নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে হলে স্বপ্ন দেখার সাহস চাই..

আমি অতি সাধারন

আকাশ অতল

অন্যরকম

আকাশ অতল › বিস্তারিত পোস্টঃ

চলছি মোরা গাধার পিঠে...

১২ ই জুন, ২০১৫ রাত ১:১৩

চলছি মোরা গাধার পিঠে,
মন্ত্রী মশাই হরি লুটে,
দরকার ভাই নাইরে ভোটের,
চলছে মেলা হরি লুটের।
কিসের আবার তন্ত্র মন্ত্র,
জপছিই তো গণতন্ত্র।

রহিমা বিবির শুন্য হাড়ি,
সুজন মিয়া মরি মরি,
বাবার আশায় পথের পানে,
ক্ষুধার্ত মুখ সময় গুনে।
কি হবে আর এসব জেনে,
এদের নিয়ে হিসেব টেনে।
এরা তো আর মানব নারে,
অনাহারে- দু একটা নয় গাধাই মরে।

অসুখ বিসুখ একটা বোঝা,
কথা আমার সরল সোজা,
গাধার অসুখ শরীর মনে,
গাধা তো ভাই বোঝাই টানে।

দরকার কি ওসব জেনেই,
আমি তো ভাই সিংহাসনে।

আমিই- তো ভাই শক্তিশালী - সম্মানিত মশাই,
এক টেবিলেই কুকুর বিড়াল, নেকড়ে ইঁদুর বসাই,
আমিই তো রামছাগল আর সকল গাধার বড়াই,
একই মাঠে গরুছাগল আর মহিষভেড়া চড়াই।

কিই বা হলো তাতে - রহিমা বিবি খায়নি দুদিন,
ঝড় উঠেনি মেঘ ডাকেনি তবুও তো আকাশ রঙিণ,
খাচ্ছেই তো ঐ রাস্তাগুলো,
ইট পাথর আর সিমেন্ট বালু।

কিসের আবার তন্ত্রমন্ত্র
জপছিই তো গণতন্ত্র,
আমার কথাই বড় মন্ত্র,
জপছিই তো গণতন্ত্র।

সিংহাসনে আমিই আছি, কি প্রয়োজন গাধার ভোটে,
চড়ছি আমি গাধার উপর, দেশ চলেছে আমার পিঠে।
আছিই তো গাধার পিঠে, কি প্রয়োজন গাধার ভোটে,
সিংহাসনে বসতে তোমায়, হতেই হবে দক্ষ লুটে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৫ রাত ১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: আপনার অনুরোধটি কার্যকর করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে তথ্যগুলো পর্যালোচনা করে আবার চেষ্টা করুন। কষ্ট করে লেখা মন্তব্যটা এই মামদোভুতেই গিলে ফেললো।।

২| ১২ ই জুন, ২০১৫ সকাল ১০:০৪

আকাশ অতল বলেছেন: বুঝতে পারলাম না। একটু সহজ করে বলবেন প্লিজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.