নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচ্ছন্ন মন,পরিচ্ছন্ন ভাবনাই তৈরি করবে একটি সুন্দর পৃথিবী

এমএসআই টুটল

স্বাধিকার চাই

এমএসআই টুটল › বিস্তারিত পোস্টঃ

আদৌ কি ফেব্রুয়ারি ভাষার মাস!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

যদি একটি পরিবারের ৬ জন সদস্য অসভ্য হয় আর একজন ভদ্র হন তবে আমরা বা এই সমাজ তাকে অভদ্র পরিবারই বলে,এই হিসাবে দেখা যায় ফেব্রুয়ারি হল একদিকে ভাষার মাস আবার অন্যদকে নষ্টামির মাস। কারন ১৯৫২ সালের এই মাসেই রফিক, জব্বার, বরকত, শফিকরা বাংলা মানে আমাদের মাতৃভাষার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন ডামেকের সামনে, তাদের এই বিসর্জনের মধ্য দিয়ে বাংলাকে রাষ্ট্র ভাষার মর্যাদা পায়। এজন্য ফেব্রুয়ারি আমাদের কাছে অতি সম্মানের।
অন্যদিকে এই মাসে পালন করা হয় রোজ ডে(গোলাপ বিনিময় দিবস),প্রপোজ ডে(যাকে খুশি তাকেই প্রস্তাব),হাগ ডে( জোর করে জরিয়ে ধরা), কিস ডে(এটা মাত্র ছাড়াচ্ছে), অতঃপর বিশ্ব নষ্টামি দিবস( এটা সম্পর্কিত ধারণাগুলো সবই নেতিবাচক) । এই হল ফেব্রুয়ারি মাসের কিছু উল্লেখযোগ্য দিবস,যদিও এর সবগুলোই পশ্চিমাদের অনুকরণ। সারা বছর রাগ,ঝগড়া আর ডিভোর্স এর মত ভয়ঙ্কর কাজ করে এই সময় সবার মনে ভালোবাসা উতলে উঠে।সেই দিন বেশি দূরে নাই যেদিন ডিভোর্স ডে পালন করা হবে গণহারে।এজন্যই মাঝে মাঝে মনে হয় এটাকে কি আমরা আদৌ ভাষার মাস বলতে পারি কিনা! মনে রাখা উচিৎ ভালোবাসা যতটা না প্রকাশের তারচেয়ে বেশি লুকানোর।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১

বিজন রয় বলেছেন: আপনি কি মনে করেন সেটাই আসল।

২| ০৫ ই মে, ২০১৬ সকাল ৮:৫১

এমএসআই টুটল বলেছেন: আপনার মন্তব্য ঠিক বুঝতে পারিনি,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.