![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেব্রুয়ারির একুশ তারিখ সবার চেনাজানা,
তাই-তো সব বাঙালিরা করে আনাগোনা।
অমর একুশে নবীন বেশে
সাজিয়া রঙ্গিন ফুলে ফুলে,
সকলে জোটে সুখের হরষে।
একুশ তোমার, একুশ আমার,
একুশ কি কেবল বাংলার?
না'রে ভাই না, একুশ শুধু বাংলার না।
তোমার একুশ, আমার একুশ,
একুশ আজকে সারা বিশ্বের।
তাই-তো একুশ চির অমর
জানে সবাই এটাই খবর।
প্রত্যুষে প্রভাত ফেরি
সকল বাঁধা-বিঘ্ন হেরি,
কেবা আপন কেবা অচিন
দেশের নবীন দেশের প্রাচীন,
সবাই পরম শ্রদ্ধা ভরে শহীদ মিনারে।
আপন কন্ঠস্বরে অনুনাদিত সমীরণে,
মুখরিত "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো" গানে,
সবাই ছোটে প্রভাত ফেরির পানে।
সেদিনের কথা,আছে প্রাণে গাঁথা,
মর্মে মর্মে ওঠে সবার অন্তরে ব্যথা।
বিন্দু বিন্দু রক্তকনা বয়ে ছোট নদী,
পয়সা নয়, কড়ি নয়, প্রাণের প্রদীপ বাতি।
শহীদ হল রফিক জব্বার বরকত,
সালাম সফিউর আরো কত কুদরত!
*** "অন্তকীর্তি " কাব্যগ্রন্থের অন্তর্গত।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২
সুবল চন্দ্র বর্মন বলেছেন: পৃথিবীর কোনো ভাষার জন্যই এত মানুষ প্রাণ দেয়নি,
যার গর্ব আমাদের এ বাংলা ভাষা অর্জন করছে।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪১
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
ভালো লাগলো +++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪
সুবল চন্দ্র বর্মন বলেছেন: ধন্যবাদ। স্বাগত ও শুভচ্ছা রইল।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৬
ঘটনা সত্য সাক্ষী দুর্বল বলেছেন: ভাল লাগলো বস। লিখে যান।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫
সুবল চন্দ্র বর্মন বলেছেন: অনুপ্রাণিত হলা। ধন্যবাদ।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একুশ' মাতৃভাষার গর্বিত করে তুলে।
ভালোবাসা রেখে গেলাম কবিতায়।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯
সুবল চন্দ্র বর্মন বলেছেন: শুভেচ্ছা ও অভিবাদন জানাই। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২
ধ্রুবক আলো বলেছেন: একুশ সারা বিশ্বের
একুশ আমার গর্ব