![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার মত তেমন কিছু না। যন্ত্রগনকের মাধ্যমে মানুষের কিছু সমস্যা সমাধান করি। বিনিময়ে দুটো ডালভাতের ব্যবস্থা হয়ে যায়।
‘বেশি লোভ করেছিলেন , এমনতো হবেই!’
অনলাইনে পণ্য অর্ডার করে ক্ষতিগ্রস্থ হওয়া মানুষগুলোর প্রতি বেশিরভাগেরই মন্তব্য ছিলো এমন। এ দেশের মানুষ একই ধরণের প্রতারণার ফাঁদে বারবার কেন ফেঁসে যায়? প্রতারক গুলোকে প্রতারণার জাল বিছানোর সময় দায়িত্বশীল মহল বাঁধা দেয় না কেন? একটা পর্যায়ে গিয়ে যখন বিপুল পরিমাণ টাকা তারা আত্মসাৎ করে তখন তড়িঘড়ি করে গ্রেফতার করা হয়, কিন্তু তাদের আত্মসাৎকৃত অর্থের হদিস ক্ষতিগ্রস্থ মানুষেরা কখনই পায় না।
এই ক্ষতিগ্রস্থদের নিরাপদ বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব কার ছিলো? সাধারণ মানুষের কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্র কোথায়?
প্রাণিকূলের মধ্যে মানুষই একমাত্র বুদ্ধিমান প্রাণী যাকে উপযুক্ত ট্রেনিং/শিক্ষা দিলে তার সম্ভাবনা হয় অসীম। কেন এই সম্ভাবনাময় মানুষকে এমন একটা সিস্টেমে আনভলান্টারি ট্রেইনআপ করা হয় যাতে সে বোকা, লোভী, ভীতু হয়ে গড়ে উঠে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬
বিম্বিসার বলেছেন: মানুষগুলো এত বোকা কেন? বারবার একই ধরণের ভূল তো মানুষের চেয়ে নিম্নশ্রেণির বুদ্ধিমত্তার কোন প্রাণীও করে না!
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশে এই ধরণের ঘটনার উপর নজরদারি করার মতো কোন ভালো কর্তৃপক্ষ নাই। ফলে এই ধরণের প্রতারণা ঘটছে। ফটকা ব্যবসা, লটারি ইত্যাদি পৃথিবীর সব দেশেই আছে। কিন্তু উন্নত দেশে শক্ত নজরদারির কারণে মানুষ সহজে ঠকে না। আমাদের দেশে শেয়ার ব্যবসার যারা নজরদারি করে তারাই দুর্নীতিগ্রস্ত। একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন সঙ্ঘবদ্ধ চক্র এটা নিয়ন্ত্রণ করে। এই কারণে এই দেশে শেয়ার বাজারের এই অবস্থা।
২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০১
বিম্বিসার বলেছেন: শেয়ারলুঠের আতঙ্ক মানুষজনকে দীর্ঘদিন আচ্ছন্ন করে রাখবে। সাধারণ মানুষের পরিত্রাণের উপায় কি? যার হাতে কিছু জমানো টাকা আছে, সেটা বিনিয়োগ করাই সবার জন্য লাভজনক।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫
সাগর শরীফ বলেছেন: মানুষগুলো এত বোকা কেন? বারবার একই ধরণের ভূল তো মানুষের চেয়ে নিম্নশ্রেণির বুদ্ধিমত্তার কোন প্রাণীও করে না!
অতি আশা যার, জামাই মরে তার। শুনে থাকবেন কথাটা হয়ত। বিষয় কিছুটা সেরকমই। এদের একশ জামাই মরলেও অতি আশা করা ছাড়বে না। খাচলতের দোষ বলেও একটা কথা আছে। খাচলত ঠিক করার দায়িত্ব যার যার তার তার। বাঁশ খাওয়ার পর কাদলে ঠেকাবে কে? ছোট করে যারা খেয়েছে তাদের জন্য এগিয়ে আশা যায়। বড় করে যারা খেয়েছে ওরা লোভে পড়ে খেয়েছে। ওদের কান্না দেখার জন্য সময় নষ্ট করার মানে হয় না।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪
গফুর মিয়া১৯১ বলেছেন: অনেকের জন্য ইভ্যালি একটা ফাঁদ ছাড়া আর কিছুই না। ইভ্যালির বিরুদ্ধে শত শত অভিযোগ আছে, টাকা নিয়ে প্রডাক্ট ঠিক্মত ডেলিভারি দেয় না। অন্যের টাকা দিয়েই ব্যবসা করছে, সবাই অন্যের টাকা দিয়েই করে মানে ব্যাংক লোন নিয়ে
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০২
মোগল সম্রাট বলেছেন: যেসব দেশে জুয়া খেলা বৈধ, সেসব দেশের মানুষ যখন জুয়া খেলে ফতুর হয় তখন তারাওকি সরকারের দোষ দেয়?
সুতরাং জুয়া, ক্যাসিনেো এগুলো লাইসেন্স দিয়ে বৈধ করে দেন । দেখবেন মানুষ ওখানে গিয়ে হেরে সর্বস্ব হারালেও আর সরকারকে দোষ দেবে না।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০
কামাল১৮ বলেছেন: প্রতারকরা সাধারন মানুষের থেকে বেশি চালাক।ছলের কলের অভাব নাই।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫
শেরজা তপন বলেছেন: আপনি খবর নিয়ে দেখেন; সেই হায় হায় কোম্পানী হতে ৯৬ এর শেয়ার বাজার থেকেীই ইভ্যালী পর্যন্ত কোন জেনুইন ব্যাবসায়ী ধরা খায়নি। তারা জানে টাকা বুদ্ধি খাটিয়ে কষ্ট করে উপার্জন করতে হয়।
রিয়েল এন্টরপ্রেইনারের জন্য এদেশ মোটেই ব্যাবসা বান্ধব নয়। তবুও শত শত নতুন উদ্যোক্তা আসছে প্রতিনিয়ত। অনেকেই শত প্রতিকুলতা জয় করে এগিয়ে যাচ্ছে। জুয়া খেলে টাকা কামাইতে চাইলে ধরা নিশ্চিত। কিছু মানুষের কখনো হুশ হবেনা।
আপনি কি জানেন; কেউ কেউ ১০টা ২০টা মটর সাইকেলের অর্ডার দিয়েছে একবারে বড় মাল কামানোর ধান্ধায়?
এদেশের সরকার সাধারন মানুষের জন্য কখনোই কিছু করেনি- অতএব সরকার কিছু করবে এই আশায় বোকারাই থাকে।
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: আমিই ভালো আছি। কোনো কিছুতেই লোভ করি না।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২১
সাগর শরীফ বলেছেন: নিজস্ব জ্ঞান স্বল্পতা আর কষ্ট না করে অধিক অর্থ উপার্জনের মানষিকতা দায়ী। এই বিষয়ের ট্রেনিং আপনাকে বা আমাকে তো কেউ দেবে না ভাই। যতই আমার টাকা থাকুক সেটা আমি কোথায় খাটাব সেটা আমার সিদ্ধান্ত। নির্ঝঞ্ঝাটে অধিক লাভের আশায় আমি প্রতারণা জালিয়াতি চক্রের হাতে গিয়ে আমার টাকা গিয়ে তুলে দিয়ে আসলে সে দোষ কার?