নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

এখন সময় হয়েছে আমাদের শিক্ষা নেয়ার; সংশ্লিষ্ট যারা আছেন তাদের ভাববার।

১০ ই মে, ২০২২ দুপুর ১২:২২




পারিবারিক একনায়কত্বের প্রতিষ্ঠা ও বিরোধী পক্ষকে সমূলে উৎপাটন করতে গিয়ে আজ দোর্দন্ড প্রতাপশালী রাজপাকসে পরিবারই সমূলে উৎপাটন হওয়া পথে এখন শুধু সময়ের অপেক্ষা।

দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলংকা ছিল সবচেয়ে সম্ভাবনাময় একটি উঠতি রাষ্ট্র যেখানে শিক্ষিত নাগরিক ছিল ৯৫% এটা স্বাক্ষরতার হার না প্রকৃত শিক্ষিত একটি জাতি। যাদের দারিদ্র বিমোচনের সাফল্য, গড় আয়ূসহ অন্যান্য সকল সূচক ছিল ঈর্ষনীয় এবং অনুকরনীয়।

কিন্তু একটি পরিবারের অসম্ভব লোভ, পরিবারতন্ত্র কায়েম সর্বোপরি বিরোধী পক্ষ্যকে সমূলে নির্মূল করতে গিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে কর কমানো, বিদেশের সহায়তায় বড় বড় অবকাঠামোগত উন্নয়ন দেখাতে গিয়ে সুন্দর সম্ভাবনাময় একটি দেশ আজ অতল গহবরের শেষ কিনারায় পৌঁছে গিয়েছে যার ফলশ্রুতিতে আজ সেখানে কাগজের অভাবে পরীক্ষা বন্ধ, জ্বালানীর অভাবে শিল্প কল-কারখানা বন্ধ, বৈদেশিক মূদ্রার অভাবে বাণিজ্য বন্ধ, চিকিৎসা বন্ধ, উৎপাদন বন্ধ, আমজনতার খাওয়া বন্ধ। এসবই হয়েছে একটি পরিবারের আগ্রাসী মনোভাব ও ক্ষমতাকে কুক্ষিগত করার ফলে। যার দায় বহন করতে হচ্ছে সাধারণ জনগনকে, এমন হতে পারে এর দায় দশক ব্যাপী বহন করে চলতে হবে কিংবা আরো বেশি।

এখন সময় হয়েছে আমাদের শিক্ষা নেয়ার। সংশ্লিষ্ট যারা আছেন তাদের ভাববার যাতে আমাদের সুন্দর সোনার বাংলাদেশ কারো অদূরদর্শীতার কারণে সাফল্যে মসৃণপথ থেকে বন্ধুর কোন পথে চলে না যায়।

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২২ দুপুর ১২:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: এই মশার কামরেও আমরা সতর্ক নয়

১০ ই মে, ২০২২ দুপুর ১২:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিগত সময়ে মশা নিধনের নামে অর্ধশত কোটি টাকা হাওয়া হয়ে গেছে কিন্তু মশা বহাল তবিয়তে রয়ে গিয়াছে যথাস্থানে। সংশ্লিষ্টরা কি ভাবছেন বোঝা মুশকিল।

২| ১০ ই মে, ২০২২ দুপুর ১:২৫

খাঁজা বাবা বলেছেন: শ্রীলংকা এক দিনে এই অবস্থায় আসে নি। কয়েক বছর ধরে ধীরে ধীরে এসেছে।
আমরাও সেই পথেই আছি, এখনি নিজেদের সামলাতে না পারলে আগামী ৩/৪ বছরে আমাদের ও একই অবস্থা হবে।
আমরা বিশাল বিশাল মেগা প্রযেক্ট নিচ্ছি। সেটা সমস্যা নয়।
সমস্যা হচ্ছে মেগা প্রকল্পের ব্যয় বাস্তব ব্যায়ের চেয়ে অনেক বেশি। যা পরবর্তীতে মানুষকে এসব প্রকল্পের সুফল থেকে বঞ্চিত করবে।
যেমনঃ
যদি এয়ারপোর্ট থেকে ফার্মগেট বাসে যেতে ভাড়া ১৫ টাকা হয়, মেট্রো রেলে ২৫/৩০টাকায় ও অনেক লোক উঠবে সময় বাচাতে।
কিন্তু অতিরিক্ত খরচ উথাতে যদি ভাড়া ৫০ টাকা রাখা হয় তখন মানুষ এই বাহনে আগ্রহ হাড়িয়ে ফেলবে।
এই প্রকল্পের সুবিধা মানুষ পাবে না।
সরকার ও তখন পরিকল্পনা অনুযায়ী খরচ উঠিয়ে আনতে পারবে না।
যখন অনেক গুলি প্রকল্পে এমন হবে, তখন সরকার বিপদে পড়ে যাবে।

