নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
সে কথায় কথায় গালিগালাজ করে। বেফাঁস কথা বলে। সব বিষয়ে সে নাক গলায়। হ্যাঁ যদি তার কারো পোস্ট পছন্দ না হয় সে এড়িয়ে যেতে পারে কিন্তু সে তা না করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সে কোন রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারে কিন্তু তার পছন্দের রাজনৈতিক দল আম্লিগের বিরুদ্ধে হলেই সে গালিগালাজে লিপ্ত হয়। যে ভাষা মুখে আনা শোভা পায়না তারপরও আমি তার কমেন্ট এখানে উদ্ধৃত করে দিলাম।
ইস্কনের পায়ের কাছে কুরান লুটাপুটি খায় মাদারচোদ। তোর মুস্লিম মা রে গু খাওইয়া তোর ভাই রে দিয়া চুদামু৷ তোর বোন রে বগল চুদা চুদবো শালা নাইড়া মুস্লিম এখানে ১০ মন্তব্যে দেখতে পারেন।
১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যেই জন্য ধন্যবাদ। আমিও মডুর দৃষ্টি আকর্ষন করছি। নিশ্চয় মডু এটা দেখবেন এবং ব্লগীয় নীতিমালার অধীনে যেটা করা উচিত সেটা করবেন।
২| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার শেয়ার করা লিঙ্ক দেখলাম। দু'পেয়ে প্রাণী মানেই যে সে মানুষ নয় ওটা তারই একটা প্রমাণ। রিপোর্ট করেছি কর্তৃপক্ষের কাছে। ধন্যবাদ।
৩| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৫
কথামৃত বলেছেন: রিপোর্ট করেছি।
৪| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৮
মিরোরডডল বলেছেন:
প্রহররাজা যে মন্তব্য করেছে, নিঃসন্দেহে ওটা একটা অফেন্সিভ কমেন্ট।
ব্লগ কর্তৃপক্ষ নিশ্চয়ই ব্যবস্থা নিবে।
এখন মশিউরের কাছে একটা প্রশ্ন, ব্লগের পরিবেশ নষ্ট হয় এরকম বাজে কমেন্ট করার সুযোগ কেনো করে দেই?
ওটা ছিলো কমেন্ট ১০, তার আগে কমেন্ট ৩ এর প্রতিমন্তব্যে মশিউর যেভাবে রিপ্লাই করেছে, এখানে আরও সংযত হতে পারতো।
৩. ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬০
প্রহররাজা বলেছেন: আপ্নে কি বিহারি ক্যাম্পে থাকেন? আই কিঊ এতো কম কেনো? পৃথিবীতে একমাত্র মুস্লিমরাই সন্ত্রাসী কাজ করে, তাই পশ্চিমা দেশ গুলা যত রিফিউজি আছে তার প্রায় ৯৯%ই মুস্লিম।
১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮৩
লেখক বলেছেন: এই ছাগল তুই কি কলকাতার বস্তিতে থাকিস যে তোর চোখে পড়লোনা?
একজন আপনি করে কমেন্ট করছে, সেখানে আমি তাকে ছাগল তুই করে যদি বলি, তাহলে আমি জানবো সে একটা পাল্টা নোংরা কমেন্ট করবে।
বটম লাইন হচ্ছে, ব্লগের পরিবেশ রক্ষার্থে আমাদের সবার নিজেদের ভুমিকা আছে, মন্তব্য প্রতিমন্তব্যে আমাদের আরও সচেতন হতে হবে।
দিনের শুরুতেই ব্লগ পেইজে এসব নোংরা গালিগালাজ দেখতে ভালো লাগেনা।
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি বলে গালে থাপ্পর মারা এবং তুই বলে গালে থাপ্পর মারার মধ্যে পার্থক্য কী? ও আগে গালে থাপ্পর মেরেছে এখানে আপনি অথবা তুই বলাতে কী সেই থাপ্পরের কোন পরিবর্তন হয়েছে? নাকি মানসম্মান যাওয়ার মধ্যে কিছুটা পার্থক্য হবে?
