নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(( পাঁচমিশালি :> ব্লগ ))

এস.কে.ফয়সাল আলম

আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal

এস.কে.ফয়সাল আলম › বিস্তারিত পোস্টঃ

প্রিয় গান : (পর্ব-৫), সেই মেয়েটি এমন..., শিল্পী : বাপ্পা মজুমদার।(ডাউনলোড লিংক সহ)

১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩১





চোখ দুটো আকাশের নীলে সাজানো

ঠোঁটের হাসি তার চাঁদ রাঙানো।

হাজার লোকের ভীড়ে অন্যন্যা

যে নিজে নিজের তুলনা

সেই মেয়েটি এমন.





মায়াবী মুখটা এত মায়াময়

শিল্পীর আঁকা ছবি যেমনটি হয়।

একশ চূড়ি ভাঙে কথা বললে

ফুল সব ঝরে পড়ে পথ চললে।

হাজার লোকের ভীড়ে অন্যন্যা

যে নিজে নিজের তুলনা

সেই মেয়েটি এমন.







একাকী স্বপ্ন দেখে সে যখন

সুন্দর তখন যেন সারা ভুবন।

হলে অভিমানী লাগে মিষ্টি

যায় না ফেরানো যে আর দৃষ্টি

হাজার লোকের ভীড়ে অন্যন্যা

যে নিজে নিজের তুলনা

সেই মেয়েটি এমন.







চোখ দুটো আকাশের নীলে সাজানো

ঠোঁটের হাসি তার চাঁদ রাঙানো।

হাজার লোকের ভীড়ে অন্যন্যা

যে নিজে নিজের তুলনা

সেই মেয়েটি এমন.









গানটি শুনতে + ডাউনলোড করতে : Click This Link





গানটির ইউটিউব ভিডিও লিংক :

http://www.youtube.com/watch?v=RNpNkhZ8K_4





ভাল থাকুন।..... ধন্যবাদ।



মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

শিবলী রহমান বলেছেন: বালা লাগলো :) :)

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধইন্যা... আপনারে।

২| ১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

ফালতু মিয়া বলেছেন: এখানে রূপাপার ছবি কেনু?

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: রুপাপারে আমি ভালা পাই তাই.....

৩| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৬

নতুন রাজা বলেছেন: +

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাইয়া আপনারে অরিজিনাল ধইন্যাপাতা দিলাম।


৪| ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৮

সাপিয়েন্স বলেছেন: উচ্চারণ কিছুটা অস্পষ্ট, নিচু নোটে ভলিউম কমে গেছে বেশি। বাপ্পার কাছে আশা করি নি।

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হতে পারে এটাও কোন ধরনের ইচ্ছাকৃত আর্ট... ভাই এসব বিষয়ে উনারা ভাল বলতে পারবে... ধন্যবাদ।

৫| ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২০

তাজুল ইসলাম মুন্না বলেছেন: বাপ্পা মজুমদার এই পুষ্টের প্রথম ফটুক দেখলে আত্মহত্যা করবো........;););)

২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৩৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: খিক..খিক.. =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.