নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
বনু উমাইয়া আর বনু হাশিম নামে মক্কার এই দুই গোত্রের দন্ধ-কলহ ও প্রতিহিংসার নির্মম বলি হলেন ইমাম হোসাইন রাদিআল্লাহু তায়ালা আনহু ও তাঁর সঙ্গী ৭২ জনের ক্ষুদ্র কাফেলা।যার অধিকাংশই ছিলেন নিরস্ত্র নারী ও শিশু। কিন্তু তাঁদের প্রতি সামান্যতম নমনীয়তা ও মানবতাবোধ দেখায়নি ইয়াজিদের বাহিনী। সামান্য কিছু অর্থ আর ক্ষমতা-প্রতিপত্তি লাভের প্রতিশ্রুতির কাছে পরাজিত হল মানবতা বোধ, আর বিবেকবুদ্ধি। অথচ তারাও ছিল টুপি-আলখেল্লাধারী মুসলমান।কারবালার মাঠ হয়ে গেল সারা দুনিয়ার কু্খ্যাত হত্যাকান্ডের জলন্ত সাক্ষী। আর ইয়াজিদ হয়ে উঠলো জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বের সব সুস্থ্য ও বিবেকবান মানুষের চিরদিনের প্রচন্ড ঘৃ্নার পাত্র।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪
আবু মুহাম্মদ বলেছেন: কারবালার সঠিক ইতিহাস আমরা অনেকেই জানি না, এটা নিয়ে লিখতে পারেন।