আপনার এই কমেন্টস এর জন্য ও আবারো ১০ এবং ১১ নং কমেন্ট করার ধৃষ্টতা দেখিয়েছে।
৫| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫১
কালো যাদুকর বলেছেন: পড়ে আসলাম । মডু কৈ? তাড়াতাড়ি ব্যবস্থা নেয়া হোক।
৬| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫২
আহরণ বলেছেন: দুঃখিত ভাইয়া!! সামুতে কান্নাকাটি করে লাভ নেই। এখানে মত প্রকাশের স্বাধীনতা কিছুটা কম হলেও আছে বইকি। আপনি বরংচ বুড়ো ইউনুসের কাছে যেয়ে নালিশ করেন, দেখন কী হয়?
৭| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১০
জ্যাকেল বলেছেন: মত প্রকাশ সহ্য না হলে যারা গালিগালাজ শুরু করে এরা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের উত্তরসূরী। এরা ইসলামের চরম বিদ্বেষী এবং আওয়ামীপ্রেম এদের অর্গাজম।
এই শয়তানের চেলা কুরআন নিয়ে অপমানসূচক মন্তব্য করেছে। একে ব্যান না করা অনৈতিক।
৮| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: রিপোর্ট করেছি। আপনি স্ক্রীণশট দিয়ে রাখুন।
৯| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৯
অগ্নিবেশ বলেছেন: প্রহররাজার, এই কমেন্টের তীব্র নিন্দা জানাই। তর্ক করা উচিত যুক্তি তথ্য দিয়ে, রেফারেন্স দিয়ে। অপর পক্ষের মা বোনকে গনিমতের মাল মনে করা অসভ্যের কাজ। ১৪শ বছর আগে অনেক মা বোনই তাদের সর্বস্ব হারিয়েছে, আরবের কিছু দস্যুদের দ্বারা। একাত্তরেও তাদের অনুসারীরা বাঙ্গালী মা বোনদের যা করেছে, তাহা আমরা ভুলব না।
১০| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৭
প্রহররাজা বলেছেন: তুই করে আমাকে আগে গালি দেয়া হয়েছে, এখন ভিক্টিম কার্ড মারাও???
এই তোরা কে আছিস রাজুতে আয়, ইস্কনের লোকজন আমাকে গালি দিচ্ছে
১১| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩০
প্রহররাজা বলেছেন: আমাকে আগে তুই তুকারি করা হয়েছে যেনো আমি গালি দেই। কিছু মানুষ ইচ্ছা করে নিজের মা বোন কে গালি খাওয়ায়, এটা একধরনের মানসিক রোগ
১২| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩২
আহরণ বলেছেন: প্রহররাজা বলেছেন: তুই করে আমাকে আগে গালি দেয়া হয়েছে, এখন ভিক্টিম কার্ড মারাও??? এই তোরা কে আছিস রাজুতে আয়, ইস্কনের লোকজন আমাকে গালি দিচ্ছে
একদম বলেছেন............ ভাইয়া।
১৩| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিংকের ৩ নাম্বার কমেন্টে ব্লগার প্রহররাজা বলেছেন : আই কিঊ এতো কম কেনো? পৃথিবীতে একমাত্র মুস্লিমরাই সন্ত্রাসী কাজ করে, তাই পশ্চিমা দেশ গুলা যত রিফিউজি আছে তার প্রায় ৯৯%ই মুস্লিম।
প্রহররাজা একটা প্রচণ্ড আক্রমণাত্মক কমেন্ট দিয়ে যাত্রা শুরু করেছেন। অথচ আমাদের কোনো কোনো অতি-সুশীলের কাছে এটা ধরা পড়লো না? প্রহররাজার কমেন্টগুলো বরাবরই আক্রমণাত্মক। এই পোস্টের ১০ নাম্বার কমেন্টেও তার প্রমাণ রেখেছেন।
গেছোদাদা, প্রহররাজা, নিপুণকথন - এদের পোস্ট এবং কমেন্টগুলো একই ধাঁচের এবং বাংলাদেশ-বিরোধী ও মুসলিম-বিরোধী। এসব বন্ধ হওয়া উচিত।
১৪| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৬
নতুন বলেছেন: ৩. ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬০
প্রহররাজা বলেছেন: আপ্নে কি বিহারি ক্যাম্পে থাকেন? আই কিঊ এতো কম কেনো? পৃথিবীতে একমাত্র মুস্লিমরাই সন্ত্রাসী কাজ করে, তাই পশ্চিমা দেশ গুলা যত রিফিউজি আছে তার প্রায় ৯৯%ই মুস্লিম।
১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮৩
লেখক বলেছেন: এই ছাগল তুই কি কলকাতার বস্তিতে থাকিস যে তোর চোখে পড়লোনা?
