![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যোগ ব্যায়াম এর অনেক উপকারিতা আছে জানি।
কিন্তু একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, এখানে তো অনেকেই আছেন যারা বলতে পারবেন
যোগ ব্যায়াম কি ইসলামের দৃষ্টিতে যায়েজ?
আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম।
২| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩১
েশখ ইমরান আািজজ বলেছেন: না ব্যাপারটা ছোট না। যোগ ব্যায়াম এ এমন উপকার আছে, দৌড়ে তা নাই।
সেজন্যই।
৩| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩২
জিয়াউল ২০১১ বলেছেন: আমার ও জানার ইচ্ছে, লাইনে আছি।
৪| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৬
টিভি পাগলা বলেছেন: সবকিছুতে ইসলামকে না টানলে হয় না`?
২৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৯
েশখ ইমরান আািজজ বলেছেন: আরে ভাই নেট এ সার্চ করেন। এজন্যই প্রশ্নটা করছি
৫| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৯
আয়না বাবা০০৭ বলেছেন: ব্লগে লিখালিখি কি ইসলামের দৃষ্টিতে যায়েজ?
৬| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪২
পুচকে ফড়িং বলেছেন:
যোগ ব্যায়াম কি যায়েজ কিনা জানি না, কিন্তু নাযায়েজ মনে হবার কারন কি জানতে পারি ?
৭| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৫
েশখ ইমরান আািজজ বলেছেন: কিছু কিছু ইসলামী সাইট আছে যেখানে বলা হয়েছে যোগ ব্যায়াম শরীয়ত সম্মত না।
কারণ এখানে কিছু কিছু মুদ্রা বা আসন আছে যা ইসলামী শরীয়ত সম্মত নাও হতে পারে।
সুতরাং এটা ছোট ব্যাপার না। তাই রাগ করবেন না।
৮| ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫৩
পুচকে ফড়িং বলেছেন:
রাগ করছি না, ব্যপারটা বোঝার চেষ্টা করছি। এ ধরনের কথা কোথায় পেয়েছেন সেই সাইটের লিন্ক দিবেন প্লিজ? এই বিষয়ে লেখার লিন্ক দিলে আরও ভালো হয়।
৩০ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪৭
েশখ ইমরান আািজজ বলেছেন: Google e সার্চ দেন পাবেন
৯| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩২
েহেদি৭৪৬৪ বলেছেন: জানার অপেক্ষাই থাকলাম।
১০| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪৮
েশখ ইমরান আািজজ বলেছেন: আফসোস কেউ কোন কিছু বলল না
১১| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫২
পি.এন.পি.সি বলেছেন: আমি যে কমেন্ট করলাম, এটা জায়েজ নাকি নাযায়েজ সেইডা আগে কন...........
৩০ শে আগস্ট, ২০১২ রাত ১:১৩
েশখ ইমরান আািজজ বলেছেন: মজা হিসেবে নিলেন ।
আমি কিন্তু মজা করি নাই।
১২| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১:২৯
ফ্রিঞ্জ বলেছেন: যোগ ব্যায়াম যেহেতু কুরান বা হাদীস এ পাওয়ার উপায় নাই তাই এইখানে আপনি বড়জোর কারো ফতোয়া পাবেন।
যে ফতোয়া দিবে সে হবে সম্পুর্ন অপরিচিত নিক ধারী। তার কথা দিয়া কি আপনি আসলেই ডিসিশন নিবেন?
আমার মতে আপনি নিচের ২ টা অপসন এর একটা নেন
১। আপনি বিশ্বাস করেন এমন কোন আলেম এর কাছে যান। (তিনি সম্ভবত বলবেন যে নামাজ এ সবচেয়ে ভালো ব্যায়াম)
২। আপনার বিবেক যা বলে তাই করেন।
৩০ শে আগস্ট, ২০১২ রাত ২:৩৬
েশখ ইমরান আািজজ বলেছেন: হু্মম
১৩| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ২:৪১
সূর্য বলেছেন: ইন্দোনেশিয়ার আলেমরা যোগব্যায়ামের সাথে হিন্দু ধর্মের যোগসূত্র খুঁজে পেয়ে এটাকে হারাম ফতোয়া দিয়েছেন কিছুদিন আগে। একটু কষ্ট করে খুঁজে দেখুন।
৩০ শে আগস্ট, ২০১২ রাত ৩:২৮
েশখ ইমরান আািজজ বলেছেন: আমি এরকম পেয়েছি বলেই তো পোস্ট টা দিয়েছি , সবাই তো ফাজলামি করল
১৪| ৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৮:১৭
মাহবুব হাসান এমবিবিএস বলেছেন: যোগব্যায়াম করতে গিয়ে যদি আপনার
১্ পরদার ফরজ তরক হয়
২্ ব্যাপক সময় নষ্ট হয় যার দরুন নামাজ বা প্রয়োজনিয় কিছু মিস করেন
৩্ অশ্লিল অংগোভো্ংি হয়
এসব হলে স্হজ জুক্তিতেই বলা যায় ওটা করার দরকার নাই্
তবে উপরের বিষয়গুলো চেক দিলে আর যোগাসনের সময়তেও জিকির করতে থাকলে সোয়াবো পাইলেন ব্যায়ামো হল
১৫| ৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৮:২৫
সায়েদ তানজিদ বলেছেন: যোগব্যায়াম কেবল ব্যায়ামের উদ্দেশ্যে হলে নাজায়েযি কিছু তো দেখি না। তবে হ্যাঁ মূলত হিন্দু ধর্মের ধ্যান ধারনা থেকে যোগ ব্যায়াম এসেছে তাই মুশরিকদের ফলো না করাই উত্তম কারণ হাদীসের বহু জায়গায় মুশরীকদের ফলো করতে নিষেধ করা হয়েছে।
১৬| ৩০ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৪৭
রঁমাকান্তকামারঁ বলেছেন: আপনার সন্দেহের কারন কি, সে বলেন আগে ?
১৭| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১০
রাজীব বলেছেন: ভাই, হিন্দুরা পুজার সময়ে পান্জাবী পরে। এখনো বলুন পান্জাবী পরা কি জায়েয?
১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৪
নুসরাত আলামিন বলেছেন: আমার জানামতে যোগ ব্যয়াম করলে কোন সমস্যা নেই। ইসলামের নিদের্শনার কথা যদি বলতে হয় তাহলে এটা একটা ফতোয়া সংক্রান্ত ব্যপার। কোন কোন ইসলামি বিশেষজ্ঞ বলেছেন এটা ঠিক না। আবার অনেক বিশেষজ্ঞ বলেছেন কিছু বিষয় বাদ দিলে যোগ ব্যয়াম করতে কোন সমস্যা নেই। যেমন: হিন্দুদের কোন রীতি অনুসরণ না করা । যেমন: ওম না বলা, সূর্য নমস্কার না করা ইত্যাদি। তবে এটাকে ব্যয়াম মনে করে করলে কোন সমস্যা নেই যদি Anti-islamic কোন বিষয় না থাকে। আর যদি এটা হিন্দু ধর্মের কোন বিশেষ ধর্মীয় প্রতীক হয়ে থাকে তাহলে অবশ্যই হারাম হবে।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:১০
ফ্রিঞ্জ বলেছেন: যোগ ব্যায়াম বাদ দেন। সকালে উইঠা ৩০ মিনিট দৌড়ান
আর এইসব ছোটখাট ব্যাপার নিয়া যায়েজ নাযায়েজ খোজার কি দরকার?