নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
হায়! হায়! হায়! শোর পড়ে যায়,
ইমাম হুসাইন শহীদ হলেন কারবালায়।
ঝাঁকে ঝাঁকে আসলো তীর
ঝাঝরা ঈমামের শরীর
এক তীর বিঁধে ছাতিতে
ঈমাম লুটান মাটিতে।
পড়ে গিয়ে সিজদাতে
দু’হাত তোলেন আকাশে আর বলেন,
“দ্বীনের হেফাজত মাওলা তোর হাতে,
নানাজানের উম্মতে, রাখলাম তোর আমানতে”।।
এমন সময় আসে পাষন্ড সীমার -
হাতে উদ্ধত তরবারি, ক্ষুরধার
চেপে বসলো ঈমামের ছাতিতে,
শত চেষ্টায়ও পারলো না শির কাটতে
ঈমাম বলেন, “ওরে পামর!
আল্লাহর ওয়াস্তে জলদি কর”,
পারবি না এ শির কাটতে,
এ যে সিক্ত, নানাজানের চুমুতে,
জলদি আমারে উলটা কর,
তোর কাজ সমাধা কর”।।
তারপর সীমার ঈমামেরে
শোয়ালো উলটা করে
হানলো সে কৃপাণ,
হায়! ঈমামের পাক দেহ হল দু’খান,
ফিনকি দিয়ে রক্ত ছুটে আসমান পানে
নিঃসাড় দেহ লুটায় কারবালার জমীনে
শির নিয়ে হতভাগা দিল পাড়ি,
হায়! ঈমামের দেহ খায় গড়াগড়ি।।
আকাশে বাতাসে শোর পড়ে যায়,
হায় হোসাঈন! হায় হোসাঈন!!
নানাজানের উম্মতের তরে, দিলেন জান কুরবান!!
হায় হোসাঈন! হায় হোসাঈন!!
ইয়াজিদি আঁধারে উড়ালেন সত্যের জয় নিশান
ইসলাম তরে ঈমামের এ মহান কুরবানী,
ভুলবেনা কভূ নবীজীর উম্মত, বিশ্ববাসী নাও জানি।।
চিরদিন ভবে মশহুর রবে, হোসাঈনী শাহাদাৎ
ইসলামে ঘিরে যবে, ইয়াজিদি জুলমাত
সেইক্ষণে জরুরত, হোসাঈনী শাহাদাৎ।।
©somewhere in net ltd.