নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

সাখাওয়াত জুলফিকার

সাখাওয়াত জুলফিকার › বিস্তারিত পোস্টঃ

চে গুয়েভারা এবং বিচিহীন আবাল সমাজ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২০


“এর্নেস্তো গেভারা দে লা সের্না” যিনি বিশ্বব্যাপি “চে গুয়েভারা” নামে পরিচিত। ১৯২৮ সালের ১৪জুন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের উত্তর পূর্বে রোসারিও নামক স্থানে জন্ম নেয়া এই বিল্পবী তরুণ বয়সে ডাক্তারি পড়ার সময় সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণ করে এই সব অঞ্চলের সর্বব্যাপী দারিদ্র্য, একচেটিয়া পুঁজিবাদ, নব্য ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের নগ্ন থাবা দেখে ব্যথিত হন। তারপর একসময় যোগ দেন বিপ্লবীদের দলে।

চে গুয়েভারা কখনও নিজেকে একটি দেশ বা সীমানার ভেতরে বেঁধে রাখেননি। তার জন্মস্থান আর্জেন্টিনা অথচ তিনি শোষণ ও নিপিড়নের বিরুদ্ধে বিপ্লবের জন্য গুয়েতমালা, কিউবা, কঙ্গো, বলিভিয়াসহ পৃথিবীর অনেক দেশ ঘুরে বেড়িয়েছেন, সেখানে যুদ্ধ করেছেন। বিপ্লবের কারনে তাকে সিআইএ এর হাতে বলিভিয়ার জঙ্গলে প্রাণ দিতে হয়েছে।

আমাদের দেশের কিছু আবালকে দেখা যায় চে গুয়েভারার ছবি সংবলিত টি-শার্ট ও টুপি পড়ে ঘুরে বেড়াতে, নিজেদেরকে প্রগতিশীল, মুক্তচিন্তার ধারকবাহক, বিপ্লবের কান্ডারি, সাম্যবাদি এসব বলে জাহির করতে। আবার সেসব আবাল কীড়নকরাই যখন আমাদের একদম পাশের দেশ আরাকানের রোহিঙ্গাদের উপর বর্বর মগরা গণহত্যা চালায় তখন উল্টো সুরে কথা বলে। রোহিঙ্গাদের প্রতি বিদ্ধেষপূর্ণ মনোভাব থেকে এসব গণহত্যা দেখে চুপ করে থাকে। কেউ রোহিঙ্গাদের সাহায্য করতে চাইলে তাদের কটাক্ষ করে। নিজ দেশের কথা বলে মায়া কান্না করে!

হায়রে! কোথায় চে গুয়েভারা আর কোথায় বিচিহীন আবাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.