![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে নির্বাসনে পাঠাও দূর নক্ষত্রের মত, অস্পৃশ্য মেঘের মত,
জোঁৎস্নাবিলাসে মত্ত্ব থাকো তোমরা, পৃথিবীর গোলকধাঁধা হতে মুক্তি দাও।
আমাকে বোবা করে দাও, যখন অবোধ্য করে হাসিছলে তোমরা বধির হয়ে যাও।
যখন পুরো পৃথিবী হেটে এসে, শুধু এক আচল বকুল নিয়ে ফিরি আমার ভাঙ্গাঘরে-
কোটি বছরের পোড়া ক্ষত নিয়ে আসি ফিরে,
ঢাল জল যদি পারো কেউ, নিভে যদি তাতে আগুন উতলা।
আমি তোমাদের পাশে স্থির ল্যাম্পপোস্টের মত, বৃক্ষের মত স্থির হয়ে যাই, সংসারী আমায় বিবাগী করে দেয় ক্ষুধার্ত গরম ভাতের থালা।
আমি বাঊন্ডুলে আউলা-জাউলা উদাস বাউল বড্ড একেলা,
বুকের ভিতর স্বপ্ন ঘূণেধরা, হাজার বছরের রাতের আকাশ অমাবস্যায় ঘেরা।
কতকিছুই আমায় নিয়ে করে খেলা - দৃষ্টিগোচর ঠোটের হাসি, রাতের তারা, গরম ভাতের দলা,
তবুও ক'জনইর হৃদয়ের অন্ধত্ব ঝেড়ে ফেলে দেখেছে হৃদয়ের ক্ষুধা আর হাসির ভিন্ন রুপ পর্দায় লুকানো বুকের জ্বালা।
যখন হৃদয়টা আমার কাদামাটি হয়, মাটির বুকে শিকড় হয়, আমি যখন বৃক্ষ হই-
রক্তের স্রোত আমার প্লাবন হয়, আমার পাথর অস্ফুটতা ঝরনার মত বয়।
আধারে বুক পাতা গন্তব্যহীন একমূখী রাস্তা যখন পেরুনো যায়না, যখন হাত পা বাধা ডুবন্ত লাগে আর শিকড় কেটে গেলে- অস্তাচলগামী হই, পরিচয়হীন হয়ে রই!
তাই আমাকে বিদায় দাও, নির্বাসনে পাঠাও যখন আমার ভাল্লাগেনা আকাশ বাতাস, গোলাপ বেলী জুই।
যখন তোমার খাঁচায় পোষা ময়নাপাখি আমি, সময় আর অসময়ের গান,
যখন উত্ত্বাপে ফাটে অনাবাদি এই বুকের জমিন, অঝর ধারায় দাও ভিজিয়ে দাও,
হাজার বছরের খণ্ডিত অগ্নি শীতল সাগরে ডুবাও, আগুন অদৃশ্যতা দাও নিভিয়ে দাও।
বিবাগী আমায় কেন বেধে রাখো, কেনই আগুনে ঘি ঢেলে দাও,
ফিরবোনা যতই আগুনে আগুন জ্বালাও, তারচেয়ে সন্ন্যাসী আমায় তোমায় নির্বাসনেই পাঠাও।
২| ১২ ই জুন, ২০১৫ দুপুর ১:২৬
আকাশ অতল বলেছেন: কে এ এম শফিউল আলম প্রিন্স ভাইয়া, অকৃত্রিম ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪৩
কে এ এম শফিউল আলম প্রিন্স বলেছেন: দারুন উপস্থাপন ।