নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

সাখাওয়াত জুলফিকার

সাখাওয়াত জুলফিকার › বিস্তারিত পোস্টঃ

সরকারি চাকরিজীবি হলেই কি সব মাফ?

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

গতকাল সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে একটু হাঁটতে গেলাম। কিছুদুর যাওয়ার পর দেখি একজন মোটর সাইকেল আরোহী স্বস্ত্রীক মোটর সাইকেল চালিয়ে রাস্তার ডান পাশ দিয়ে আমার বিপরীত দিক থেকে আসছেন। কনস্টেবল দেখা মাত্রই তাকে আটকালো। তখন মোটর সাইকেল আরোহী জবাব দিলেন, ভাই আমি একজন সরকারি চাকরিজীবি! যেখানে সে রঙ সাইডে গাড়ী চালানোর কারনে লজ্জিত বা ক্ষমা চাওয়ার কথা, সেখানে সে তা না করে উল্টো নিজের ক্ষমতা জাহির করার জন্য বলছে, সে সরকারি চাকরিজীবি! কিন্তু পুলিশ তাকে আটকালো এবং তার স্ত্রীকে একপাশে দাঁড়াতে বলে তার কাগজপত্র চেক এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো।

সুযোগ বুঝে আমিও তাদের শুনিয়ে বললাম, সরকারি চাকরি করলে কি আকাম-কুকাম সব মাফ হয়ে যায়? আমার কথা শুনে সাদা পোশাকের এক পুলিশ সদস্য হেসে উঠলেন। মোটর সাইকেল আরোহী কাকে যেন ফোন করলেন, তারপর নিজের পরিচয় দিলেন। কিন্তু পুলিশ কনস্টেবল সেদিকে মনোযোগ না দিয়ে নিজের কাজ করে যেতে লাগলেন। পরে কি হয়েছে তা আর জানিনা, তবে সরকারি চাকরিজীবি দৈত্যটি সহজে যে ছাড়া পাননি তা অনুমেয়।

কয়েক বছর আগে আমি শহর (চট্টগাম) থেকে বাসে চড়ে বাড়ি যাচ্ছি। আলাপে জানা গেলো আমার পাশের ভদ্রলোক চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি করেন। একটু পর পাশে একলোক দাঁড়ালো যে কাঁচা তরকারির ব্যবসা করে। ঐ ব্যক্তির প্রতি সিটি কর্পোরেশনের কর্মচারি লোকটি খুব আগ্রহ দেখালো এবং তরকারি ব্যবসার খোঁজ খবর নেয়ার এক ফাঁকে বলল আমরা এদেরকে লাইসেন্স দেই শহরে। তাঁর কথাটি শুনে মনে হল সে যেন লাইসেন্সের বাক্স নিয়ে বসে আছে। অথচ সে সিটি কর্পোরেশনের ৪র্থ শ্রেণীর কর্মচারি এবং তার দায়িত্ব সিটি কর্রোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে!

আজকাল দেখা যায়, সরকারি অফিসের সামান্য পিয়ন বা ঝাড়ুদারও বাহিরে এসে সাধারণ মানুষের কাছে নিজের অনেক ক্ষমতা জাহির করে। এসব এইট পাস, নাইন পাস ঝাড়ুদার পিয়নরা অনেক সময় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী নেয়া তরুনদেরকে পর্যন্ত চাকরি দিতে পারবে বলে নিজের ক্ষমতা জাহির করে!
আমি কোন কাজ, পদবী বা প্রতিষ্ঠানকে ছোট করে দেখিনা বা দেখছিনা। কিন্তু সরকারি চাকরি করে বিধায় এরা যেভাবে নিজেদেরকে অতি ক্ষমতাবান দানব মনে করে, কোন আইন কানুনের তোয়াক্কা করতে চায়না। কোন কিছু হলেই পরিচয় দেয় সে সরকারি চাকরিজীবি! কিন্তু কেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.