@ মশিউর ভাই আপনি যদি ঠিক মতন জবাব দিতেন তবে ঝামেলা শুরু হতো না। আপনি আগে গালী দিয়েছেন।
@প্রহররাজা আপনি এমন ভাবে গালি দিয়ে নিজের রং ই দেখালেন সবাইকে। গালীর শব্দ বাঙ্গালীরা সবাই জানে। মানুষের জ্ঞান পরিচয় তার আচরনের মাধ্যমে প্রকাশ পায়।
১৫| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৯
আমি নই বলেছেন: প্রহররাজা এবং আহরণ এরা সবসময় উগ্রপন্থী কমেন্টই করে, যা হয় বাংলাদেশ বিরোধী আর না হয় ইসলাম বিরোধী। এদের কমেন্ট বিশ্লেষন করে কেউ দেখুক বাংলাদেশ বিরোধী আর না হয় ইসলাম বিরোধী ছারা কোনো কমেন্ট নাই। এই দুইটাই আরএসএস জংগী।
বাকি মডুরা যা ভালো বোঝে।
১৬| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৯
জটিল ভাই বলেছেন:
ইহাও হয়তো সোনাগাছির প্রোডাক্ট!
১৭| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২
কিরকুট বলেছেন: বদ্ধ উন্মাদ গুলা ধরে ধরে পাগলা গারদে ভড়ে ফেলা উচিৎ ।
জটিল@ আপনার সোনার প্রতি অকারন উত্তেজনা কমলই না ।
১৮| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৬
মেঠোপথ২৩ বলেছেন: আমাদের সবাইকে বুঝতে হবে যে, পতিত স্বৈরাচারের দোসররা দেশে একটা দাঙ্গা, ফ্যসাদ বাধাতে চাইছে।এরা ব্লগ ও ফেসবুককে ইউজ করতে চাইছে এই ইস্যূ্তে। তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে আমরা তাদের উস্কানিতে সারা দিয়ে মেজাজ হারাই এবং বাজে কমেন্ট করে বসি। এরপর এই সব কমেন্ট স্ক্রীনশট নিয়ে বিদেশে বলে বেড়াতে পারে যে আমাদের দেশে নিরীহ জনগন ও সংখ্যালঘুদের জীবন হুমকির মুখে। দয়া করে সবাই সবাই এদের যার যার ব্লগে ব্লক করুন। এদের চরম উস্কানিমুলক কমেন্ট সর্বাবস্থায় এড়িয়ে চলুন। সকল সন্দেহজনক নিক কমেন্টে ব্লক করুন। কোথায় কি কমেন্ট করছে তাতে প্রতিক্রিয়া দেখানো থেকে পুরোপুরি বিরত থাকুন। দয়া করে এদের দেয়া ফাদে পা দিবেন না।
১৯| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৩১
মেঠোপথ২৩ বলেছেন: Click This Link
কমেন্টে ব্লক অপশন যদি জানা না থাকে , তবে উপড়ের পোস্টের সাহায্য নিন। বয়কট অল স্বৈরাচারের দোসর।
২০| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১
জুল ভার্ন বলেছেন: উত্তরঃ এরাই বর্তমান সামহোয়্যারইন ব্লগের সম্পদ- "এদের জন্যই অনেকে ব্লগিং করে"!
২১| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫
ভুয়া মফিজ বলেছেন: মিডের এনালিসিস (৪ নং মন্তব্য) দেখে আমি যতোটা না মুগ্ধ, তার চাইতে বেশী বাক্যহারা। ব্লগে এমন তীক্ষ্ণবুদ্ধির ব্লগার আরো চাই!!!!
