![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন ভালো করা মুহূর্ত কিংবা খারাপ করা সময়ে একা একা, বড্ড একা চুপ করে বসে থাকতেই কেন যেন খুব ভালো লাগে...
মনে করো দুপুর বেলায় ফাকা রাস্তা,
মেঠো পথ, আমের মুকুল, ভরা ফাল্গুন,
মাচাং এর নিচে দাঁড়িয়ে কিংবা বসে,
ঝিঙে ফুল, কানের দুল, কেমন লাগবে?
অথবা তীব্র রোদ, বিদ্যুৎ বিভ্রাট,
ধূমায়িত ভাত, সুস্বাদু সালুন,
আটপৌরে শাড়ি, হাতে হাত পাখা,
যত্ন আত্তি, জোরাজুরি, কেমন লাগবে?
যদি নিঃসঙ্গ চিত্ত, বেদনার্ত হয়,
রবির সুরে বাঁধা গান, গেয়ে শুনাই,
কপাল টিপে, দু চোখে স্বপ্ন নামাই,
অঝোর ঘুম, বেলা গড়াবে, কেমন লাগবে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬
শিশিরের বিন্দু বলেছেন:
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৫
অঝোর সূর্যেরা বলেছেন: শুধু আপনার লেখায় লাইক দেয়ার জন্যেই সামুতে আসছি, বুঝাইতে কি পারলাম এই কবিতা আমার কেমুন লাগছে? নাহ বুঝাইতে পারলাম নাহ তো। আচ্ছা ঠিক আছে বুঝাইয়া বলুম নে।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩২
আমিন সম্রাট বলেছেন: কই গেলে তুমি??
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭
হাসান মাহবুব বলেছেন: ভালো না লাগার কোন কারণ নাই!