নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে হলে স্বপ্ন দেখার সাহস চাই..

আমি অতি সাধারন

আকাশ অতল

অন্যরকম

আকাশ অতল › বিস্তারিত পোস্টঃ

পত্রকাব্যঃ বুকের জমিনে বৃষ্টিপাত

১৫ ই জুন, ২০১৫ রাত ৩:২০



স্পর্শী,
মাঝরাত। একা একা জেগে থাকা। রাত করে বাড়ী ফেরা।
ছন্নছাড়া বড্ড এলোমেলো এক মানুষ আমি। আমারও এক
স্বপ্নের জাহাজ ছিল, জাহাজি ছিলাম আমি, স্বপ্নের
সোনারোদে ভরাট ছিল সকাল। হঠাত কিছু বুঝে ঊঠার
আগেই ডুবল সে জাহাজ। হতবাক আমি, মানিয়ে নেওয়ার
শুধু চেষ্টা ই করলাম।
যখন আমি স্বপ্নহীন অমাবস্যার মত আধার পুষি বুকে।
তখনি ভাবনার উঠোনে এসে দাড়ালি, হৃদয়ের দরজায়
টোকা দিলি।পিছুটান হীন আমি পিছুডাক শুনতে পেলাম।
আমার মনমরুতে তুই নীল মেঘ হয়ে এলি।
আমি অগণিতবার দ্বিধান্বিত ভাবলাম, স্বপ্নের
চিতা জ্বলে উঠার আগেই নিভিয়ে দিই। কিন্তু তোর
কাছে আসতেই তুই জ্বলন্ত অনল হয়ে গেলি।
বৃত্তবন্দি অনলে আটকে গেলাম আমি সন্ধিহীন
সমঝোতায়।
তোর মাঝে মিশে গেলাম জলের মত, ঘোলে গেলাম রঙের
মত। তোর কাছেই হারিয়ে ফেললাম নিজেকে!
তোর মাঝে আমি মিশে গেছি আকাশের মত, নীলের মত-
সাগরের সাথে ঢেউ এর মত।
তোর ডাগরআঁখির অবাধ্য চাহনি, বুকের জমিনে অবাধ
বিচরণ আমায় পাগল করে দেয়। আমার ফিরে আসার
হাজার চেষ্টা তোর অলক্ষ্য আহবান আর
আবেদনে বুমেরাং হয়ে যায় বারবার। কি এক দূর্বার
আকর্ষণ আটকে দেয় আমায়, আমি ছুটতে পারিনা।
নির্জন স্বপ্নের সঙ্গী, স্পর্শী তোকে খুব মনে পড়ে।
রাত বাড়ে চোখ দুটো জেগে উঠে, বুকের ভিতর বেদনার
সুর করুণ থেকে আরো করুন হয়, অথৈ সাগরের উথালপাতাল
ঢেউ এর মত অশান্ত লাগে মন।
তোকে নিয়ে ভাবতে ভালো লাগে। আমি ভেসে যাই
কুয়াশার মত, মেঘ হয়ে যাই, খুজে ফিরি তোর মনের
ঠিকানা। আর জানতে ইচ্ছে হয়- আমায় নিয়ে তোর
ভাবনাগুলো, দেখতে ইচ্ছে হয় কোন সীমান্ত
ছুয়েছে তোর হৃদয়ের ভূমি।
আমি তোকে ভেবে - আকাশের তারা দেখি, শুন্যে হাত
ছুড়ি, একা একা কথা বলি, একলাই হাসি, ঝড় হয়ে যাই,
বাতাসে বাতাসে ছূটে চলি দিগবেদিক। আচ্ছা, তোর ও
কি এমনিতর হয়!
(চলবে)

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৫ সকাল ৯:০০

সুমন কর বলেছেন: আরো চলবে........?


ভালো লাগল।

২| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১০:৩৮

আকাশ অতল বলেছেন: জ্বী, আরো কিছুদূর চলবে।
ধন্যবাদ দাদা আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। নিরন্তর ভালোবাসা রইল। @ সুমন কর।

৩| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১০:৫৩

কলমের কালি শেষ বলেছেন: চমতকার কবিতা । ভাল লেগেছে ।

৪| ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১২:০৫

আকাশ অতল বলেছেন: নিরন্তর শুভকামনা ও ধন্যবাদ দাদা,, আপনার প্রেরনাদায়ী মন্তব্যের জন্য।
@ কলমের কালি শেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.