নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ইউনূস-হিলারির বিরুদ্ধে নিষেধাজ্ঞা

২৯ শে জুন, ২০২২ সকাল ৯:৫৬


(ছবির সংগে লেখার কোন সম্পর্ক নেই)

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থ বরাদ্দ বন্ধের ষড়যন্ত্রের জন্য ড. ইউনূস, হিলারি ক্লিনটন ও টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারকে অভিযুক্ত করে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেন, কোনো অপরাধ ছাড়া কেন এ ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে? এরই মধ্যে কানাডার আদালতে প্রমাণ হয়েছে এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। ড. ইউনূস, হিলারি ক্লিনটন ও টনি ব্লেয়ারের স্ত্রীর ওপর বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হোক। যাতে ভবিষ্যতে বাংলাদেশে এসে নতুন করে কোনো ষড়যন্ত্র না করতে পারে।

দেশের বিরোধিতাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়েরের দাবি জানিয়ে তিনি বলেন বলেন, তাদের মধ্যে অন্যতম হলেন ড. ইউনূস, এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক জিয়া।

তার এ দাবীর যথার্থতা কতটুকু এবং বাস্তাবায়ন হওয়ার সম্ভাবনা কেমন? ইহা কি সরকারী নীতির প্রতিফলন?










সূত্র : এখানে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: ছবিটা খুব দারুণ হইছে, অনেকক্ষণ ধরে ছবিটির দিকে তাকিয়ে আছি আর ভাবছি; পা চাটলে বেশ মোটা ও নাদুস নুদুস হওয়া যায়।

২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চাটার দল সবসময়ই নাদুস নুদুস হয় চিকনা কেউ নেই। :D

২| ২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৪৯

জুল ভার্ন বলেছেন: গাঁয়ে মানেনা, আপনি মোড়ল!
এলিটিজম এক নাছোড় ব্যাধি। নিজেকে শিক্ষিত, বিশারদ, সবজান্তা ভাবা এবং অন্যদের হেয় করা এই ব্যাধির আবশ্যিক বৈশিষ্ট্য!

২৯ শে জুন, ২০২২ সকাল ১১:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি যা বলেছে তা একেবারেই যথার্থ; উনি এলিটিজমে ভুগছেন।

৩| ২৯ শে জুন, ২০২২ সকাল ১১:১৩

শাহ আজিজ বলেছেন: নিক্সন খুব বড় জায়গায় হাত দিয়া ফালাইছে , পস্তাইতে হইব ।




অনেক বাঁধা সত্ত্বেও সেতু দাড়িয়ে গেছে , এটাই আশার কথা , আমরা জিতেছি ।

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেতু প্রয়োজন ছিল, হয়েছে কিন্তু এসব ফালতু কথা বলার কোন মানে আছে?

৪| ২৯ শে জুন, ২০২২ সকাল ১১:৩২

রানার ব্লগ বলেছেন: সবার কথা ধরতে নাই !!

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিকই বলেছেন।

৫| ২৯ শে জুন, ২০২২ সকাল ১১:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

দেশের সকল ভার্সিটিতে "চাটা বিদ্যা" নামে সাবজেক্ট খোলার জোর আবেদন জানাচ্ছি।

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১০ টাকার সমুচা সিংগাড়ার ভিসি এবিষয়ে ভালো বলতে পারবেন।

৬| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৩১

সোনাগাজী বলেছেন:



@শাহ আজিজ বলেছেন, " ...অনেক বাঁধা সত্ত্বেও সেতু দাড়িয়ে গেছে , এটাই আশার কথা , আমরা জিতেছি । "

-আপনিও কি শেখ হাসিনার মতো গরুর রশিকে লাঠি দিয়ে পিটায়ে সাপ সাপ বলে চীৎকার দিচ্ছেন? সেতু নির্মাণে কেহ বাধা দেয়নি

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিষয়টা আসলে সে রকমই হয়েছে। আসল কথা হচ্ছে সেতু প্রয়োজন ছিল, হয়েছে।

৭| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৪

শাহ আজিজ বলেছেন: @সোনাগাজী বিশ্ব ব্যাঙ্কের ফান্ড বন্ধ বাঁধা নয় , সাধা ------------------------------

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তখন ফান্ড বন্ধ হওয়াতে আমাদের সক্ষমতা বেড়েছে।

৮| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটা জব্বর

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার শূন্য সারমর্ম বলেছেন, দেশের সকল ভার্সিটিতে "চাটা বিদ্যা" নামে সাবজেক্ট খোলার জোর আবেদন জানাচ্ছি।

