নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিভাজনে বিভাজিত সমূদ্র সৈকতের বালুতে লুকানো আমি এক টুকরো মানবী

শাহিদা খানম তানিয়া

একজন ক্ষুদ্র কবি ও লেখিকা

শাহিদা খানম তানিয়া › বিস্তারিত পোস্টঃ

মাতৃভাষা আমার বাংলা

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫



অত শত ভনিতা জানিনে বাপু তোমাকে ভালোবাসি
বলে ফেললাম নিজের ভাষায় কত অবলীলায়।
প্রতিদিন বিশুদ্ধ বাতাসে ছড়িয়ে দিলাম
লাল নীল, উহ না, রং ধণুর সাতটি রঙের আদর।
হাত বাড়িয়ে চাইলাম সত্য প্রতিশ্রুতি সমৃদ্ধ বিবেক আর
প্রশস্ততর বুকে চোখ বন্ধ করে মাথা রাখার আশ্বাস।
দেখ, কত সমৃদ্ধ মাতৃভাষা আমার বাংলা
এই ভাষা সাহিত্য রসে রচিত
কাব্য উপন্যাস নাটক সিনেমা কত শত।
মনুষ্য দায়িত্ব বোধ প্রকাশিত হয় কাঁধে কাঁধ রেখে
সম্মিলিত শক্তিতে রূপান্তরিত করে
তুমি তোমাদের থেকে একক আমিতে।
সততার দাবী কোষ থেকে কোষে চলাচল করে দেহে
পূর্ন করে ছুটে চলা বাংলা ভাষায় প্রতিটি কোনে।
লুকায়িত না বলা ভাষাও থাকে সব বলা শেষ হলে
ভালোবাসি তারে আদরে আদরে।
জীবন সঞ্চারী ভাষা আন্দোলিত চারপাশে
শ্রবনে নয় শুনি তারে মন ও মননে।

তানিয়া
২১ ফেব্রুয়ারি,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২০।

উৎসর্গ: সকল ভাষা শহীদ ও নিপীড়িত জনতাকে।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


ভালো অনুধাবন

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে♥️

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

শাহিদা খানম তানিয়া বলেছেন: এই যে আপনি ব্লগ ডে অনুষ্ঠানে আসেন নাই কেন। কথা কি ছিল?

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


শাহিদা খানম তানিয়া বলেছেন, " এই যে আপনি ব্লগ ডে অনুষ্ঠানে আসেন নাই কেন। কথা কি ছিল? "

-স্যরি, আমি দুরে ছিলাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৮

শাহিদা খানম তানিয়া বলেছেন: এত দূরে থাকলে কেমন করে হবে। চলে আসবেন কোনো এক ব্লগ আড্ডায়। পরিচিত হলে ভাল লাগবে। ❤️

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪১

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই❤️

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩২

ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন বলেছেন: অনেক সুন্দর।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫২

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ :)

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫১

নিভৃতা বলেছেন: সুন্দর কবিতা। এক রাশ ভালো লাগা।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ :)

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৬

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দশৈলি, পাঠে মুগ্ধতা রেখে গেলাম।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫২

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ :)

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: ভীষন ভালো লাগলো।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ :)

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৬

রুমী ইয়াসমীন বলেছেন: কবিতা অনেক ভালো লেগেছে আপু... শুভকামনা রইলো

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৭

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে আপু ❤️

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ জানাই।
ভালো থাকুন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪২

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ :)

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪০

এস সুলতানা বলেছেন: সুন্দর।+

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪২

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার অনুধাবন।
আপু প্লীজ শব্দগুলো যদি একটু দেখেন, রংধণু/রংধনু,পূর্ন/পূর্ণ ও শ্রবন/শ্রবণ ।

পোস্টে লাইক।

শুভেচ্ছা নিয়েন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে :)
এখনই ঠিক করে দিচ্ছি। বিশেষ ধন্যবাদ রইল এর জন্য।

তোমাকেও শুভেচ্ছা ।

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৩

হাবিব বলেছেন: বড্ড ব্যস্ত লেখিকা........ আরেকটু যত্ন নিতে পারতেন। কবিতাটির মূল ভাব এক কিন্তু দুই ভাগে বিভক্ত। এক ভাগে নিজের ভাষায় মনের ভাব প্রকাশের প্রশান্তির কথা আরেক ভাগে বাংলাভাষার সমৃদ্ধির স্তুতি গাঁথা। সেক্ষেত্রে আলাদা করা যেত দুই প্যারায়। কিছু বানানের দিকে যত্ন নেয়া যেত। কবিতাকে ভালোবাসি বলেই এত কথা বললাম। অবশেষে বলতে চাই, " ভালোবাসি তারে আদরে আদরে"।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৭

শাহিদা খানম তানিয়া বলেছেন: ঠিক বলেছো। ব্যস্ত লেখিকা।
আচ্ছা যত্ন নিলে কি জানা হতে এত মনোযোগ দিয়ে ছেলেটা পড়েছিল কিনা?
এই বিশেষ গুণের জন্যই আমরা ব্লগার।
আহা কবিকেও একটু কেউ ভালোবাসতে পারতো কবিতার সাথে। হা হা হা।

অনেক ধন্যবাদ :)

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২১

হাবিব বলেছেন:
আহা কবিকেও একটু কেউ ভালোবাসতে পারতো কবিতার সাথে।
---- "সব কথা বলেনা হৃদয়..... কিছু কথা বুঝে নিতে হয়"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.