খলিলভাইয়ের সাথে পুরাই একমত (১৩ নং মন্তব্য)। উনাকে ধন্যবাদ বিষয়টা পরিস্কার করে বলার জন্য। কোন একজন ব্লগারকে সঠিকভাবে এনালিসিস করতে চাইলে তার বর্তমানের সাথে সাথে অতীত কর্মকান্ডের দিকে নজর দেয়াও জরুরী।
ব্লগার মেঠোপথ২৩ এর ১৮ এবং ১৯ নং মন্তব্যের সাথেও একমত। ব্লগে কিছু মাল্টি বা তথাকথিত মূল নিকের আবির্ভাবই হয় ল্যাদানোর জন্য। এদের কাছ থেকে দুর্গন্ধ ছাড়া আর কিছু পাবেন না। এইসব ব্লগারের বর্জ্যপদার্থ ঘাটাঘাটি করে দূর্গন্ধ উস্কে দেয়ার দরকার আছে? ইতরদের সাথে বাক্যব্যয় করে সময় নষ্ট করার মতো সময় কয়জনের আছে? তাই এদেরকে আইডেন্টিফাই করার সাথে সাথে আপনার ব্লগে ব্লক করে দিবেন। আপনার ব্লগবাড়ি এবং পোষ্টকে দূর্গন্ধমুক্ত রাখা আপনার প্রধান কর্তব্য। এটা সার্বিকভাবে ব্লগকেও ইতর এবং দূর্গন্ধমুক্ত রাখতে সহায়তা করবে।
ব্লগ কর্তৃপক্ষের ''বাক স্বাধীনতা''র আন্ডারস্ট্যান্ডিং খুবই ইউনিক এবং একইসঙ্গে সিলেকটিভ। খুব বেশী কিছু আশা না করাই ভালো!!! যা করার, নিজে নিজে করেন!!!!
২২| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২১
ঢাবিয়ান বলেছেন: @ ভুয়া মফিজ, আপনাদের অনুপস্থিতিতে চর দখলের মত ব্লগ দখলের একটা পায়তারা শুরু হয়েছে। দ্রুত সক্রিয় হন । এইরকম ধুমকেতুর মত উদয় হইলে হইবে না
২৩| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মিরোরডডল এর মন্তব্যে আমি যারপর নেই বিস্মৃত! সোনাবীজ ও ভুয়া চমৎকার মন্তব্য করেছেন।
২৪| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মিরো আপনি কিভাবে এমন মন্তব্য করলেন?
২৫| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
মিরোরডডল বলেছেন:
আমি সহজভাবে একটা কথা বলেছি, এটাকে কেনো সবাই কমপ্লিকেটেডভাবে নিচ্ছে, সত্যিই বুঝলাম না।
আমার মন্তব্যে ক্লিয়ারলি বলেছি, প্রহররাজার মন্তব্য অবশ্যই অফেন্সিভ। অসম্ভব নোংরা যেটা বলার অপেক্ষা রাখে না।
তার ৩নং মন্তব্য সেটাও অফকোর্স আপত্তিজনক। কিন্তু আমি মশিউরকে যেটা বলতে চেয়েছি, একটা মানুষ যখন বাজে মন্তব্য করে সেটা অনেকভাবেই উত্তর দেয়া যায়। আমি যখন জানি একজন মাল্টি নিক থেকে এসে আক্রমণ করে, মুখ খারাপ করে, সেই ব্লগারের ৩ নং মন্তব্যে আমি ছাগল বলে তুই তোকারি করার সময়ই জানবো, সে এখন আরও খারাপ আচরণ করবে। সেই সুযোগ না দেয়ার জন্য বলেছি। That's it.
ভুম যেটা বললো, এই কথাগুলো আমি বহুবার বহু পোষ্টে উল্লেখ করেছি, স্পেশ্যালি কোন একজন ব্লগারকে নিয়ে যখন সবাই অভিযোগ করতো। তখন একথাই বলেছি কারো মন্তব্যে সমস্যা হলে নিজেই সেটা সল্ভড করা যায়। ব্লগে অনেক অপশন আছে, প্রথমত মুখ খারাপ না করেও উত্তর দেয়া যায়। মন্তব্য পছন্দ না হলে ডিলিট করা যায়, ব্লক করা যায়, রিপোর্ট করা যায়।
So many ways to handle.
It's not that একজন যা খুশি বলবে আর আমি মেনে নিবো, উত্তর অবশ্যই দিবো। কিন্তু যখন দেখবো এর সাথে কথা বলা অর্থহীন, তখন ওটা নিয়ে পাল্টাপাল্টি করা মানে আরও খারাপ কথা বলার পরিবেশ তৈরি করে দিচ্ছি। এটাই বোঝাতে চেয়েছি।
এনিওয়ে, আমার যেটা মনে হয়েছে বলেছি, now it depends on you guys, how you take it.