৯| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১:০৬

সোনাগাজী বলেছেন:



শাহ আজিজ বলেছেন: "@সোনাগাজী বিশ্ব ব্যাঙ্কের ফান্ড বন্ধ বাঁধা নয় , সাধা "

-সেতুর ঘটনার পরে, বিশ্ব ব্যাংক বাংলাদেশকে কমপক্ষে আরো ১৫/১৬ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিবিধ সেক্টরে। সেতুতে দুর্নীতি হয়েছিলো। এনসিআর ল্যাভলীনের ১জন বড় ডিরেক্টর পদত্যাগ করেছে ঘুষ দেয়ার কারণে।

২৯ শে জুন, ২০২২ দুপুর ১:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের প্রধান মন্ত্রী মঞ্চে, টিভিতে, পত্রিকায় বার বার জোড়দিয়ে বলছেন কোন দূর্নীতি হয়নি। সেদিন উদ্বোধনের সময় আবারো বললো কোন দূর্নীতি হয়নি ড. ইউনুস আর বিএনপি জড়যন্ত্র ছিল।

১০| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার পোস্টটি দেখে আমি অনুপ্রাণিত হয়েছি - আশা করছি খুব শিঘ্রই তোষামোদি নিয়ে একটি পোস্ট লিখবো।


২৯ শে জুন, ২০২২ দুপুর ২:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই লিখবেন। আপনার তোষামোদি নিয়ে লেখা অধিক আগ্রহনিয়ে পড়ার অপেক্ষায় থাকলাম।

১১| ২৯ শে জুন, ২০২২ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: আজাইরা।

ফলাফল শূন্য।

২৯ শে জুন, ২০২২ দুপুর ২:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফলাফল শূন্য।

১২| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: নিক্সন ইউনুস-হিলারির পায়ের নখের যোগ্যও না। ওরে কে পাত্তা দেয়?

২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক।

১৩| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনিতো বললেন ছবির সাথে লেখার কোন
সম্পক' নাই!
আমি কেনো তবে
সম্পকে'র গন্ধ পাই!!

২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সম্পর্ক খুঁজলে হয়তো পাওয়া যাবে। :D

১৪| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মাথা ঠিক নেই।

২৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মাথা ঠিক থাকলে তো আর এই কথা বলার সাহস পাইতোনা।

১৫| ২৯ শে জুন, ২০২২ রাত ৮:২৮

ঢাবিয়ান বলেছেন: ডঃ ইউনুসের বিরুদ্ধে এইসব অবান্তর অভিযোগগুলোর ভিত্তি কি? তথ্য প্রমান ছাড়া এ ধরনের অভিযোগ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে করা হয় , পদ্মায় চুবানি দেয়ার ধমকি দেয়া হয় । অতি উতসাহীর দল তাই এই ইস্যূকেই কাজে লাগাতে চায়।

৩০ শে জুন, ২০২২ সকাল ৯:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোন তথ্য দিতে পারেনি সরকার কিংবা মিডিয়া তারপরও শুধুই গালাগালী করছে তারে।

১৬| ৩০ শে জুন, ২০২২ রাত ২:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
সেতুর ঋন বাতিল ঘটনার পরে, বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ৪ বিলিয়ন ঋন দিয়েছিল রাস্তা সেক্টরে।
এরপর কমপক্ষে আরো ১৫/১৬ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিবিধ সেক্টরে। সেতুতে দুর্নীতি, বা দুর্নিতি অভিযোগ ইত্যাদি বাংলাদেশ সরকারের প্রতি বিন্দুমাত্র অনাস্থা থাকলে বাংলাদেশকে ১ পয়শাও দেয়ার কথা না।

দুর্নিতি হয় নি হয় নি, এটাই প্রমান।
বাংলাদেশ বলে বেচে গেল হারামজাদা। পুটিনের দেশে এরকম হলে ইউনিচ্চারে কলার ধরে সাইবেরিয়ার বরফ পানিতে চুবাইতো।

৩০ শে জুন, ২০২২ সকাল ৯:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার সোনাগাজী বলেছেন, এনসিআর ল্যাভলীনের ১জন বড় ডিরেক্টর পদত্যাগ করেছে ঘুষ দেয়ার কারণে। ৯ নং মন্তব্য।

১৭| ৩০ শে জুন, ২০২২ সকাল ১০:৪০

বাংলার এয়ানা বলেছেন: মিথ্যা বার বার বিভিন্নভাবে ঊপস্থাপন করলে তা এক সময়ে সত্যি হয়ে যায়, এই ক্ষেত্রেও তা।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১০০% সত্য কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.