![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মত তেমন কিছু না। যন্ত্রগনকের মাধ্যমে মানুষের কিছু সমস্যা সমাধান করি। বিনিময়ে দুটো ডালভাতের ব্যবস্থা হয়ে যায়।
আবার নির্বাচন আসছে। নিরীহ কতগুলো মানুষ আবার মারা পড়বে। আজব এক দেশে বাস করি, যেখানে জীবনের মূল্য অতিসামান্য। শত শত মানুষ মারা পড়ে, কারো কোন মাথাব্যাথা নেই এ নিয়ে। এ যেন অতিসাধারণ ব্যাপার। কেউ দায়ী নয়, বন্ধ করার কোন উদ্যোগ নেই, কোন বিচার নেই। মাঝে মাঝে মনে হয় বড় ভূল জায়গায় অথবা ভূল সময়ে জন্ম নিয়েছি। মানুষের জীবন এত সস্তা, এত মূল্যহীন। কোন গোষ্ঠির কোন সিদ্ধান্ত/ব্যাপার হয়তো পছন্দ হলোনা। আপনি সাধারণ মানুষ জীবিকার তাগিদে বের হলেন, উক্ত সিদ্ধান্তের সাথে আপনার কোন রকম সম্পৃক্ততা নেই । কিন্তু ওরা প্রতিবাদ স্বরূপ আপনাকে রাস্তায় মেরে ফেললো।
কোন বিচার হবেনা , বন্ধ করার কোন উদ্যোগ কেউ নিবেনা। একটা সংখ্যায় ফেলে দিয়ে এটা নিয়ে ব্যাবসা হবে। রাস্তায় নেমে মানুষ না মারলে এদেশে ব্যাবসা হয় না, বিদেশে বাড়ি হয়না।
এদেশে স্রেফ দুটো দল, এক যে কোন সময় প্রয়োজনে/অপ্রয়োজনে জবাই হওয়ার ভেড়া। দুই জবাই কারী জল্লাদ।
আবার জবাই হওয়ার মৌসুম আসছে। ভেড়ার পাল ঘাস লতা পাতা খাওয়ার যা খেয়ে নিন। কখন কাকে মারবে তার কি ঠিক আছে?
১৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০৬
বিম্বিসার বলেছেন: সবকিছু একদল অতি ধূর্ত প্রাণীর হাতে চলে গেছে।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কঠিন সত্য। দুই দলের পেছনে ঘুরে আরো কয়জন যে মারা যাবে সামনের মৌসুমে...
১৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০৮
বিম্বিসার বলেছেন: যারা ঘুরবেনা তারা কি নিরাপদ? আপনি রাস্তায় বের হলে আপনাকে যে মেরে ফেলবেনা তার নিশ্চয়তা কি?
আগে যাদের মারা হয়েছে তার কি কোন বিচার হয়েছে? কেউ কি বলছে এসব বন্ধ করা দরকার? কেউ কি উদ্যোগ নিচ্ছে ?
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:১০
চাঁদগাজী বলেছেন:
কেহ মরবে আয় করতে গিয়ে, কেহ মরবে বেকুবীর কারণে
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
বিম্বিসার বলেছেন: ধরে নিচ্ছি আয় করা বলতে আপনি বোঝাচ্ছেন রাজনৈতিক দলগুলোর বোকা লেজুড় গুলোর কথা, যারা নির্বাচনের সময় সামান্য টাকার বিনিময়ে নিজেদের বিবেক বিক্রি করে দেয়।
তবে সব সময় শুধু এরা মারা পড়েনা। গত নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন। যারা মারা গেছে তাদের বেশির ভাগই জীবিকার তাগিতে বৈধ কাজ করতে গিয়েই পেট্রোলে পুড়েছে।
অফিসগামী, রিক্সা, সিএনজির ড্রাইভার, গনপরিবহনের যাত্রী, চালক ইত্যাদি।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
আল ইফরান বলেছেন: আমাদের মত বেকুব আমজনতার যদি তারপরও আত্নোপলব্ধি হয়
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
বিম্বিসার বলেছেন: আশায় বাঁচে মানুষ। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। কিছু না করতে পারলে বলতে হবে, তা না পারলে
লিখুন প্রয়োজনে নাম গোপন রাখুন। মানুষের কাছে মেসেজ পৌঁছে দিন, মানুষ ভালোটা বেছে নেবে। মানুষ একদিনে সভ্য হয় নি,
একদিন এর সমাধান হবেই।শুরু করুন, চালিয়ে যান শেষদিন পর্যন্ত লেগে থাকুন।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৪৮
সচেতনহ্যাপী বলেছেন: নূর হোসেনের কথা ভেবে দেখুন।। কেমন বলির পাঠা বানানো হয়েছিল!!