Thanks!
২৬| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০
ভুয়া মফিজ বলেছেন: @মিড.........যে কোনও কিছুর কনটেক্সট বোঝাটা জরুরী। তবে আমি যে বাক্যহারা হয়েছি, সেটা কিন্তু আনন্দে (আমার আগের মন্তব্য দ্রষ্টব্য)। অন্যভাবে নেয়ার কিছু নাই!!!!!
২৭| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
মেঘনা বলেছেন: @ সৈয়দ মশিউর রহমান এবং @ প্রহররাজা - একই গোয়ালের গরু।
২৮| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২২
শেরজা তপন বলেছেন: বাপরে বাপ কি মন্তব্য! ছদ্ম পরিচয়ে ব্লগ মন খুলে গালিগালাজ এর জন্য একটা দারুন জায়গা।
২৯| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: একবার হলো কি একজন আমাকে গালি দিল, আমি তাকে জবাবে বললাম, আমি যদি গালি দেই তাহলে দুইদিন লাগবে পড়ে শেষ করতে কিন্তু আমি তুমাকে গালি দিলাম না। মনে রেখ তুমি যে গালি দিচ্ছ এগুলো তুমারি চরিত্রের প্রতিফলন।
৩০| ১২ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:০৯
মিরোরডডল বলেছেন:
স্যরি মশিউর, আবারও একটা মন্তব্য করতে আসতে হলো।
লেখক বলেছেন: আপনার এই কমেন্টস এর জন্য ও আবারো ১০ এবং ১১ নং কমেন্ট করার ধৃষ্টতা দেখিয়েছে।
তাই?
What you're trying to say, I'm responsible for his audacity!
So, you believe for every action there is a reaction.
Okay, I accepted.
Then what about his disgusting comment in your other post, who's responsible?
That's your তুই তোকারি comment, because I wasn't there.
I hope you understand now.
সেদিন অন্য এক পোষ্টে ইউর ফার্স্ট কমেন্ট,
১৩. ১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই রামভোদাই উৎসব কবে মারা গেল? মিথ্যা তথ্য ছড়াচ্ছিস কেন?
এখানে কেউ বলছে না কেন যে উৎসব মারা যায়নি। এতোবড় একটা মিথ্যা তথ্য ছড়াচ্ছে অথচ কেই এই ছাগলের বিরুদ্ধে কথা বলছেনা!
আবারও সেই তুই তোকারি এবং ছাগল সম্বোধন।
এই কথাটা ভালোভাবে বলা যেতো।
যেতো নাহ???
If you're not happy with content, ask him for the authentic source.
Or you could share if you have right info.
Show him why he's wrong and you're right, that's it.
মুখ খারাপ করারতো দরকার নেই।
থ্যাংক ইউ মশিউর, ভালো থাকবে।
৩১| ১২ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫৩
নান্দাইলের ইউনুছ বলেছেন:
খারাপ কাজ সব সময় ই খারাপ।
৩২| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:৩১
এনামেল হউক বলেছেন: @ অগ্নিবেশঃ যা তোর বাপ মুদিরে গিয়ে বল তোর মা হাসিনারে বিয়ে করতে, তাইলে তোর মনের যাতনা যদি কমে।
৩৩| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৬
কিরকুট বলেছেন: ঢাবিয়ান বলেছেন: @ ভুয়া মফিজ, আপনাদের অনুপস্থিতিতে চর দখলের মত ব্লগ দখলের একটা পায়তারা শুরু হয়েছে। দ্রুত সক্রিয় হন । এইরকম ধুমকেতুর মত উদয় হইলে হইবে না ।
রাস্তা ঘাট হল থানা বাড়ি ঘর পুকুর দখল করেও শান্তি হয় নাই এখন ব্লগও দখল করার পায়তারা করছেন ? এই জাতের চৌপায়ারা দেখছি সব চাবায় । সাদে কি আর বলে ছাগলে কি না খায় !!!
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:২১
আমি সাজিদ বলেছেন: মত প্রকাশের স্বাধীনত মানে মা বোন তুলে গালি নয়। তাকে ব্লগীয় নীতিমালার মধ্যে আনা দরকার। মডূ কই ?