নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নরা মিছে, অলীক।

সাপেক্ষে সবই ফেইক

শিশিরের বিন্দু

মন ভালো করা মুহূর্ত কিংবা খারাপ করা সময়ে একা একা, বড্ড একা চুপ করে বসে থাকতেই কেন যেন খুব ভালো লাগে...

শিশিরের বিন্দু › বিস্তারিত পোস্টঃ

আকাশের প্রান্ত সীমায়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

কতকাল হয়ে গেলো ছোয়া হয় না কাচা রোদ,

জলজ্যান্ত মানুষটা মরে গেলো না ভান করলো?

বুঝতে পারা গেলো না, নাকি হারিয়ে ফেললো বোধ?

শীত ঘুমের শেষে মুচড়ে উঠা সাপের মতো,

খসে পড়া খোলসের মতো বদলে গেলো নাকি?

নাকি সাপের মুখে ব্যাঙের মতো রইলো ঝুলে?

_______________________



তোমার অশ্লীল ঠোঁটে যে চুমুটা দিয়েছিলাম ভরা বর্ষায়,

সংরক্ষণ করেছিলে নাকি বিকিয়ে দিয়েছো নিশীথিনীর বুকে,

যে উল্কি এঁকে দিয়েছিলাম বুক পকেটে, হারিয়ে ফেলেছো?

হে সত্যবাদী যুধিষ্ঠির, মিথ্যার পুজো করতে করতে ঘুমোও,



ফুলদানীতে যে সবুজে ফুলগুলো রেখেছিলাম,

পুরো ফাল্গুন মাস জুড়ে জমানো পয়সায় কেনা,

ছিড়ে কুটি কুটি না করলেও পারতে,

না হয় একটু শুকিয়ে গিয়েছিলো, তবুও তো ওগুলো আমার স্মৃতি।



________________________________



একটু কি জ্বর এসেছে?

একটু কি শীতাতপ্ত হয়ে গেছে ঘর?

ইচ্ছে করছে সূর্যের নিচে গিয়ে দাড়াই,

ইচ্ছে করছে আকাশ দেখি,

একটু নাহয় জল গড়াবে চোখে,

তাও তো কিছু গড়াবে, আমি অনুভব করবো,

সব থেকে ভালো হতো যদি পোকা যেত চোখে,

একটি দিন আমি নাহয় কেঁদে মরতাম।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

ডট কম ০০৯ বলেছেন: সব থেকে ভালো হতো যদি পোকা যেত চোখে,
একটি দিন আমি নাহয় কেঁদে মরতাম।

অসাধারণ।

লাইন দুটি কপি করে নিয়ে গেলাম। মাইন্ড খাইয়েন না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

শিশিরের বিন্দু বলেছেন: :)

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬

শিশিরের বিন্দু বলেছেন: :)

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগছে।।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭

শিশিরের বিন্দু বলেছেন: আচ্ছা ! :)

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর বিন্দু! খুব ভালো লেগেছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪

শিশিরের বিন্দু বলেছেন: পড়াশুনা তো শেষ, দেখি একটা কিছু করতে পারি কি না, আর হামা ভাইয়ের মন্তব্য সবসময় অনুপ্রেরনা দেয়। :)

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

সায়েম মুন বলেছেন: সুন্দর। খুব ভাললাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.