নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে হলে স্বপ্ন দেখার সাহস চাই..

আমি অতি সাধারন

আকাশ অতল

অন্যরকম

আকাশ অতল › বিস্তারিত পোস্টঃ

রাজাকারের সাজা চাই....

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশে স্বাধানীতার স্বপক্ষের শত শত মানুষের ঢল নেমেছে।



গতকাল বিকাল থেকে সেখানে জড়ো হতে থাকেন প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।



শাহবাড় মোড়ের চারপাশের রাস্তা লাল ফিতা দিয়ে বন্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। শাহবাগে তৈরি হয়েছে মানবপ্রাচীর। আন্দোলনকারীরা হাতে হাত রেখে মানবপ্রাচীর



তৈরি করেছে। রাস্তার মাঝখানে প্রতীকী মঞ্চ তৈরি করে তার চারপাশে বসে ঢাক-ঢোল বাজিয়ে গান বাজনা করছে।

তারা কাদের মোল্লার অনেকগুলো কুশপুত্তলিকা তৈরি করেছে। চারুকলার শিক্ষার্থীরা পাকিস্তানি পতাকার চাঁদ-তারা খচিত সাপ আকৃতির প্রায় ২৫ ফুট লম্বা গোলাম আযমের প্রতিকৃতি তৈরি করে শাহবাগ মোড়ের ঠিক মাঝখানে রেখে দিয়েছে।



মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই প্রতিবাদে ফেটে পড়েন দেশের ছাত্র-যুব-জনতা। ফেসবুক ও ব্লগসহ সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে পরষ্পর যোগাযোগ করে এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন।



ডাক আসে মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড়ে সমবেত হওয়ার। কিছুক্ষণের মধ্যেই নামে জনতার ঢল। একে একে দলমত নির্বিশেষে জড়ো হওয়া সবার কন্ঠে একই দাবি ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তি নয়। কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির রায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে সমবেত জনতা।



Click This Link

প্রতিমুহুর্তের বাংলা :P

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

নন্দনপুরী বলেছেন: ঢাকার শাহবাগ চত্বরে সর্বস্তরের মানুষের যে আন্দোলন শুরু হয়েছে তার সঙ্গে আমি সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি.........

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

আকাশ অতল বলেছেন: কাঁদতে আসিনি, ফাসির দাবি নিয়ে এসেছি...

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

আকাশ অতল বলেছেন: সুন জেগে উঠি আমরা , রাজাকারের বীজ উপড়ে ফেলতে.

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

প্রগতিশীল ইকবাল বলেছেন: 100/200 loker meeting ke media'r jore onek kisu bola jai...reality difference......

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

আকাশ অতল বলেছেন: শাহবাগে গেলেই বুঝতে পারবেন কোনটা সত্যি, রাজাকারের ফাঁসির দাবীতে কত মানুষ বিক্ষোভ করছে তার চেয়ে বেশী মনে হবে এখানে সারা বাংলাদেশ ফাঁসি চাছে.। কোনটা সত্য আর কোনটা মিথ্যা জানতে আগে শাহবাগ যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.