![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর পাথর হৃদয় পারবেনা আর তোমাকে ছিনিয়ে নিতে,
বদলাবেনা আর তুমি না আমি ,দিনে দিনে নিজেরই অজান্তে।
আগুনের জ্বালা বুকে নিয়ে আগুনজ্বলা মধ্যদূপূরে যাবো ফিরে-
আমার চাদের শহরে।
ঝরে গিয়েছিলো যে তারাগুলো আসবে আবার ফিরে,
গ্রেপ্তার হবে তুমি আমার এই জোসনাবিলাসে।
গোলাপ চাপা মাধবি সুরভি ছড়াবে বাতাসে,
দেখা হবে তোমার সাথে বন্ধু আমার চাদের শহরে।
হৃদয় চুরির দায়ে গ্রেপ্তার হবে তুমি, শর্তহীন আকাশ দাড়িয়ে মাথায়।
তোমার আশায় তারা গুনে গুনে প্রহর কাটায় যে ছেলেটি,
তুমি পড়বেই তার ছায়াকবিতা ব্যস্ত জীবনের ভীড়ে।
কোন একদিন প্রথম মরনের আগে নয়তো একশো জীবনের পরে,
নীল সাগরের জল ছুঁয়ে, জোসনার আলো মেখে পড়ন্ত দুপুরে
-
তোমাকে আসতেই হবে, তুমি আসবে ফিরে!
কেটে যাওয়া ঘুড়ি হয়ে যেতে যেতে ঊড়ে,
তোমার আমার দেখা হবে চাদের শহরে!
©somewhere in net ltd.