১০ ই মে, ২০২২ দুপুর ১:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: রিটার্ণ যদি সঠিকভাবে না আসে তাহলে প্রকল্প মুখথুবড়ে পরবেই। আমাদের প্রকল্পগুলো ব্যয় বাস্তাবতার চেয়ে অনেক বেশি এবং এই টাকাগুলো বেগমপাড়ায় চলে যাচ্ছে।

৩| ১০ ই মে, ২০২২ দুপুর ১:৪১

জুল ভার্ন বলেছেন: প্রাইভেট এন্টারপ্রেইনার এবং রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে রাস্ট্রীয় অর্থভাণ্ডার পূর্ণ থাকলেও আমজনতার আর্থিক অবস্থা শ্রীলঙ্কার চাইতে আমাদের তেমন পার্থক্য নাই। সরকারের প্রতি আমজনতার ক্ষোভেরও কমতি নাই। সরকারের শক্তি বন্দুক এবং আমলা।

১০ ই মে, ২০২২ দুপুর ১:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমজনতার আয় বেড়েছে যা তার চেয়ে ব্যয় বেড়েছি কয়েকগুন বেশি এই যেমন গত কয়েক বছরে বিদ্যুতের দাম, গ্যাসের দাম ও জ্বালানীর দাম কয়েক দফায় বেড়েছে যার প্রভাব পড়েছে সবকিছুতেই যা জনগনের অসহায়াত্ব থেকেই বোঝা যায়। কিন্তু কিছু গোয়েবলস মন্ত্রী গলা ফেটে বলছেন জনগন ধনী হয়ে গেছে।

৪| ১০ ই মে, ২০২২ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: আমরা কি শ্রী লংকার পথে হাঁটছি?

১০ ই মে, ২০২২ দুপুর ১:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরাসরি সে কথা বলা মুশকিল কিন্তু গতিবিধি খুব একটা ভালো মনে হচ্ছেনা।

৫| ১০ ই মে, ২০২২ দুপুর ২:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: এই পথেই চলছে!

১০ ই মে, ২০২২ দুপুর ২:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পথ বদলাতে না পারলে ভবিষ্যতে খারাপ ছাড় ভালো কিছু নেই।

৬| ১০ ই মে, ২০২২ দুপুর ২:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: এই পথেই চলছে!

১০ ই মে, ২০২২ দুপুর ২:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকারি সম্পদ মেরে দিয়ে যেভাবে পাতি নেতারা কোটিপতি বনে যাচ্ছে তাতে সামনে অন্ধকার।

৭| ১০ ই মে, ২০২২ দুপুর ২:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অর্থপাচার ও অন্যায় ভাবে সরকারী অর্থ লুটপাট বন্ধ করতে পারলে দেশ সঠিক পথেই থাকবে।

১০ ই মে, ২০২২ দুপুর ২:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকারি সম্পদ মেরে দিয়ে যেভাবে পাতি নেতারা কোটিপতি বনে যাচ্ছে তাহলে কিভাবে সম্ভব?

৮| ১০ ই মে, ২০২২ দুপুর ২:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সরকারি সম্পদ মেরে দিয়ে যেভাবে পাতি নেতারা কোটিপতি বনে যাচ্ছে তাহলে কিভাবে সম্ভব?






