নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

নৈবেত্তিক কৌশল

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৭

ফোনালাপে তোমার সাথে কখনোই
কথোপকথন ফুরায় না আমার।
যদিও ফুরিয়ে যায়,
জিজ্ঞেস করি “ কি রঙের জামা পড়ে আছো ?”
ইতস্তত কণ্ঠে উল্টো প্রশ্ন করো তুমি “কী লাভ শুনে ?”
উত্তরে বলি “স্বপ্নগুলো সাদা কালো হয়ে থাকে, সেখানে তোমার রঙ ঢেলে দিবো।”
পুনরায় জিজ্ঞেস করি “চুল বেধে আছো,..... নাকি খোলা ?”
আবারো ইতস্তত হও।
আবারো উত্তরে বলি “দক্ষিণা জানালাটা খুলে দিবো কি না ভাবছি তাই। “

এমনি করেই প্রশ্ন আর উত্তরে
ফোনের ওপার থেকে এক এক করে তুলে আনি তোমার সম্পূর্ণ অস্তিত্ব ।
কী আশ্চর্য ! তুমি একটুও ইতস্তত হওনা তখন !
যেহেতু যখন জড়িয়ে ধরি
কোন অর্থবহ প্রশ্ন অথবা উত্তর প্রয়োজন হয়না আমাদের ।
সহস্র জলপাই রঙের শব্দ ভিড় জমায় হৃদপিণ্ডে।
পোষা পায়রার মতো, একে অন্যের পাঁজরে ঘুমিয়ে পড়ি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.