নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার প্রয়াস তাই জানতে চাই

আমি জানতে চাই অনেক কিছু।যা আমি আগে জানি নি আমার ব্লগার ভাইদের কাছে আমি কৃজ্জন কারন ওনাদের কাছ থেকেই জানতে পারছি।

এস এম ইলিয়াস

জানার প্রয়াস তাই জানতে চাই

এস এম ইলিয়াস › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ান চ্যানেল

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩১

ইদানীং লক্ষ করা যাচ্ছে ইন্ডিয়ান চ্যানেল গুলা আমাদের দেশের মহিলা, ছোট মেয়েদের মধ্যে এক্টা চাঞ্চল্যকর প্রভাব ফেলছে।যে হারে এই চ্যানেল গুলা দেখা হচ্ছে তাতে আমাদের দেশের চ্যানেল গুলা হুমকির মধ্য আছে,আর দেশের সান্সকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।এই চ্যানেল গুলার জন্য ইন্ডিয়া অনেক টাকা লাভ করে তাদের দেশে নিয়ে যাচ্ছে।এই চ্যানেল গুলা দেখে মেয়েদের মনে অন্যরম এক্টা আচরণ লক্ষ করা যাছে।সবচেয়ে বেশি আমার দেখা মতে এই চ্যানেল গুলা বেশি দেখা হয়।

যেমনঃ(১)স্টার জলসা (২)জলসা মুভিস(৩)জি বাংলা(৪) সনি আহাট
এই গুলা দেখে যেমন আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তার সাথে আমাদের দেহের মহিলাদের আচার আচরণ, পোশাক এই গুলার এই গুলার পরিবর্তন হচ্ছে।ইন্ডিয়া আমাদের চির শত্রু। অরা আমাদের দেশকে কোটি কোটি টাকা লোকসান এর মধ্যে ফেলেছে।যেমন,ইয়ারটেল কোম্পানি আমাদের দেশের কর ফাকি দিয়ে দেশে ব্যাবসা করে তাদের দেশে নিয়ে যাচ্ছে।এই বিষয়ে সরকারের কোন মাথা ব্যাথা নাই।কয়েকদিন আগে সরকার চ্যানেল গুলার ব্যাপারে বন্ধের ব্যাপারে কথা তুলেছিল কিন্তু কই এখন এই সব।সরকারের উচিত এই গুলা আমাদের দেশ থেকে বন্দ করা।

আসুন আমরা সবাই মিলে ইন্ডিয়ান জিনিস বয়কট করি দেশকে সাবলম্বি করে তোলি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.