রাস্ট্র প্রধানকে শক্ত হাতে হাল ধরতে হবে সবাইকে একচোখে দেখতে হবে।

১০ ই মে, ২০২২ বিকাল ৩:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জনগন সৎ না হলে একা প্রধানমন্ত্রীর পক্ষে কি সব করা সম্ভব?

৯| ১০ ই মে, ২০২২ বিকাল ৩:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
শুধু শ্রীলংকাই না,
চাকরি হা্রিয়েছে বাংপাকিদের প্রীয় নেতা ইমরান ও।

১০ ই মে, ২০২২ বিকাল ৪:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাকিস্তানের সংগে বাংলাদেশে তুলনা করাই মূর্খতা। আপনার কথার প্রতিক্রিয়া আমি সেই ভাবে দেখাবোনা তা হলো- বকা ঝকা করে পাকিস্তানের চৌদ্দগোষ্ঠি উদ্ধার করে নিজের দেশকে শতবার ধর্ষনের ক্ষেত্র তৈরি করা, যারা বেশি প্রতিক্রিয়া দেখায় এরাই দেশের সম্পদ বেশি নষ্ট করছে।

১০| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পরিবারতন্ত্র থেকে আমাদের সতর্ক থাকতে হবে।

আমরা সেই পথে নেই।

১১ ই মে, ২০২২ সকাল ১১:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রধান দুই দলই তো পরিবারতন্ত্র নিয়ে ব্যস্ত।

১১| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

তানভির জুমার বলেছেন: প্রতিদিন বাংলা বলেছেন: মোট ১৫ লক্ষ সরকারি কর্মীদের বেতন দ্বিগুণ করে তাদের রোষানল থেকে বেঁচে দেশ চালাচ্ছে ,এবার আবার বাড়াবে। দেশটা সরকারি কর্মচারীদের। জনতার সাথে কোনো ভারসাম্য নেই। অন্য বিষয় নাই বললা।

সহমত।

১১ ই মে, ২০২২ সকাল ১১:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যথার্থ বলেছেন।

১২| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: যাদের শিক্ষা নেয়া দরকার তার এইসব গায়েই মাখবেন না। তারা পাছা দিয়ে হিমালয় ঠেলে হলেও নিজের কথাতেই অটল থাকবেন চোখ-কান বন্ধ করে।

১১ ই মে, ২০২২ সকাল ১১:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওনারা চিরকালই হিমালয় ঠেলেছেন এখনো ঠেলবেন।

১৩| ১০ ই মে, ২০২২ রাত ৮:১৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বাংলা যদি চূর্ণ-বিচূর্ণও হয়ে যায় তবুও ক্ষমতা ছাড়বে না এতোটুকু নিশ্চিত করে বলা যায়।

১১ ই মে, ২০২২ সকাল ১১:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সমস্যা তো সেটাই।

১৪| ১০ ই মে, ২০২২ রাত ৮:৩৯

রবিন.হুড বলেছেন: জনগনের নীতির প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সঠিক পথে চলতে বাধ্য করতে হবে।

নষ্ট সমাজে কষ্ট করে বেঁচে আছি বেশ
সবাই মিলে ঐক্য বলে দূর্ণীতি করব শেষ
সোনার মানুষ গড়বে সোনার বাংলাদেশ।

১১ ই মে, ২০২২ সকাল ১১:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কবিতা সুন্দর হয়েছে।

১৫| ১০ ই মে, ২০২২ রাত ১০:৩৪

জ্যাকেল বলেছেন: বাংলাদেশে দ্রব্যমুল্যের দাম আরো বেশি হইত যদি বিএনপির বোকাচুদারা ক্ষমতায় থাকত। সত্যি কথা বলতে কি- শেইখ হাসিনার রাষ্ট্র পরিচালনার দক্ষতার কারণে বাংলাদেশের অবস্থা এত খারাপ হয় নি। তবে উনি নিজের গদি স্থায়িত্ব দিতে গিয়ে বেছে নিয়েছেন অন্ধকার রাস্তা। জনগণের ওপর উনার ভরসা নেই। আমাদের জনগণও যে কতটা ভাল সে জানা আছে।
যাইহোক, অন্তত লাখ কোটি টাকা পাচার বন্ধ করা দরকার উনার। তা নইলে এক ছেদ যদি পড়ে (রেমিটেন্স কিংবা গার্মেন্টস) একটির ওপর তাইলেই আসল কেচ্ছা বাহির হইয়া যাইবে। উহা আমি বড় ডরাই।

