![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন আমরা Click This Link নির্মূলে এক্যবদ্ধ হই দৃড় মানসিকতায় কারন আমি আমার মাকে ভালোবাসি, আমার মায়ের সম্ভ্রমে কেউ হাত দিলে আমি তাকে হত্যা করবো হাসি মুখে। জানি আপনারাও তাই করবেন।
এই মাটিতে আমার প্রথম নিঃশ্বাস নেওয়া। আমার জম্মের ভূমি -জম্মভূমি আমার বাংলাদেশ। আমাকে জম্ম দিয়েছে বলে এই বাংলা আমার মা। প্রতিমুহুরতের বাংলা
আন্দোলন খবরঃ
সকল রাজাকারের ফাঁসি ও জামায়ত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে প্রজম্ম চত্ত্বরে সর্বস্তরের মানুষের অবস্থানের আজ পঞ্চম দিনের মত বিক্ষোভ চলছে।
নতুন প্রজম্মের এই বিক্ষোভ রুপ নিয়েছে বিশাল গণজোয়ারে। এই গণজোয়ারে অংশ নেওয়া ছোট্ট সন্তান কোলে বাবা-মা, বৃদ্ধ-বনিতা, শিক্ষক, লেখক, সংস্কৃতিক কর্মী, সাংবাদিক, রাজনীতিক,
নানা শ্রেণী-পেশার মানুষের স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে চারপাশ। সারাদেশেও দলমত নির্বিশেষে ছড়িয়ে পড়েছে এই জাগরন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও নানা ধর্ম বর্ণের মানুষের মাঝে দানা বেধেছে বহু দিনের জমে থাকা এই গণ জাগরণ।
গতকাল নতুন প্রজম্মের এই গণজোয়ারে ‘প্রজন্ম চত্বরের’ নবজাগরণ মঞ্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
বেলা যত বাড়ছে লোকসমাগম তত বাড়ছে। ফুঁসছে তারুণ্যের নব জাগরন।
অনেকে আছেন, যাঁরা এই ফাঁসির দাবিতে এসে আর ঘরমুখো হননি। ক্লাস ছেড়ে বহু শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্ররা শনিবারও দলে দলে প্রজন্ম চত্বরে এসে সমবেত হয়। রাজধানীর বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে খ- খ- মিছিল আসতে থাকে শাহবাগে। দুপুরের পর বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পড়েই শাহবাগ চত্বরে আসতে শুরু করেছে।
দুপুর ১টার আগেই শাহবাগ এলাকা ভরে উঠেছে কানায় কানায়। বিক্ষোভের মূল মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এবং জামায়াত-শিবির প্রতিহত করার আহবান জানানো হচ্ছে।
আজ বারবার উচ্চারিত হচ্ছে ‘সারা বাংলার মোহনা, শাহবাগ শাহবাগ’; ‘রক্ত দেব, জীবন দেব, রাজাকারদের ফাঁসি দেব’ স্লোগানগুলো।
মুক্তিযুদ্ধকালীন স্লোগানসহ আকাশ বাতাস কাঁপিয়ে সমস্বরে ধ্বনিত হচ্ছে,
"জয় বাংলা" ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ‘সাম্প্রদায়িকতার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’; ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে দেব না’; ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই’; ‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’; ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’,‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’,‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানেই ফিরে যা’; ‘বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নাই’; ইত্যাদি রক্ত জাগরিত করা স্লোগান।
এছাড়াও ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ক-তে কামারুজ্জামান, তুই রাজাকার তুই রাজাকার’; ‘গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাকা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ম-তে মুজাহিদ, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ন-তে নিজামী, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাঈদী, তুই রাজাকার তুই রাজাকার’ এ স্লোগানগুলো জনপ্রিয়তা অর্জন করেছে বেশ।
আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ এ প্রত্যয়ে কর্মসূচি চালিয়ে নেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হচ্ছে। যৌক্তিক দাবি পূরণ করেই মায়ের কোলে ফিরে যাওয়ার ঘোষণাও দিয়েছেন অনেকে।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগীতা ও অংশগ্রহন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্রি খাবারের ব্যবস্থা, ওয়াসার পানি সরবরাহ এবং মোবাইল টয়লেটের কারণে কোনো বেগ পেতে হচ্ছে না আন্দোলনকারীদের।
কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড়ে এ বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ আন্দোলনে যোগ দেন।
আজ সকালে ইব্রাহিম মেডিকেল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের দল শাহবাগের তারুণ্যের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।
//ঢাকা, ৯ ফেব্রুয়ারি
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
আকাশ অতল বলেছেন: তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা.।।