![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫ মে/ ১১ জৈষ্ঠ ১৩০৬ সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জম্নগ্রহন করেন।পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতা জাহেদা খাতুন। তিনি ময়মংসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। জীবিকার তাগিদে কবি-দলে, রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেন। পরে পত্রিকা সম্পাদনা, গান লেখা ও সুরারোপ এবং সাহিত্য সাধনায় আত্ননিয়োগ করেন। তিনি কাব্যগ্রন্থ হিসেবে বিষের বাশিঁ, অগ্নিবীণা, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফনিমনসা, জিঞ্জীর, সন্ধ্যা, প্রলয় শিখা, দোলন চাপাঁ, ছায়ানট, সিন্ধু হিন্দোল, চক্রবাক রচনা করেন।
উপন্যাস হিসেবে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা ও কুহেলিকা লেখেন।
গল্প হিসেবে বাথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগোখরা, জিনের বাদশা ইত্যাদি রচনা করেন।
নাটক হিসেবে ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ও মধুমালা লেখেন।
প্রবন্ধ হিসেবে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দীর জবানবন্দী ও ধুমকেতু রচনা করেন।
কাজী নজরুল ইসলাম ভারতীয় সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি গ্রহণ এবং বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত হন। তিনি ১৯৭৬ সালের ২৯ আগস্ট মারা যান। কবির বালক বয়সের নাম দুখু মিয়া। তাঁর স্ত্রীর নাম আশালতা সেনগুপ্ত, ডাকনাম দুলি, বিয়ের পরে নাম হয় প্রমীলা।
কবি সম্পর্কে আরো কিছু তথ্য
১। কবি ১৯১৭ সালে ১ম বিশ্বযুদ্ধে ৪৯নং বাঙ্গালি পল্টনে যোগদান করেন।
২। তাঁর ১ম প্রকাশিত কবিতা মুক্তি(শ্রাবণ, ১৩২৬)
৩। তাঁর ১ম প্রকাশিত কাব্যগ্রন্থ-অগ্নিবীণা(সেপ্টেম্বর, ১৯২২)
৪। তাঁর ১ম প্রকাশিত উপন্যাস-বাঁধনহারা(১৯২৭)
৫। তাঁর ১ম প্রকাশিত নাটক-ঝিলিমিলি
৬। নজরুল খ্যাতির শীর্ষে ওঠেন বিদ্রোহী কবিতার জন্য।
৭। বিদ্রোহী কবিতা অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত।
৮। কবি অগ্নিবীণা কাব্যটি বিপ্লবী বারিন্দ্রকুমার ঘোষকে উতসর্গ করেন।
৯। কবি ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা রচনা করে কারাবরন করেন।
১০। কবি সঞ্চিতা কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উতসর্গ করেন।
১১। রবীন্দ্রনাথ ঠাকুর ‘বসন্ত নাটক’ কাজীকে উতসর্গ করেন।
১২। কবি ৪৩ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন।
১৩। কবিকে স্থায়ীভাবে ঢাকা আনা হয় ১৯৭২ সালের ১৪ই মে।
১৪। কবি ১৯৭৪ সালের ৯ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট উপাধি পান।
১৫। কবিকে নাগরিকত্ব প্রদান করা হয় ১৯৭৬ সালে।
১৬। বিদ্রোহী কবিতাটি বিজলী পত্রিকায় প্রকাশিত হয়।
১৭। কবিকে বাংলা ভাষায় রচিত গানের সম্রাট বলা হয়।
১৮। কবি পরিচালিত চলচ্চিত্রের নাম ‘ধূপছায়া’।
১৯। কবি রুবাইয়াত-ই-উমর খৈয়াম, রুবাইয়াত-ই-হাফিজ, কাব্যে আমপারা অনুবাদ করেন।
২০। কবি ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ, গণবাণী পত্রিকা সম্পাদন করেন।
©somewhere in net ltd.