১১ ই মে, ২০২২ সকাল ১১:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম সত্য কথা; এই করোনায় যদি বিএনপি ক্ষমতায় থাকতো দেশের আরো বেহাল অবস্থা হইতো আরো মানুষ মারা যেত টিকা পাওয়া যেতনা। হাসিনা দক্ষ এটা একবাক্যে মানা যায় কিন্তু ঐযে একটা কথা সেটা হলো ক্ষমতা ধরে রাখতে যা করা দরকার তাই করবেন তাতে কে গোল্লায় গেলো সেটা বিষয় না।

১৬| ১১ ই মে, ২০২২ রাত ১২:১৪

সোনাগাজী বলেছেন:



আমরা তো শিক্ষা নিচ্ছি, বাকী আছে কাহারা?

১১ ই মে, ২০২২ সকাল ১১:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যারা বাকী আছে তাদের নজর কানাডার বেগম পাড়ায়।

১৭| ১১ ই মে, ২০২২ রাত ১:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সরাসরি সে কথা বলা মুশকিল কিন্তু গতিবিধি খুব একটা ভালো মনে হচ্ছেনা।

আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কোনো ভয় নেই।

১১ ই মে, ২০২২ সকাল ১১:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অন্যান্যদের চেয়ে পিএম হাসিনা দক্ষ।

১৮| ১১ ই মে, ২০২২ সকাল ১০:০২

বিটপি বলেছেন: বাংলাদেশে পিএমের পরিবার পুরোটাই বিদেশে থাকে - দেশ নিয়ে তাদের খুব একটা আগ্রহ নেই। তাই দেশের অবস্থা খারাপ হবে - সেই আশংকা আপাতত নেই।

আমি বাংলাদেশের কেউ না[link||view this link]

১১ ই মে, ২০২২ সকাল ১১:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লিঙ্কে কিছু পাওয়া যাচ্ছেনা।

১৯| ১১ ই মে, ২০২২ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

পাপের আগুনে না পুড়ে উপায় কি।

১১ ই মে, ২০২২ সকাল ১১:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আগুনে পোড়ার আগে বাঁচার চেষ্টা করাই বেশি ভালো।

২০| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:৩৭

বিটপি বলেছেন: Click This Link

১১ ই মে, ২০২২ দুপুর ১২:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এবারো লিঙ্কে কিছু পাওয়া যাচ্ছেনা।

২১| ১১ ই মে, ২০২২ দুপুর ২:৩৬

সেজুতি_শিপু বলেছেন: অনেকেই আশংকা করছেন- তার যৌক্তিক কারন একেবারেই নেই এমন বলা যাবে না। তবে, আমার মনে হ্য়- শ্রীলংকার সাথে আমাদের কিছু পার্থক্য আছে- আমাদের জনসংখ্যা বেশি-কর্মঠ মানুষ বেশি, ফরেন রেমিট্যান্স বেশি, উর্বর জমি বেশি, চারপাশে সমুদ্র নয়- প্রতিবেশী দেশ আছে, পর্যটক নির্ভরশীলতা কম, গার্মেন্টস ছাড়াও চামড়া, সিরামিক, ফার্মাসিউটিক্যাল, ইত্যাদি কয়েকটি সেক্টর বেশ উন্নতি করছে-এগুলির কিছু ইতিবাচক প্রভাব থাকবে। অবশ্য নেতিবাচক মাত্রা কতটা তা স্পষ্ট না হলে ইতিবাচক ব্যালান্স নির্ধারণ অসম্ভব।

১১ ই মে, ২০২২ দুপুর ২:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার চমৎকার বিশ্লেষণ ভালো লেগেছে; সুন্দর দেশটা যেন শ্রীলংকার মতো না হয় সেটাই কাম্য কারণ ঘরে আগুন লাগলে কেউই রেহায় পাবোনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.