নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পুজারী

শাকিল আহমেদ ইবনে আলী

(facebook.com/skilalis) (facebook.com/skilali2) (facebook.com/skilali1) (twitter.com/skilalis) (plus.google.com/+skilalis) (youtube.com/c/skilalis)

শাকিল আহমেদ ইবনে আলী › বিস্তারিত পোস্টঃ

ইমাম শাফেয়ী রহ. এর অমিয় বানী

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

ইমাম শাফেয়ী রহ. এর অমিয় বানী

২.ইমাম শাফী রহ.১৫০ হিজরীতে [৭৬৭ ঈসায়ী] মিসরের আসকালান অঞ্চলের ‘গুজ্জা’ নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন । [১৫০ সেই ঐতিহাসিক হিজরী সাল, যে সালে ইমাম আবু হানীফা রহ. ইন্তেকাল করেছিলেন । দুই বছর বয়সেই তার মাতা তাকে তার আসল খান্দান মক্কা মুকাররমায় নিয়ে আসেন । যেখান থেকে তিনি ইলমে দ্বীন হাসিল করতে শুরু করেন । সতের বছর বয়সে তিনি হুযাইল ও আরবের বিভিন্ন গোত্রের নিকট যান যেন তাদের কাছ থেকে আরবী ভাষার গভীর পাণ্ডিত্য হাসিল করতে পারেন । ১৭০ হিজরীতে তিনি ইমাম মালেক রহ. এর কাছ থেকে শিক্ষা-দ্বীক্ষা লাভ করেন । ১৮০ হিজরীর শুরুতে তিনি ইয়ামান সফর করেন । এরপর ইরাক গিয়ে ইমাম আবু হানিফা রহ. এর বিশেষ শাগরিদ ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শায়বানীর নিকট ইলম অর্জন করেন। সেখান থেকে মিসর চলে যান। যেখানে মানুষ ইমাম শাফেয়ী রহ.- এর ইলম ও ফেকাহ কে ব্যাপক ভাবে গ্রহণ করে । ১৯৭ হিজরীতে আবার বাগদাদ ফিরে আসেন । এখানে এক বছর থাকার পর ১৯৮ হিজরীতে আবার মিসরে ফিরে যান । এক বছর পর আপন দেশ মক্কা মুকার্রমায় সফর করেন । এরপর ১৯৯ হিজরীতে মিসর ফিরে এসে এখানে থাকতে শুরু করেন । এভাবে ২০৪ হিজরীতে [৮২০ ঈসায়ী] মিসরেই এই সূর্য অস্তমিত হয়ে যায় ।

বি.দ্র.: ইমাম শাফেয়ী রহ. এর মত এলমের সাগর যিনি আরব ছিলেন যার মাতৃভাষা ছিল আরবি তাকেও দ্বীন বোঝার জন্য আরবী শিখতে হয়েছে অথচ এখন কিছু মূর্খের আমদানী হয়েছে যারা আরবী না জেনেই কুরআন হাদীস বুঝে যায় । যেমন গন্ডমূর্খ কথিত আহলেহাদীস লামাজহাবীরা । আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



কখন তিনি কি বিয়ে করেন? কিভাবে তিনি জীবিকা উপার্জন করতেন?

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২০

শাকিল আহমেদ ইবনে আলী বলেছেন: তার সীরাত পড়ুন ।

২| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪২

এক বিন্দু জল বলেছেন: এখােন বানী কোথায়? যা পেলাম তা তো আপনার বানী বলেই মনে হল

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৭

শাকিল আহমেদ ইবনে আলী বলেছেন: সামনে আসছে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.