| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তাক্ত সাগর
খাই দাই ঘুমাই .....।
ভয় পা আমায়,
দূ:খ বাধা আমার দুটি হাতে
ভয় পা আমায়,
কষ্টের শেকল গাথা আমার দুটি পায়ে
ভয় পা আমায়,
দারিদ্রের বোঝা আমার কাধে
ভয় পা আমায়,
রাজনীতির চাবুক আমার পিঠে
ভয় পা আমায়,
জংগীর বন্দুক আমার বুকে
ভয় পা আমায়,
তিনবেলা না খাওয়ার ক্ষুধা আমার পেটে
ভয় পা আমায়,
যদি রক্ত উঠে মাথায়,ফেলবো সব শেকল ছিড়ে,
পিশে মারব তোদের পিশাচ,রক্তচোষারা
ভয় পা আমায়,
যদি চিনিস আমাকে,
আমি বাংলার সংগ্রামী জনতা।
২|
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা ভয়ে নয় বিজয়ে
১লা বৈশাখ উদযাপন সুদ্ধ হৃদয়ে ।
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫
রক্তাক্ত সাগর বলেছেন: অবশ্যই, কিন্তু কবিতাটি লিখার সময় পহেলা বৈশাখের কথা মাথায় ছিলনা ![]()
৩|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭
রক্তাক্ত সাগর বলেছেন: আমার একটা (মারাত্মক) ভুল হয়েছিল, সংশোধন করেছি। দূ:খিত
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: কাকে ভয় পাব বালকে?