নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু লিখলেই লেখক হওয়া যায় না।

এস এম শিবলী ওয়ার্সী

নিজেকে অকেজোর চেয়েও অনেক বেশি ছোট লাগে । এর বেশি পরিচয় আমার হয়নি । মানুষ হয়ে উঠতে খুব ইচ্ছা হয় ।

এস এম শিবলী ওয়ার্সী › বিস্তারিত পোস্টঃ

তবু একটু বিবেক থাকুক।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

শুয়ে আছি। মনের ব্যস্ততা রেখে ঘুমানোর চেষ্টা চালাচ্ছি। হঠাত কড়মড় শব্দ। অশরীরি কিছুতে আমার ভয় আছে। চুপ করে শব্দ উৎপাদনের স্থানের খোঁজে থাকলাম। আবার কড়মড়। এবার তাকালাম, পেয়ে গেলাম!
.
একটা তেলাপোকা সেখানে। দেখেই শরীর কিলবিল করে উঠলো। দূর থেকেই তাকে তাড়ানোর চেষ্টা করে সফল হলাম। তবু মনে ভয় থেকেই গেলো। আবার যদি আসে! ভাবলাম, মেরে ফেলবো তাহলে।
.
একটু খোজাখুজির পর কিছু একটা মাথায় আসলো, থেমে গেলাম। উচিত হবে না। একটা জীবন দেওয়ার ক্ষমতা যার নেই, সে একটা জীবন নেয় কীভাবে? সে যতই ক্ষুদ্র হোক, সে তো তার আপন স্বভাবেই ছিলো। বরং আমি নিজেই তাকে অকারণে ভয় পেয়ে মারতে যাচ্ছিলাম। মেরে কী এমন বীর খেতাব পেতাম!
..
স্রষ্টা, তোমার "আশরাফুল মাখলুকাত" বড়ই অদ্ভুত। সৃষ্টির সেরা জীব বড়ই অদ্ভুত।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

আরজু পনি বলেছেন: তেলাপোকা না মারলে তো তেলাপোকারাই আপনার বাড়িঘর , আপনাকে মেরে ফেলবে !

যাই হোক...শুভকামনা রইল।
ব্লগিং শুভ হোক ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০

ফেরদৌসা রুহী বলেছেন: আমরা সবাই যদি বাসা বাড়ির তেলাপোকা মারা বন্ধ করে দেই তাহলে কি ভয়াবহ অবস্থা হবে তা ভাবতেই তো ভয় পাচ্ছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৬

এস এম শিবলী ওয়ার্সী বলেছেন: আপনার বন্ধ না করলেও চলবে। তবে আমার টেস্টিং এখনও চালু আছে।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৩

গেম চেঞ্জার বলেছেন: :-B আপনার মারার ইচ্ছার পেরতিবাদ জানাইলুম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫১

এস এম শিবলী ওয়ার্সী বলেছেন: তাহলে তো ইচ্ছা করাও বন্ধ করে দিতে হবে :)

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

বিজন রয় বলেছেন: বিবেক!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.