ?!!

০২ রা জুলাই, ২০১৫ ভোর ৫:১৪

বিম্বিসার বলেছেন: ধন্যবাদ।
নামটা হঠাৎ মাথায় চলে এলো,এসেই উৎপাত শুরু করলো।একটু গুতোগুতি করে,দশটা প্রশ্ন করে। তাই ভাবলাম দিই এখানে বসিয়ে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত। অনেক অনেক ভাল লাগা । :)

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৮

বিম্বিসার বলেছেন: ধন্যবাদ :-)

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

গেম চেঞ্জার বলেছেন: হেডলাইনের সাথে মিল খুঁজার মতলবে এসে পারলাম নাহঃ :-B

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৪

বিম্বিসার বলেছেন: স্বাগতম :-B

৪| ১২ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগে স্বাগতম।

লেখাটিকে কবিতা বলে মনে হয়নি

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৭

বিম্বিসার বলেছেন: কি লিখেছি আমিও নিজেও জানিনা /:) , তবে কবিতা হয়নি এটা বুঝতে পারছি। অনেক ধন্যবাদ অনেস্ট মতামত দেওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.